ষষ্ঠ অধ্যায় ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থা (The British Political System)

রকেট সাজেশন
রকেট সাজেশন

১. ব্রিটেনের দলীয় ব্যবস্থা কোন ধরনের?
উত্তর : দ্বিদলীয়।

২. কোন দেশের সংবিধান অলিখিত?
উত্তর : গ্রেট ব্রিটেন-এর।

৩. ব্রিটিশ সংবিধানকে কি নামে ডাকা হয়?
উত্তর : ব্রিটিশ সংবিধানকে ডাকা হয় The mother of all Constitutions

৪. ব্রিটিশ সংবিধান কি নামে অভিহিত?
উত্তর : “The mother of all constitutions.

৫. “The mother of all constitutions” কোন দেশের সংবিধানকে বলা হয়?
উত্তর : গ্রেট ব্রিটেনের সংবিধানেক “The mother of all constitutions” বলা হয়।

৬. কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে?
উত্তর : ব্রিটেনের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে।

৭. কোন দেশের সংবিধান অলিখিত?
উত্তর : বৃটেনের সংবিধান অলিখিত।

৮. সংসদীয় সরকার ব্যবস্থা সর্বপ্রথম কোথায় প্রবর্তিত হয়েছিল?
উত্তর : বৃটেনে ।

৯. আধুনিক বিশ্বের প্রাচীনতম সংবিধান হচ্ছে কোন সংবিধান?
উত্তর : আধুনিক বিশ্বের প্রাচীনতম সংবিধান হচ্ছে ব্রিটিশ সংবিধান।

১০. ‘The mother of all constitution’ নামে পরিচিত কোন সংবিধান ?
উত্তর : ‘The mother of all constitution’ নামে পরিচিত ব্রিটিশ সংবিধান।

১১. “English constitution is a living organization.”- কথাটি কে বলেছেন?
উত্তর : “English constitution is a living organization.” কথাটি অধ্যাপক Ogg বলেছেন।

১২. ব্রিটেনের সংবিধানের অন্যতম প্রধান উৎস কি?
উত্তর : ব্রিটেনের সংবিধানের অন্যতম প্রধান উৎস হলো ঐতিহাসিক সনদ ও চুক্তিপত্র।

১৩. ম্যাগনাকাটা কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১২১৫ সালে।

১৪. সংবিধান তৈরি করা হয়নি, বিকাশ লাভ করেছে কোন দেশের সংবিধান সম্পর্কে বলা হয়েছে।
উত্তর : সংবিধান তৈরি করা হয়নি, বিকাশ লাভ করেছে ব্রিটিশ সংবিধান সম্পর্কে বলা হয়েছে।

১৫. “ব্রিটিশ সংবিধান হলো বিরতিবিহীন ক্রমবিকাশমান সংবিধান।” উক্তিটি কে করেছেন?
উত্তর : “ব্রিটিশ সংবিধান হলো বিরতিবিহীন ক্রমবিকাশমান সংবিধান। ” উক্তিটি করেছেন অধ্যাপক ফাইনার

১৬. সংবিধান কি?
উত্তর : সংবিধান হলো রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করার নীতিসমূহ, যা দলিলে লিপিবন্ধ থাকে।

১৭. ব্রিটিশ সংবিধানের দুই উৎসের নাম লিখ।
উত্তর : ঐতিহাসিক সনদ ও পার্লামেন্ট প্রণীত আইন বা বিধিবদ্ধ আইন

১৮. ব্রিটেনের সংবিধান কত বছরের ক্রমবিকাশের মধ্য দিয়ে বর্তমান রূপ পরিগ্রহ করেছে।
উত্তর : ব্রিটেনের সংবিধান দীর্ঘ পনের’শ বছরের ক্রমবিকাশের মধ্য দিয়ে বর্তমান রূপ পরিগ্রহ করেছেন।

১৯. ব্রিটিশ সংবিধানের উৎস প্রধানত কত প্রকার ও কি কি?
উত্তর : ব্রিটিশ সংবিধানের উৎস দুই প্রকার। যথা :
১. সাংবিধানিক আইন ও
২. সাংবিধানিক রীতিনীতি ।

