তৃতীয় অধ্যায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্ব Theory of Separation of Power

রকেট সাজেশন
রকেট সাজেশন

ক বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. ক্ষমতা কী?
উত্তর : কোন কাজ করার জন্য যে যোগ্যতা দরকার তা যদি কোন মানুষের মধ্যে থাকে তাহলে তাকে ঐ ব্যক্তির ক্ষমতা বলে।

২. মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নস্তরের আদালত করা ভাগে বিভক্ত?
উত্তর : মার্কিন যুক্তরাজ্যের নিস্তরের আদালত ২ ভাগে বিভক্ত।

৩. মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দলটির প্রতিষ্ঠাতা কে?
উত্তর : থমাস জেফারসন।

৪. যুক্তরাজ্যের নিম্নস্তরের আদালত কয় ভাগে বিভক্ত?
উত্তর : ২ ভাগে।

৫. স্বতন্ত্রীকরণ কী?
উত্তর : কোন কিছুর আলাদা হওয়াকে বলা হয় স্বতন্ত্রীকরণ বা পৃথকীকরণ।

৬. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী?
উত্তর : সরকারের যাবতীয় কার্যাবলি যখন সরকারের তিনটি বিভাগের হাতে নাস্ত করা হয় এবং প্রত্যেক বিভাগ একে অপরের হস্তক্ষেপ যুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করতে পারে তাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলে।

৭. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা কী?
উত্তর : ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা হলো- সরকারের প্রত্যেক বিভাগ নিজস্ব এখতিয়ারে নিয়োজিত থাকবে। এবং অপর কোন বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না।

৮. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সর্বপ্রথম প্রবর্তন করেন কে?
উত্তর : ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সর্বপ্রথম প্রবর্তন করেন এরিস্টটল ।

৯.কোন প্রতিষ্ঠানকে মার্কিন কংগ্রেসের তৃতীয় কক্ষ বলা হয়?
উত্তর : সুপ্রিম কোর্ট কে

১০. এরিস্টটল এর কোন গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সূত্রপাত করেন?
উত্তর : এরিস্টটল তাঁর ‘The Politics’ গ্রন্থের চতুর্থ পর্বের চতুর্দশ অধ্যায়ে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সূত্রপাত করেন।

১১ . ক্ষমতা মানুষের মন থেকে মানবিক গুণাবলি ধ্বংস করে দেয়।”—উক্তিটি কার?
উত্তর : “ক্ষমতা মানুষের মন থেকে মানবিক গুণাবলি ধ্বংস করে দেয়।”- উক্তিটি করেছেন অ্যাডমন্ড বার্ক ।

১২. ক্ষমতার অপব্যবহারকে রোধ করতে হলে আইন ও শাসন বিভাগকে আলাদা করতেই হবে।”- উক্তিটি কে করেছেন?
উত্তর : “ক্ষমতার অপব্যবহারকে রোধ করতে হলে আইন ও শাসন বিভাগকে আলাদা করতেই হবে।”- উক্তিটি জন লক করেছেন।

১৩. নার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি থাকেন।

১৪. মার্কিন সংবিধানের ব্যাখ্যাকর্তা ও অভিভাবক কে?

উত্তর : মার্কিন সুপ্রীম কোর্ট।

১৫. এরিস্টটল আর ‘The Politics’ গ্রন্থের সরকারি বিভাগসমূহকে কী কী ভাগে বিভক্ত করে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সূত্রপাত ঘটান।

উত্তর : এরিস্টটল তাঁর The Politics গ্রন্থের সরকারি বিভাগসমূহকে গণপরিষদ, শাসকবর্গ, এবং বিচার বিভাগে বিভক্ত করে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সূত্রপাত ঘটান।

১৬. “একই ব্যক্তি আইন প্রণয়ন ও আইন কার্যকরী করলে স্বেচ্ছাচারের সৃষ্টি হয় এবং নাগরিক স্বাধীনতা রক্ষা হয় না।”

  • মন্তব্যটি কে করেছেন?
    উত্তর : “একই ব্যক্তি আইন প্রণয়ন ও আইন কার্যকরী করলে স্বেচ্ছাচারের সৃষ্টি হয় এবং নাগরিক স্বাধীনতা রক্ষা হয় না।”- মন্তব্যটি ব্লাকস্টোন করেছেন।

১৭. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রথম উদ্যোক্তা কে?
উত্তর : ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রথম উদ্যোকা ফ্রান্সের চিন্তাবিদ বোদা (Bodin)।

