অথবা, নির্বাচকমণ্ডলী কাকে বলে?
অথবা, নির্বাচকমণ্ডলী বলতে কী বুঝ?
অথবা, নির্বাচকমন্ডলীর সংজ্ঞা দাও।
উত্তরঃ ভূমিকা : গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নির্বাচনকে স্বচ্ছ ও সার্বজনীন করার ক্ষেত্রে নির্বাচকমণ্ডলী গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচকমণ্ডলী একটি সাংবিধানিক পদমর্যাদা। যারা নিরপেক্ষ অবস্থান থেকে নির্বাচন পরিচালনা করে। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো:
নির্বাচকমণ্ডলী : সাধারণভাবে বলা যায়, দেশের আইন অনুযায়ী যারা সাধারণ নির্বাচনে ভোটদানের অধিকার উপভোগ করেন সার্বিকভাবে তাদের সমষ্টিকে নির্বাচকমণ্ডলী বুঝায়। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে নির্বাচকমণ্ডলীর সংজ্ঞা দিয়েছেন।
J W Garner, “An electorate is the body of citizens which is most democratic states determines in the last analysis the form of government of the state and choose those who guide and direct its affairs.”
রাষ্ট্রবিজ্ঞানী উইলোবী বলেন, “প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূলভিত্তি হচ্ছে নির্বাচকমণ্ডলী । “
Lasky, “Electorate implies voters those select the representative to represent the state.”
উপসংহার : সুতরাং নির্বাচকমণ্ডলী বলতে আইন অনুযায়ী ভোটাধিকারপ্রাপ্ত নাগরিকদের সমষ্টিকে বুঝায়, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিনিধি নির্বাচন করে সরকার গঠনে এবং শাসন কার্য নিয়ন্ত্রণ ও পরিচালনায় ভূমিকা পালন করে।