২০. সাংবিধানিক আইন কি?
উত্তর : সাংবিধানিক আইন বলতে সংবিধানের সেই অংশকে বুঝায় যা আদালত কর্তৃক স্বীকৃত ও বলবৎকৃত হয়।

২১. সাংবিধানিক আইনের উৎসগুলো উল্লেখ কর।
উত্তর : সাংবিধানিক আইনের উৎসগুলো হলো-
১. ঐতিহাসিক সনদ ও চুক্তিপত্র,
২. পার্লামেন্ট প্রণীত আইন বা বিধিবন্ধ আইন ও
৩. বিচার বিভাগীয় সিদ্ধান্ত।

২২. গৌরবময় বিপ্লব (Glorious Revolution) সংঘটিত হয় কত সালে?
উত্তর : ১৬৮৮ সাन।

২৩. সাংবিধানিক রীতিনীতি বা প্রথা কি?
উত্তর : সাংবিধানিক রীতিনীতি বা প্রথা বলতে সংবিধানের সেই অংশকে বুঝায়, যা আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়,
কিন্তু জনমত ও ঐতিহ্যের বলে প্রযোজ্য হয়।

২৪. সাংবিধানিক রীতিনীতি বা প্রথার উৎসমূহ উল্লেখ কর।
উত্তর : সাংবিধানিক রীতিনীতি বা প্রথার উৎসসমূহ হলো-
১. প্রথাগত আইন বা সাধারণ আইন,
২. দেশাচার ও এ সংবিধান সংক্রান্ত গ্রন্থ।

২৫. ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য কত প্রকার ও কি কি?
উত্তর : ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট। দুই প্রকার। যথা:
১. সাধারণ বৈশিষ্ট্যসমূহ এবং
২. মৌলিক বৈশিষ্ট্যসমূহ।

২৬. ব্রিটেনের সংবিধানের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উল্লেখ কর ।
উত্তর : ব্রিটেনের সংবিধানের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো- অলিখিত, এককেন্দ্রিক, সংসদীয়,গণতন্ত্র,
সুপরিবর্তনীয়, সাংবিধানিক, রীতিনীতির প্রাধান্য আইনে অনুশাসন প্রভৃতি।

২৭. ব্রিটিশ সংবিধানের কোন উৎসের উপর ইংরেজ জাতির শাসনব্যবস্থা আবর্তিত ও নিয়ন্ত্রিত হয়?
উত্তর : সাংবিধানিক রীতিনীতি বা প্রথার উপর ইংরেজ জাতির শাসনব্যবস্থা আবর্তিত ও নিয়ন্ত্রিত হয়।

২৮. সাংবিধানিক রীতিনীতি কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : সাংবিধানিক রীতিনীতি কথাটি সর্বপ্রথম অধ্যাপক ডাইসি ব্যবহার করেন।

২৯.আইনের অনুশাসন কি?
উত্তর : আইনের প্রাধান্য অর্থাৎ আইনের চোখে সকলেই সমান।

৩০ . জে. এস. মিল সাংবিধানিক রীতিনীতিকে কি হিসেবে অভিহিত করেছেন?
উত্তর : জে. এস. মিল সাংবিধানিক রীতিনীতিকে সংবিধানের অলিখিত বিধান হিসেবে উল্লেখ করেছেন।

৩১. কে সাংবিধানিক রীতিনীতিকে সাংবিধানিক প্রথা হিসেবে অভিহিত করেছেন?
উত্তর : অ্যানসন (Anson) সাংবিধানিক রীতিনীতিকে সাংবিধানিক প্রথা হিসেবে অভিহিত করেছেন।

৩২. কিসের মধ্য দিয়ে ব্রিটেনের অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তন ঘটেছে?
উত্তর : সাংবিধানিক রীতিনীতির মধ্য দিয়ে ব্রিটেনের অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তন ঘটেছে।

৩৩. ব্রিটেনের সাংবিধানিক রীতিনীতিকে কিসের দ্বারা চার ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর : ব্রিটেনের সাংবিধানিক রীতিনীকে তাদের নিয়ন্ত্রণের এলাকার ভিত্তিতে চার ভাগে ভাগ করা হয়েছে। ত

৩৪. ব্রিটেনের সাংবিধানিক রীতিনীতির শ্রেণীবিভাগ চারটি উল্লেখ কর।
উত্তর : ব্রিটেনের সাংবিধানিক রীতিনীতির চারটি শ্রেণীবিভাগ হলো-

