অথবা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কী বুঝ অথবা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে।
উত্তরঃ ভূমিকা : সরকারের কার্যাবলি বৃদ্ধি পাওয়ায় সরকারের বিভিন্ন বিভাগেরও কার্যাবলি বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রতিটি বিভাগে তাদের কাজের সুবিধার্থে মেরুকরণ করা হচ্ছে। তেমনি একটি প্রক্রিয়া হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা।
আইনসভার কার্যাবলি বৃদ্ধি পাওয়ার ফলে আইন প্রণয়ন সংক্রান্ত কাজ এককক্ষের পক্ষে সম্ভব নয়। তাই আইন বিভাগকে দু’ভাগে ভাগ করা হয়। যথা : এককক্ষ বিশিষ্ট আইনসভা ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা।
বিকক্ষ বিশিষ্ট আইনসভা : সাধারণভাবে বলা যায়, আইনসভার দুটি কক্ষ থাকলে তাকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলা হয়। অন্যভাবে বলা যায়, সরকারের আইন সংক্রান্ত কার্যাবলি যখন আইনসভার দুটি কক্ষের মাধ্যমে সম্পাদিত হয় তখন তাকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলে।
স্যার হেনরি মেইন, জে এস মিল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থন করেছেন। হেনরি মেইন এর মতে, “একেবারে না থাকার চেয়ে যে কোন ধরনের একটি দ্বিকক্ষ থাকা ভালো।” সিলের মতে, “একটি মাত্র কক্ষের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত তা স্বেচ্ছাচারী হয়” এর অর্থ হলো ক্ষমতা থাকলেই তা অপব্যবহারের পথে আসর হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। অন্য কোন পরিষদ থাকলে তা রোধ করতে পারে। ব্রাইস বলেন, “একটি কক্ষের ঘৃণা, স্বৈরচারী ও দুর্নীতি পরায়ণ হওয়ার সুপ্ত বাসনাকে অন্য কক্ষ নিবারণ করতে পারে।
উপসংহার : আলোচনার শেষ প্রান্তে এসে আমরা বলতে পারি যে, সরকারের আইন প্রণয়নের কাজটি যখন দুটি বিভাগের মাধ্যমে সম্পাদন হয় তখন তাকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলে। বর্তমানে বিশ্বের প্রায় প্রতিটি দেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা লক্ষ্য করা যায়।