১৮. যুক্তরাষ্ট্রে কয়টি পদ্ধতিতে বিচারকদের নিয়োগ করা হয়।
উত্তর : সিনেটের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি ক নিয়োগ করা হয়।

১৯. জন লোক ক্ষমতাকে কোন তিনটি বিভাগের হাতে কর্তন করার জন্য মত প্রকাশ করেছেন?
উত্তর : জন লক ক্ষমতাকে আইন, শাসন ও কূটনীতি সম্বন্ধীয় এ তিনটি বিভাগের হাতে বন্টন করার জন্য মত প্রকাশ করেছেন।

২০. জন লক করে ক্ষমতাকে তিনটি বিভাগের হাতে বন্টনের কথা বলেছেন?
উত্তর : জন লক ১৬৮৮ খ্রিস্টাব্দের রক্তহীন বিপ্লবের পর ক্ষমতাকে তিনটি বিভাগের হাতে বণ্টনের কথা বলেছেন।

২১. ক্ষমতা স্বতন্ত্রীকরণের সবচেয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করেন কে?
উত্তর : পাতা স্বতন্ত্রীকরণের সবচেয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করেন গছে ।

২২. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা কে?
উত্তর : ফরাসি দার্শনিক চার্লস লুইস নেকন্দাত মন্টেস্কু ।

২৩. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
উত্তর : ক্ষমতা শতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্টেস্কু।

২৪. ক্ষমতা স্বতন্ত্রীকরণের জনক হিসেবে অভিহিত করা হয় কাকে?
উত্তর : চার্লস লুইস ডি সেকন্দাত মন্টেস্কু কে।

২৫.ক্ষমতা স্বতন্তীকরণ নীতির প্রবক্তা মন্টেস্ক কোন দেশের দার্শনিক ছিলেন?
উত্তর : ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্ষা মন্টেস্কু ফরাসি দেশের দার্শনিক ছিলেন।

২৬. ‘The Spirit of the Laws’ গ্রন্থটি লেখক কে?
উত্তর : The Spirit of the Laws গ্রন্থটির লেখক হলেন মন্টেস্কু।

২৭ . কোন দেশের বিচার বিভাগ বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতার অধিকারী?
উত্তর : আমেরিকা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতার অধিকারী।

২৮. মন্টে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল অনুপ্রেরণা পেয়েছেন কোথা থেকে?

উত্তর : মন্টেস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল অনুপ্রেরণা পেয়েছেন জন লকের আলোচনা থেকে)

২৯. নীতির সাথে কার নাম ওতপ্রোতভাবে জড়িত।
উত্তর : ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সাথে ফরাসি দার্শনিক মন্টেস্কুর নাম ওতপ্রোতভাবে জড়িত। কথা বলেন?

৩০. মন্টেস্কু তাঁর কোন গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেন?
উত্তর : মন্টেছ তাঁর ‘The Spirit of the Laws গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেন।

৩১. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দুইজন প্রবক্তার নাম লিখ ।
উত্তর : ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দুইজন প্রবক্তার নাম হলো মন্টেস্কু ও রাকটোন ।

৩২. কত সালে মন্টেস্কু তাঁর ‘The Spirit of the Laws’ গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেন?
উত্তর : ১৭৪৮ সালে মস্টেড্ তাঁর The Spirit of the Laws গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেন।

৩৩. “আইন বা শাসন সংক্রান্ত ক্ষমতা এক ব্যক্তি বা একদল শাসকের হাতে নাস্ত হলে ব্যক্তিস্বাধীনতা থাকতে পারে না।”- উক্তিটি কে করেছেন?
উত্তর : “আইন বা শাসন সংক্রান্ত ক্ষমতা এক ব্যক্তি বা একদল শাসকের হাতে ন্যস্ত হলে ব্যক্তিস্বাধীনতা থাকতে পারে না।”- উক্তিটি মন্টেস্কু করেছেন।

৩৪. মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কত বছর বয়সে অবসর গ্রহণ করেন। উত্তর : ১০ বছর বা ততোধিককাল বিচার কার্য সম্পন্ন করার পর ৭০ বছর বাসে, অথবা, ১৫ বছর বা ততোধিককাল বিচার কার্য সম্পন্ন করার পর ৬৫ বছর হলে তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করাতে পারেন।

৩৫. কোন বিপ্লবের সময় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়।
উত্তর : আমেরিকার স্বাধীনতা সংগ্রাম এবং ফরাসি বিপ্লবের সময় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়।

৩৬. আমেরিকার সংবিধানের অন্যতম কোন প্রণেতা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সমর্থন করেছেন?
উত্তর : আমেরিকার সংবিধানের অন্যতম প্রণেতা জেমস মেডিসন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সমর্থন করেছেন