১. রাজার বিশেষাধিকার সম্পর্কিত সাংবিধানিক রীতিনীতি।
২. ক্যাবিনেট ব্যবস্থা সম্পর্কিত সাংবিধানিক রীতিনীতি।
৩. পার্লামেন্ট সম্পর্কিত সাংবিধানিক রীতিনীতি।
৪. কমনওয়েল সম্পর্কিত সাংবিধানিক রীতিনীতি।

৩৫. ব্রিটেনের শাসনব্যবস্থা কেমন?
উত্তর : ব্রিটেনের শাসনব্যবস্থা এককেন্দ্রিক।

৩৬. ব্রিটেনে কোন পদ্ধতির সরকার বিদ্যমান?
উত্তর : মন্ত্রিপরিষদ শাসিত ।

৩৭. ব্রিটেন কি এককেন্দ্রিক না যুক্তরাষ্ট্র?
উত্তর : এককেন্দ্রিক।

৩৮. পার্লামেন্টের জননী কাকে বলে?
উত্তর : ব্রিটিশ আইনসভাকে পার্লামেন্টের জননী বলে ।

৩৯. ম্যাগনাকার্ট চুক্তি কাদের মধ্যে সংঘটিত হয়?
উত্তর : ইংল্যান্ডের রাজা ব্যারনদের মধ্যে

৪০. Commentaries on the laws of England – কার লেখা?
উত্তর : অধ্যাপক ফাইনার এর।

৪১. সাংবিধানিক রীতিনীতি মান্য করা হয় কেন?
উত্তর : জনমতের চাপ, ক্যাবিনেট ব্যবস্থার অস্তিত্ব, ব্রিটিশ জাতির রক্ষণশীলতা ও ঐতিহ্য প্রিয়তা ভারসাম্য রক্ষা প্রভৃতি কারণে সাংবিধানিক রীতিনীতি মান্য করা হয়।

৪২. সর্বপ্রথম আইনের অনুশাসন কথাটি ব্যবহার করেন কে?
উত্তর : সর্বপ্রথম আইনের অনুশাসন কথাটি ব্যবহার করেন অধ্যাপক ডাইসি।

৪৩. কত সালে নর্মান্ডির উইলিয়াম ইংল্যান্ড জয় করেন?
উত্তর : ১০৬৬ সালে।

৪৪. অধ্যাপক ডাইসির আইনের অনুশাসনের তিনটি মূলনীতি লেখ।
উত্তর : আইনের প্রধান্য, আইনের দৃষ্টিতে সকলে সমান ও জনগণের অধিকার সাধারণ আইন দ্বারা সংরক্ষিত।

৪৫. ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শত বর্ষব্যাপী যুদ্ধ শুরু হয়েছিল কবে?
উত্তর : ১৩৩৮ – ১৪৫৩ সাল পর্যন্ত।

৪৬. আইনের অনুশাসনের মূল অর্থ কি?
উত্তর : আইনের অনুশাসনের মূল অর্থ হলো আইনের প্রাধান্য।

৪৭.কে আইনের অনুশাসনকে সভ্যতার ভিত্তিস্বরূপ বলে উল্লেখ করেছেন।
উত্তর : রোমান দার্শনিক সিসেরো আইনের অনুশাসনকে সভ্যতার ভিত্তিস্বরূপ বলে উল্লেখ করেছেন।

৪৮. ব্রিটিশ নাগরিকদের অধিকার ও স্বাধীনতার মূলভিত্তি ও রক্ষক কোনটি?
উত্তর : ব্রিটিশ নাগরিকদের অধিকার ও স্বাধীনতার মূলভিত্তি ও রক্ষক আইনের অনুশাসন।

৪৯. আইনের অনুশাসন ধারণাটির বিস্তৃত ব্যাখ্যা করেন কে?
উত্তর : আইনের অনুশাসন ধারণাটি বিস্তৃত্ব ব্যাখ্যা করেন অধ্যাপক ডাইসি ।

