আইনের অনুশাসনের নীতিগুলো কী কী?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, আইনের অনুশাসনের নীতিগুলো উল্লেখ কর।
অথবা, আইনের অনুশাসনের নীতিগুলো বর্ণনা কর।
অথবা, আইনের অনুশাসনের নীতি সম্বন্ধে যা জান লিখ।

উত্তরঃ ভূমিকা: উদারনৈতিক গণতন্ত্রের সূতিকাগার হিসেবে পরিচিত ব্রিটেনের সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য হল আইনের অনুশাসন। আইনের অনুশাসন যদিও একটি প্রাচীন নীতি, তথাপি ব্রিটিশ সংবিধানেই সর্বপ্রথম আইনের অনুশাসন সাংবিধানিক মর্যাদা লাভ করে। ব্রিটিশ নাগরিকের অধিকার ও স্বাধীনতার রক্ষা কবচ হল এ আইনের অনুশাসন।

আইনের অনুশাসনের নীতিসমূহ: ব্রিটিশ আইনের অনুশাসনের কতকগুলো অপরিহার্য নীতি রয়েছে। নিম্নে এগুলো তোলে ধরা হল:

১. ব্যক্তিকে তার অষ্টম উপদেষ্টার মাধ্যমে আইন সম্পর্কে সুষ্ঠুভাবে জানতে হবে। যাতে তার কাজকর্ম নিশ্চিত ভাবে করতে পারে।

২. ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ আইন মোতাবেক রাখতে হবে। এক্ষেত্রে বলা হয়-

ক. সরকার বা তার কোন কর্মকর্তার কার্য অবশ্যই আইন মোতাবেক পরিচালিত হতে হবে।

খ. কোন কর্তৃপক্ষ ব্যক্তির জীবনযাপনে স্বৈরাচারীভাবে বাধা দিতে পারবে না।

গ. একজন নাগরিককে অভয় দিতে হবে যে, আইন ভঙ্গ না করলে তাকে গ্রেফতার করা হবে না।

৩. কোন নাগরিককে শাস্তি দিতে হলে আইনগতভাবে তার বিরুদ্ধে আনীত অভিযোগ নিরপেক্ষভাবে আদালতে উপস্থাপন করতে হবে।

৪. ন্যায়বিচারকে অবশ্যই তার লক্ষ্য অনুযায়ী পরিচালিত হতে হবে। আইন যেভাবে থাকে সেভাবে তাকে ব্যাখ্যা করতে হবে। আইন বহির্ভূতভাবে পার্লামেন্ট বা সরকারের ইচ্ছাকে বাস্তবায়ন করা যাবে না।।

উপসংহার: অতএব বলা যায়, আইনের অনুশাসনে উল্লিখিত অপরিহার্য নীতিমালাগুলো লক্ষ্য করা যায়। এ নীতি জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষায় ব্যাপকভাবে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করেছে। তাই নাগরিক অধিকারের সাথে আইনের
শাসন ওতপ্রোতভাবে সম্পৃক্ত।