অথবা, কীভাবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যায়?
অথবা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণের উপায় উল্লেখ কর।
উত্তরঃ ভূমিকা : রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দরকার ন্যায়বিচার। ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। বিচারকগণ যদি স্বাধীন বা নিরপেক্ষ থাকতে না পারেন তাহলে ন্যায়বিচার সম্ভব নয়। তাই কোন বিরোধ মীমাংসার ক্ষেত্রে বিচারকগণকে অবশ্যই সততা ও নিরপেক্ষতার নীতি অবলম্বন করতে হবে। জনগণের স্বাধীনতা, দেশের স্বাধীনতা বিচার বিভাগের উপর নির্ভরশীল।
বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার উপায় : নিম্নে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার উপায়সমূহ আলোচনা করা হলো সুষ্ঠু নিয়োগ : স্বাধীন বিচার বিভাগের পূর্বশর্ত হলো সুষ্ঠু নিয়োগ। সাধারণত তিনটি উপায়ে নিয়োগ করা হয়। যথা:
ক. আইনসভা কর্তৃক,
খ.জনগণ কর্তৃক এবং
গ. প্রধান নির্বাহী কর্তৃক।
২. বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ : অধ্যাপক লাস্কি বলেন, “শাসকের হাতে বিচারের ভার ন্যস্ত থাকলে ন্যায়বিচার পাওয়া যায় না। এরকম ক্ষেত্রে শাসন বিভাগ সহজেই স্বৈরাচারী হয়ে উঠতে পারে। বিচার বিভাগের স্বাধীনতার জন্য আইন ও শাসন বিভাগ থেকে তার স্বতন্ত্রীকরণ অপরিহার্য।
৩. বিচারকদের পদোন্নতি : বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে বিচারকদের উপর। তাই বিচারকদের যদি সঠিক সময়ে তাদের কাজের মূল্যায়ন করে পদোন্নতি দেয়া যায় তাহলে তারা আগ্রহ নিয়ে কাজ করবে।
৪. বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা : বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কারণ নিরাপত্তার কথা চিন্তা করে অনেক সময় বিচারকরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না।
৫. বিচার বিভাগ কর্তৃক নাগরিকদের অধিকার সংরক্ষণ : বিচার বিভাগ নাগরিকলের পৌর অধিকার এবং সংবিধানে সন্নিবেশিত নাগরিকদের মৌলিক অধিকারসমূহ রক্ষা করে ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে কাজ করে। সকল গণতান্ত্রিক রাষ্ট্রেই বিচার বিভাগ নাগরিকদের উপরিউক্ত অধিকারসমূহ সংরক্ষণ করতে গিয়ে কয়েকটি বিশেষ পদ্ধতির আশ্রয় গ্রহণ করে। এ পদ্ধতিসমূহ হলো :
ক. হেবিয়াস কর্পাস (Hebeas corpus)
খ. ম্যানডোস (Mandamus)
গ. সার্তিওয়ারি (Certioari) এবং
ঘ. কোয়ারেন্টো (Quowarranto)
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি, বিচার বিভাগের অধীনতা একটি গণতান্ত্রিক ব্যবস্থায় দুবই গুরুত্বপূর্ণ। তাই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ গ্রহণ করতে হবে। যাতে বিচারকগণ যে কোন ধরনের প্রভাব মুক্ত থেকে বিচার পরিচালনা করতে পারে।