৫০. এ.ডি. ডাইসি কাকে আইনের অনুশাসনের ধারণাকে বিস্তৃতভাবে ব্যাখ্যা করেন?
উত্তর : ঊনবিংশ শতাব্দীতে এম. ভি. ডাইসি আইনের অনুশাসনের ধারণাকে বিস্তৃতভাবে ব্যাখ্যা করেন।

৫১. ডাইসি তাঁর কোন গ্রন্থে আইনের অনুশাসন ধারণাটির বিস্তৃত্ব ব্যাখ্যা করেন?
উত্তর : ডাইসি ১৮৮৫ সালে প্রকাশিত তার ‘An Introduction to the Law of the Constitution’ নামক গ্রন্থে আইনের অনুশাসনের বিস্তত্ব ব্যাখ্যা দেন।

৫২. পৃথিবীর প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি?
উত্তর : পৃথিবীর প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ব্রিটিশ রাজতন্ত্র।

৫৩. ব্রিটিশ রাজতন্ত্রের ঐতিহাসিক ক্রমবিবর্তনের অধ্যায় শুরু হয় কবে?
উত্তর : ব্রিটিশ রাজতন্ত্রের ঐতিহাসিক ক্রমবিবর্তনের অধ্যায় শুরু হয় নবম শতাব্দীর তৃতীয় দশক থেকে।

৫৪. কবে কার সময় হতে ব্রিটিশ রাজতন্ত্র আজ পর্যন্ত এক প্রকার অবিচ্ছিন্নভাবেই চলে আসছে?
উত্তর : ৮২৯ সালে রাজা এ্যার্বাট এর সময় হতে ব্রিটিশ রাজতন্ত্র আজ পর্যন্ত এক প্রকার অবিচ্ছিন্নভাবেই চলে আসছে।

৫৫. অ্যাংলো স্যাক্সন যুগে রাজারা কিসের সাহায্যে রাজ্য শাসন করতেন?
উত্তর : অ্যাংলো-স্যাক্সন যুগে রাজারা উইটান বা বিশ্বমুনসভার সাহায্যে রাজ্য শাসন করতেন।

৫৬. কোন সময় ব্রিটেনের রাজতন্ত্র সংকটের সম্মুখীন হয়?
উত্তর : সপ্তদশ শতাব্দীতে স্টুয়ার্ট রাজাদের রাজত্বকালে ব্রিটেনের রাজতন্ত্র সংকটের সম্মুখীন হয়।

৫৭. ব্রিটেনের বর্তমান রাণীর নাম কি?
উত্তর: রাণী ২য় এলিজাবেন।

৫৮. কমনওয়েলথ এর প্রধান কে?
উত্তর : ব্রিটেনের রাণী।

৫৯. কবে থেকে ব্রিটেনের শাসনব্যবস্থা সাধারণভাবে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হিসেবে পরিচিত লাভ করেছে?
উত্তর : ১৬৮৮ সালে গৌরবময় বিপ্লবের পর থেকে ব্রিটেনের শাসনব্যবস্থা সাধারণভাবে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হিসেবে পরিচিতি লাভ করেছে।।

৬০. ব্রিটেনে কোন যুগে ‘রাজতন্ত্র এবং সংসদীয় ব্যবস্থা’ নামে দুটি মৌলিক প্রাতিষ্ঠানিক কাঠামোর সূত্রপাত হয়?
উত্তর : অ্যাংলো স্যাক্সন যুগে।

৬১. “তিনি রাজত্ব করেন, শাসন করেন না”- উক্তিটি কার সম্পর্কে প্রযোজ্য?
উত্তর : ব্রিটেনের রাজা বা রাণী।

৬২. ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত বিলে কে স্বাক্ষর করেন?
উত্তর : রাজা বা রাণী।

৬৩. ব্রিটিশ সংসদের অধিবেশন কে আহ্বান করেন?
উত্তর: রাজা বা রাণী।

৬৪. ব্রিটেনে কোন আইনের মাধ্যমে রাজার শক্তি হ্রাস পায় এবং ক্যাবিনেটের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮৩২ সালের সংস্কার আইন।

৬৫ . ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার তিনটি কারণ লিখ ।
উত্তর : ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার তিনটি কারণ হলো :
১. ইংরেজি জাতীয় রক্ষণশীলতা,
২. নিয়মতান্ত্রিক শাসন প্রধানের প্রয়োজনীয়তা এবং
৩. জাতীয় ঐক্যের প্রতীক।