৩৭. ব্লাকস্টোন তাঁর কোন গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা বলেছেন?
উত্তর : ব্লাকস্টোন তাঁর ‘Commentaries on the Laws of England’ গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা বলেছেন।

৩৮. মার্কিন রাষ্ট্রপতি ব্যবস্থা ও সংবিধানের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অন্তর্ভুক্তকরণ কার প্রভাবের ফলে?উত্তর : মার্কিন রাষ্ট্রপতি ব্যবস্থা ও সংবিধানের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অন্তর্ভুক্তকরণ মন্টেস্কুর প্রভাবের ফল।

৩৯.“বাস্তবে নিখুঁতভাবে ক্ষমতা স্বতজীবনাণ করা সম্ভব নয়। ” – উক্তিটি কে করেছেন?
উত্তর : “বাস্তবে নিখুঁতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ করা সম্ভব নয়।”- উক্তিটি অধ্যাপক লাস্কি করেছেন।

৪০. “Power corrupts man and absolute power corrupts absolutely.”- ক্ষমতা সম্পর্কে উক্তিটি কে করেছেন।
উত্তর : “Power corrupts inan and absolute power corrupts absolutely. – ক্ষমতা সম্পর্কে উক্তিটি লর্ড একটন করেছেন।

৪১. “একই সাথে বিচারক এবং আইন প্রণেতা হওয়ার অর্থ হচ্ছে ন্যায়বিচারের সাথে ক্ষমতার অধিকার এবং আইনের প্রতি আনুগত্যের সহিত গোচ্ছাচারিতার সংমিশ্রণ ঘটনো”- বক্তব্যটি কার?
উত্তর : একই সাথে বিচারক এবং আইন প্রণেতা হবার অর্থ হচ্ছে ন্যায়বিচারের সাথে ক্ষমতার অধিকার এবং আইনের প্রতি আনুগত্যের সহিত স্বেচ্ছাচারিতার সংমিশ্রণ ঘটানো। -বক্তব্যটি জিন বডিন এর।

৪২. “যখন আইন প্রয়োগ ও আইন প্রয়োগের ক্ষমতা এক ব্যক্তির উপর অথবা বিভিন্ন ব্যক্তিবর্গের উপর ন্যস্ত হয় তখন ব্যক্তিস্বাধীনতা থাকে না।” – ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্পর্কে উক্তিটি কার?
উত্তর : “যখন আইন প্রয়োগ ও আইন প্রয়োগের ক্ষমতা এক ব্যক্তির উপর অথবা বিভিন্ন ব্যক্তিবর্গের উপর নাস্ত হয় তখন ব্যক্তিস্বাধীনতা থাকে না। ক্ষমতা স্বতজীকরণ সম্পর্কে উজ্জিটি করেছেন ব্লাকস্টোন।

৪৩. কোন দেশের প্রথম সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়।
উত্তর : ফরাসি বিপ্লবোত্তর ফ্রান্সের প্রথম সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়।

৪৪. ক্ষমতা স্বতন্ত্রীকরণের মূল উদ্দেশ্য হলো স্বৈরতন্ত্রকে ঠেকানো।”- উক্তিটি কে করেছেন।
উত্তর : “ক্ষমতা স্বতন্ত্রীকরণের মূল উদ্দেশ্য হলো স্বৈরতন্ত্রকে ঠেকানো। — উক্তিটি করেছেন অধ্যাপক ফাইনার।

৪৫. “The Principle of separation of powers finds only limited application.” -উক্তিটি কে করেছেন?
উত্তর : “The Principle of separation of powers finds only limited application.” – অধ্যাপক অগ উক্তিটি করেছেন।

৪৬. কোন দেশের সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সর্বাধিক প্রয়োগ পরিলক্ষিত হয়।
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সর্বাধিক প্রয়োগ পরিলক্ষিত হয়।

৪৭. “Power is of an encoaching nature”- উক্তিটি কে করেছেন?
উত্তর: “Power is of an encoaching nature.” উক্তিটি মেডিসন করেছেন।

৪৮. “ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পরিকল্পনা করা হয় স্বৈরতন্ত্রের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য।”- ক্ষমতা স্বতন্ত্রীকরণের গুরুত্ব সম্পর্কে উক্তিটি কে করেছেন?
উত্তর : “ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পরিকল্পনা করা হয় স্বৈরতন্ত্রের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য।” ক্ষমতা স্বতন্ত্রীকরণের গুরুত্ব সম্পর্কে উক্তিটি R. Riennow করেছেন।

৪৯. “The American constitution was consciously and elaborately made an easy in the separation of power.” মন্তব্যটি কার?
উত্তর : “The American constitution was consciously and elaborately made an easy in the separation of power.”- মন্তব্যটি করেছেন অধ্যাপক ফাইনার। তার বিচার বিভাগের দক্ষতা ও

৫০. “কোন দেশের সরকারের কৃতিত্ব যোগ্যতা পরিমাপ করার সর্বোত্তম মাপকাঠি হচ্ছে তার বিচার বিভাগের দক্ষতা ও যোগ্যতা।” – বক্তব্যটি কার?