৬৬. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ও প্রজাতন্ত্রের পলিটির বিকৃত রূপ কি?
উত্তর : নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ও প্রজাতন্ত্রের উদাহরণ হলো- ব্রিটেন ও বাংলাদেশ।

৬৭. রাজতন্ত্রের ক্ষমতার উৎস দু’টি কি কি?
উত্তর : রাজতন্ত্রের ক্ষমতার উৎস দু’টি হলো-
১. পার্লামেন্ট প্রণীত আইন এবং
২. রাজকীয় বিশেষাধিকার।

৬৮. ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার দুটি কারণ উল্লেখ কর।
উত্তর : প্রথা ও ব্রিটিশ জাতির রক্ষণশীল মনোভাবের জন্য।

৬৯. রাজা বা রাণীর প্রধান রাজনৈতিক কাজ কি?
উত্তর : রাজা বা রাণীর প্রধান রাজনৈতিক কাজ হলো- প্রধানমন্ত্রী নিয়োগ ।

৭০. কমনওয়লথের প্রধান কে?
উত্তর : ব্রিটিশ রাজা বা রাণী

৭১. কার সম্মতি ব্যতীত পার্লামেন্টে অনুমোদিত কোন বিল আইনে পরিণত হতে পারে না?
উত্তর : রাজার বা রাণীর সম্মতি ব্যতীত পার্লামেন্ট অনুমোদিত কোন বিল আইনে পরিণত হতে পারে না।

৭২. পার্লামেন্টের প্রথম অধিবেশনে রাজা-রাণীর অভিভাষণটিকে কি বলা হয়?
উত্তর : পার্লামেন্টের প্রথম অধিবেশনে রাজা বা রাণীর অভিভাষণটিকে সিংহাসন থেকে প্রদত্ত ভাষণ বলা হয়।

৭৩.কে ব্রিটেনের সকল ন্যায়বিচারের উৎস?
উত্তর : রাজা বা রাণী ব্রিটেনের সকল ন্যায় বিচারের উৎস।

৭৪. ক্যাবিনেট শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর : CABAL শব্দ থেকে।

৭৫.ব্রিটিশ ক্যাবিনেট কাদের নিয়ে গঠিত হয়?
উত্তর : ব্রিটিশ ক্যাবিনেট গঠিত হয় সিনিয়ার মন্ত্রীদের নিয়ে

৭৬.কে কবে রাজতন্ত্রের বিলোপের কথা বলতে সমগ্র দেশব্যাপী বিরূপ সমালোচনার ঝড় উঠে?
উত্তর : লর্ড অ্যালটিনচান ১৯৫৭ সালে রাজতন্ত্র বিলোপের কথা বলতে সমগ্র দেশব্যাপী বিরূপ সমালোচনার ঝড় উঠে।

৭৭. Sir Ivor Jennings তাঁর কোন গ্রন্থে ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার ৪টি কারণ নির্দেশ করেছেন?
উত্তর : Sir Ivor Jennings তাঁর The Queens Government’ গ্রন্থে ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার ৪টি কারণ
নির্দেশ করেছেন।

৭৮.Walter Begehat তাঁর কোন গ্রন্থে রাজতন্ত্র টিকে থাকার ৫টি কারণ উল্লেখ করেছেন।
উত্তর : Walter Begehat তাঁর ‘The British Constitution’ গ্রন্থে রাজতন্ত্র টিকে থাকার ৫টি কারণ উল্লেখ করেছেন।

৭৯. কেবিনেটের উদ্ভব ঘটে কার রাজত্বকালে?
উত্তর : কেবিনেটের উদ্ভব ঘটে রাজা দ্বিতীয় চার্লসের রাজত্বকালে।

৮০. রাজা দ্বিতীয় চার্লসের রাজত্বকালে তার কোন পরিষদ হতে কেবিনেটের উদ্ভব হয়?
উত্তর : রাজা দ্বিতীয় চার্লসের রাজত্বকালে তার মন্ত্রী পরিষদ হতে কেবিনেটের উদ্ভব হয়।

৮১. কে ক্যাবিনেটকে ‘ব্রিটিশ শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দু’ রূপে অভিহিত করেছেন?
উত্তর : স্যার আইভর জেনিংস।

৮২. সর্বপ্রথম কে কবে কেবিনেটের কথা উল্লেখ করেন?
উত্তর : সর্বপ্রথম বেজহট (Bagehot) ১৮৬৭ সালে কেবিনেটের কথা উল্লেখ করেন?

৮৩. বেজহট (Bagehot) সর্বপ্রথম তার কোন গ্রন্থে কেবিনেটের কথা উল্লেখ করেন?
উত্তর : বেজহট সর্বপ্রথম তার ‘The English Institution’ গ্রন্থে কেবিনেটের কথা উল্লেখ করেন।

৮৪. কোন বিপ্লবের পূর্ব পর্যন্ত কেবিনেটের ধারণা নিতান্ত অস্পষ্ট ছিল?
উত্তর : ১৬৮৮ সালের গৌরবময় বিপ্লবের পূর্ব পর্যন্ত কেবিনেটের ধারণা নিতান্ত অস্পষ্ট ছিল।

৮৫. কবে থেকে কেবিনেট ব্যবস্থার প্রকৃত প্রচলন হয়েছে বলা যায়?
উত্তর : হ্যানোভার বংশের রাজত্বকালে কেবিনেট ব্যবস্থার প্রকৃত প্রচলন হয়েছে বলা যায়।

৮৬. কার সময়ে কেবিনেট ব্যবস্থা সুস্পষ্টভাবে গড়ে উঠে?
উত্তর : রবাট ওয়ালপোলের সময়ে কেবিনেট ব্যবস্থা সুস্পষ্টভাবে গড়ে উঠে।

৮৭. কার রাজত্বকালে কেবিনেট ব্যবস্থার সম্পূর্ণ বিকাশ ঘটে?
উত্তর : রাজা তৃতীয় জর্জের রাজত্বকালে কেবিনেট ব্যবস্থার সম্পূর্ণ বিকাশ ঘটে।

৮৮. কবে কেবিনেট চূড়ান্ত রূপ পরিগ্রহণ করে?
উত্তর : ঊনবিংশ শতাব্দীতে কেবিনেট চূড়ান্ত রূপ পরিগ্রহণ করে।

৮৯. কেবিনেট কাদের নিয়ে গঠিত?
উত্তর : মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তিদের।

৯০. কত খ্রিস্টাব্দে আয়ারল্যান্ড উত্তর ও দক্ষিণ আয়ারল্যান্ডে বিভক্ত হয়।
উত্তর : ১৯২০ খ্রিস্টাব্দে।

৯১. ব্রিটিশ শাসনব্যবস্থায় প্রকৃত শাসক বা কর্ণধার কোনটি?
উত্তর : ব্রিটিশ শাসনব্যবস্থার প্রকৃত শাসক বা কর্ণধার হলো কেবিনেট।

৯২. কে কেবিনেটের স্রষ্টা?
উত্তর : প্রধানমন্ত্রী কেবিনেটের স্রষ্টা।

৯৩. ব্রিটেনে কোন ধরনের শাসনব্যবস্থা প্রচলিত?
উত্তর : ব্রিটেনে এককেন্দ্রিক শাসনব্যবস্থা প্রচলিত।

৯৪. মন্ত্রিপরিষদ কি?
উত্তর : সকল মন্ত্রীদের সমষ্টিগত সংস্থা হলো মন্ত্রিপরিষদ।

৯৫.সরকার শব্দটির সমার্থক মনে করা হয় কোনটিকে?
উত্তর : মন্ত্রিপরিষদকে সরকার শব্দটির সমার্থক মনে করে হয়।

৯৬. কেবিনেট বা মন্ত্রিসভা কি?
উত্তর : মন্ত্রিপরিষদের একটি ক্ষুদ্র আয়তন বিশিষ্ট্য সংস্থা হলো কেবিনেট বা মন্ত্রিসভা।

৯৭. ব্রিটেনের সর্বাপেক্ষা শক্তিশালী কার্যনির্বাহী সংস্থা কোনটি?
উত্তর : ব্রিটিশ কেবিনেট সর্বাপেক্ষা শক্তিশালী কার্যনির্বাহী সংস্থা।