উত্তর : “কোন দেশের সরকারের কৃতিত্ব পরিমাপ করার সর্বোত্তম মাপকাঠি হচ্ছে তার বিচার বিভাগের দক্ষতা ও যোগ্যতা। – বক্তব্যটি করেছেন লর্ড ব্রাইস।

৫১. “The administration of justice by the state must be regarded as a permanent and essential element of civilization.” উক্তিটি কার ?
উত্তর: “The administration of justice by the state must be regarded as a permanent and ( essential element of civilization.” উক্তিটি করেছেন জেরেমি বেছাম।

৫২. “বিচার বিভাগের উৎকর্ষতা পরিমাপের জন্য বিচার বিভাগের দক্ষতার চেয়ে উৎকৃষ্ট কোন মাপকাঠি নেই।” উক্তিটি কে করেছেন?
উত্তর : বিচার বিভাগের উৎকর্ষতা পরিমাপের অন্য বিচার বিভাগের তার চেয়ে উৎকৃষ্ট কোন মাপকাঠি নেই।

৫৩.উক্তিটি করেছেন লর্ড ব্রাইস। পূর্বে রাষ্ট্রীয় কার্যাবলির কোন বিভাগ ছিল কী?উত্তর:পূর্বে রাষ্ট্রীয় কার্যাবলির কোন বিভাগ ছিল না।

৫৪. কোনটির জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ একান্ত আবশ্যক?
উত্তর : গণতান্ত্রিক শাসনের জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ একান্ত আবশ্যক?

৫৫. একনায়ক বা স্বৈরাচারী শাসনের জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণের দরকার আছে কী?
উত্তর: একনায়ক বা স্বৈরাচারী শাসনের জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণের দরকার নেই।

৫৬. ক্ষমতা মানুষকে মনমত ও অধিক ক্ষমতা মদমত্ত করে তোলে।”- উক্তিটি কে করেছেন?
উত্তর : “ক্ষমতা মানুষকে মনগ্রস্ত ও অধিক ক্ষমতা মদমত্ত করে তোলে উকিটি করেছেন লর্ড অ্যাকটন।

৫৭. “বিখ্যাত এবং ক্ষমতাধর মানুষেরা হচ্ছে সবচেয়ে খারাপ।”-এ উক্তিটি কে করেছেন?
উত্তর : “বিখ্যাত এবং ক্ষমতাধর মানুষেরা হচ্ছে সবচেয়ে খারাপ।”- উক্তিটি করেছেন রবার্ট টল

৫৮. ক্ষমতা স্বতন্ত্রীকরণের মূল অর্থ কী? উত্তর : ক্ষমতা স্বতন্ত্রীকরণের মূল অর্থ হচ্ছে কোন বিশেষ ব্যক্তি বা শ্রেণির কাছে রাষ্ট্রের সকল ক্ষমতা অর্পিত না থেকে তা বিভিন্ন বিভাগ এবং ব্যক্তিবর্গের দ্বারা পরিচালিত হবে।

৫১.কোথায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আভাস পাওয়া যায়?
উত্তর: প্লেটোর বিখ্যাত গ্রন্থ ‘দি রিপাবলিক’ এর মধ্যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আভাস পাওয়া

৫০নীতি কোথায় বিশেষ ভূমিকা পালন করেছে?
উত্তর : স্বৈরতন্ত্রের হাত থেকে গণতন্ত্রে উত্তরণের ক্ষেত্রে নীতি বিশেষ ভূমিকা পালন করেছে।

৫১. “The administration of justice by the state must be regarded as a permanent and essential element of civilization.”- উক্তিটি কার ?
উত্তর : “The administration of justice by the state must be regarded as a permanent and essential element of civilization” উক্তিটি করেছেন
ডোরেমি বেছাম।

৫২. “বিচার বিভাগের উৎকর্ষতা পরিমাপের জন্য বিচার বিভাগের দক্ষতার চেয়ে উৎকৃষ্ট কোন মাপকাঠি নেই।”- উক্তিটি কে করেছেন?
উত্তর : “বিচার বিভাগের উৎকর্ষতা পরিমাপের জন্য বিচার বিভাগের তার চেয়ে উৎকৃষ্ট কোন মাপকাঠি নেই। – উক্তিটি করেছেন লর্ড ব্রাইস।

৫৩. পূর্বে রাষ্ট্রীয় কার্যাবলির কোন বিভাগ ছিল কী?
উত্তর : পূর্বে রাষ্ট্রীয় কার্যাবলির কোন বিভাগ ছিল না।

৫৪. কোনটির জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ একান্ত আবশ্যক?
উত্তর : গণতান্ত্রিক শাসনের জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ একান্ত আবশ্যক?