৯৮. ব্রিটিশ মন্ত্রিপরিষদ একটি-
উত্তর : ব্রিটিশ মন্ত্রিপরিষদ একটি আইনগত সংস্থা।

৯৯. হ্যালডেন কমিটির রিপোর্ট অনুসারে কেবিনেটের কার্যবিধি কত প্রকার? উত্তর : হ্যালডেন কমিটির রিপোর্ট অনুসারে কেবিনেটের কার্যবিধি তিন প্রকার।

১০০. ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি?
উত্তর : ১০ নং ডাউনিং স্মাট।

১০১. ব্রিটিশ কেবিনেটের স্রষ্টা, প্রধান এবং নেতা কে?
উত্তর : ব্রিটিশ কেবিনেটের স্রষ্টা, প্রধান এবং নেতা হলেন প্রধানমন্ত্রী

১০২. কাকে ব্রিটিশ মন্ত্রিপরিষদ এবং কেবিনেটের মূল ভিত্তি স্বরূপ বলা হয়েছে?
উত্তর : প্রধানমন্ত্রীকে মন্ত্রিপরিষদের মূলভিত্তিস্বরূপ বলা হয়েছে।

১০৩. ব্রিটেনের আইনসভার নাম কি?
উত্তর : ব্রিটেনের আইনসভার নাম পার্লামেন্ট।

১০৪. ব্রিটিশ মন্ত্রিপরিষদের নেতা কে?
উত্তর : ব্রিটিশ মন্ত্রিপরিষদের নেতা প্রধানমন্ত্রী।

১০৫. ব্রিটেনের সরকার প্রধান কে?
উত্তর: প্রধানমন্ত্রী

১০৬. কাকে কেন্দ্র করে ব্রিটিশ কেবিনেটের উত্থান-পতন ঘটে?
উত্তর : প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে কেবিনেটের উত্থান পতন ঘটে।

১০৭. কাকে রাজা এবং কেবিনেটের মধ্যে সংযোগ রক্ষাকারী বলা হয়েছে?
উত্তর : ব্রিটিশ প্রধানমন্ত্রীকে রাজা এবং কেবিনেটের মধ্যে সংযোগ রক্ষাকারী বলা হয়েছে।

১০৮. ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতার উৎস কি?
উত্তর : ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতার উৎস হলো সাংবিধানিক রীতিনীতি এবং প্রথাগত আইন।

১০৯. কে পার্লামেন্টের অধিবেশন আহবান ও সমাপ্তি ঘোষণা করেন?
উত্তর : রাজা/রাণী পার্লামেন্টের অধিবেশন আহবান ও সমাপ্তি ঘোষণা করেন।

১১০. কার পরামর্শ অনুযায়ী রাজা কমণসভা ভেঙে দিতে পারেন?
উত্তর : প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাজা কমন্সসভা ভেঙে দিতে পারেন।

১১১. কে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে “The minister is the key stone of the constitution” বলেছেন?
উত্তর : জেনিংস ব্রিটিশ প্রধানমন্ত্রী “The minister is the key stone of the constitution” বলেছেন।

১১২. কবে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদটিকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়?
উত্তর : ১৯৩৭ সালে রাজকীয় মন্ত্রী আইনে প্রধানমন্ত্রী পদটিকে সরকারিভাবে স্বীকৃতি দেয়া হয়।

১১৩. ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিয়োগ কিসের উপর নির্ভরশীল।
উত্তর : ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিয়োগ সাংবিধানিক রীতিনীতি এবং প্রথাগত আইনের উপর নির্ভরশীল।

১১৪. ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি কিসের ভিত্তিতে গড়ে উঠে?
উত্তর : ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি প্রথাগত ভিত্তিতে গড়ে উঠেছে।

১১৫, বর্তমানে ব্রিটেনে সর্বাধিক গুরুত্বপূর্ণ পদাধিকারী বলতে কাকে বুঝায়?
উত্তর : বর্তমানে ব্রিটেনে সর্বাধিক গুরুত্বপূর্ণ পদাধিকারী বলতে প্রধানমন্ত্রীকে বুঝায়।

১১৬, কার ক্ষমতা ব্যতিরেকে ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদিত কোন বিল আইনে পরিণত হতে পারে না?
উত্তর : রাজশখিনা (রাজ)।

১১৭ প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন হেনরি আসকুইস।

১১৮. কার সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী শব্দটি চালু হয়?
উত্তর : রবার্ট ওয়ালপোল (১৭২১-১৭৪২) এর সময়ে প্রধানমন্ত্রী শব্দটি চালু হয়।

১১৯. কাকে ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী বলা হয়?
উত্তর : রবার্ট ওয়ালপোল ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী বলা হয়।

১২০. কবে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদটি প্রকৃত গুরুত্ব অর্জন করে?
উত্তর : আস্টাদশ শতাব্দীতে প্রধানমন্ত্রী পদটি প্রকৃত গুরুত্ব অর্জন করে।

খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন

ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ উল্লেখ কর।

ব্রিটিশ শাসনতন্ত্রের প্রকৃতি আলোচনা কর।

ব্রিটেনের সংবিধানের ২টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লিখ।

ব্রিস্টলের সংবিধানের অস্তিত্ব নেই”- এ মতের পক্ষে যুক্তি আলোচনা কর।

আইনের অনুশাসনের উৎপত্তি ও বিকাশ আলোচনা কর।

আইনের অনুশাসন সম্পর্কে আলোচনা কর।

আইনের অনুশাসনের নীতিগুলো কী কী?

আইনের অনুশাসন সম্পর্কে ডাইসির মতবাদ ব্যাখ্যা কর।

প্রথাগত বিধান বা শাসনতান্ত্রিক রীতিনীতি বলতে কী বুঝায়?

প্রথা মান্য করা হয় কেন?

ব্রিটেনের আইন এবং প্রথাগত বিধানের মধ্যে পার্থক্য উল্লেখ কর।

সাংবিধানিক আইন কী?

অর্পিত ক্ষমতা প্রসূত আইন কী?

রাজার কোন মৃত্যু নেই’ ব্যাখ্যা কর।

ক্যাঙারু ক্লোজার কী?

নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কাকে বলে?

মহাসনদ সম্পর্কে যা জন সংক্ষেপে লিখ।

প্রথা কি?

গ বিভাগ রচনামূলক প্রশ্ন

ব্রিটিশ শাসনতন্ত্রের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা কর।

ব্রিটিশ সংবিধান অলিখিত হওয়ার কারণসমূহ আলোচনা কর।

ব্রিটেনের শাসনব্যবস্থায় আইনের অনুশাসনের ভূমিকা বা গুরুত্ব আলোচনা কর।

সাংবিধানিক প্রথাসমূহ কেন মান্য করা হয় আলোচনা কর।

আইন ও শাসনতান্ত্রিক রীতিনীতির মধ্যে পার্থক্য আলোচনা কর।

রাজা রাজত্ব করেন, শাসন করেন না”- ব্রিটেনের রাজা বা রাণীর ক্ষমতা ও কার্যাবলি প্রসঙ্গে উক্তিটির বিশ্লেষণ কর।

ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার কারণ আলোচনা কর।

ব্রিটেনের রাজতন্ত্রের ভবিষ্যৎ আলোচনা কর।

ব্রিটিশ রাজতন্ত্র বা রাজশক্তির ক্ষমতার উৎসগুলো আলোচনা কর।

“ব্রিটিশ সরকার ব্যবস্থা একই সাথে রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং গণতন্ত্র”- উক্তিটি পর্যালোচনা কর।

রাজা ও রাজতন্ত্রের মধ্যে পার্থক্য নির্দেশ কর।

কেবিনেট ব্যবস্থার বৈশিষ্ট্য বা মূলনীতিসমূহ আলোচনা কর।

ব্রিটিশ কেবিনেটের ক্ষমতা বৃদ্ধির কারণসমূহ আলোচনা কর।

“ব্রিটিশ পার্লামেন্ট কেবিনেটের সিলমোহরে পরিণত হয়েছে” আলোচনা কর।

ব্রিটিশ কেবিনেট কমন্সসভাকে কিভাবে এবং কতটুকু নিয়ন্ত্রণ করে?এ ধরনের নিয়ন্ত্রণ কেবিনেটের কাম্য কি না, আলোচনা কর।

ব্রিটেনে কেবিনেটের একনায়কত্ব প্রতিষ্ঠার কারণ আলোচনা কর।