৫৫. একনায়ক বা স্বৈরাচারী শাসনের জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণের দরকার আছে কী?
উত্তর : একনায়ক বা স্বৈরাচারী শাসনের জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণের দরকার নেই।

৫৬. “ক্ষমতা মানুষকে মদগ্রস্ত ও অধিক ক্ষমতা মদমত্ত করে তোলে।”- উক্তিটি কে করেছেন?
উত্তর : “ক্ষমতা মানুষকে মদগ্রস্ত ও অধিক ক্ষমতা মদমত্ত করে তোলে।”- উক্তিটি করেছেন লর্ড অ্যাকটন।

৫৭. “বিখ্যাত এবং ক্ষমতাধর মানুষেরা হচ্ছে সবচেয়ে খারাপ।”- এ উক্তিটি কে করেছেন?
উত্তর: “বিখ্যাত এবং ক্ষমতাধর মানুষেরা হচ্ছে সবচেয়ে খারাপ ।”- উক্তিটি করেছেন রবার্ট টল।

৫৮. ক্ষমতা স্বতন্ত্রীকরণের মূল অর্থ কী?
উত্তর : ক্ষমতা স্বতন্ত্রীকরণের মূল অর্থ হচ্ছে কোন বিশেষ ব্যক্তি বা শ্রেণির কাছে রাষ্ট্রের সকল ক্ষমতা অর্পিত না থেকে তা বিভিন্ন বিভাগ এবং ব্যক্তিবর্গের দ্বারা পরিচালিত হবে।

৫৯. কোথায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আভাস পাওয়া যায়?
উত্তর : প্লেটোর বিখ্যাত গ্রন্থ ‘দি রিপাবলিক’ এর মধ্যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আভাস পাওয়া।

৬০.নীতি কোথায় বিশেষ ভূমিকা পালন করেছে?
উত্তর : স্বৈরতন্ত্রের হাত থেকে গণতন্ত্রে উত্তরণের ক্ষেত্রে নীতি বিশেষ ভূমিকা পালন করেছে।

৬১. ইংল্যান্ডের আইন বিশারদ ব্লাকস্টোন কে?
উত্তর : ইংল্যান্ডের আইন বিশারদ ব্লাকস্টোন স্বতন্ত্রীকরণ নীতির একজন প্রবক্তা।

৬২. ক্ষমতা স্বতন্ত্রীকরণের মূল অর্থ কয়টি ভাগে বিভক্ত?
উত্তর : ক্ষমতা স্বতন্ত্রীকরণের মূল অর্থ তিনটি ভাগে বিভক্ত।

৬৩.এরিস্টটল ব্যক্তি এবং রাষ্ট্রকে কী হিসেবে অভিহিত করেছেন।
উত্তর : এরিস্টটল ব্যক্তিকে প্রাকৃতিক এবং রাষ্ট্রকে রাজনৈতিক সংগঠন হিসেবে অভিহিত করেছেন।

৬৪. একটি দেশের সুষ্ঠু পরিচালনার জন্য ক্ষমতার ভারসাম্য থাকা কী আবশ্যক? উত্তর : একটি দেশের সুষ্ঠু পরিচালনার জন্য ক্ষমতার ভারসাম্য নীতি প্রয়োগ করা আবশ্যক।

খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী?

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সুবিধা কী কী?

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অসুবিধা কী কী?

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কার্যকারিতা কী?

মন্টেস্কুল ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বৈশিষ্ট্য কী?

মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ব্যাখ্যা কর ।

বাংলাদেশে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ দেখাও।

মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ দেখাও।

ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভবও নয়, কাম্যও নয়’- ব্যাখ্যা কর।

শাসন বিভাগ কীভাবে গঠিত হয়?

গ বিভাগ রচনামূলক প্রশ্ন

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী? আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা কর।

মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ দেখাও।

মনেটজুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বৈশিষ্ট্যসমূহ সমালোচনাসহ আলোচনা কর।