সরকারের আধুনিক শ্রেণিবিভাগের সমালোচনা কর।

রকেট সাজেশন
রকেট সাজেশন


অথবা, সরকারের আধুনিক শ্রেণিবিভাগের দোষসমূহ কী?
অথবা, সরকারের আধুনিক শ্রেণিবিভাগের ত্রুটিসমূহ কী?

উত্তর: ভূমিকা : সরকার হলো রাষ্ট্রের একটি মৌলিক উপাদান। সরকারকে রাষ্ট্রের প্রতিনিধি বা পরিচালক হিসেবেও অভিহিত করা যায়। এটি একটি সর্বজনীন সংস্থা। সরকারের মাধ্যমে রাষ্ট্রের উদ্দেশ্য চরিতার্থ হয়। বর্তমান যুগে
“সরকার” ধারণাটি আদিম সমাজের বিশৃঙ্খল জনগোষ্ঠীর শৃঙ্খলাবদ্ধতা এবং যুগে যুগে গবেষণালব্ধ কর্মের অভূতপূর্ব ফলাফল।প্রাচীন কালে রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত সরকারের কর্মপদ্ধতির ধারণা পরিবর্তিত হচ্ছে।

সরকারের আধুনিক শ্রেণিবিভাগের সমালোচনা : সরকারের সনাতন শ্রেণিবিভাগ অনেক সমালোচিত হয়েছে। এর প্রেমিতেই আধুনিক শ্রেণিবিভাগ করা হয়েছে। কিন্তু আধুনিক শ্রেণিবিভাগ সমালোচনার ঊর্ধ্বে নয়। নিম্নে তা তুলে ধরা হলো ।

১. প্রাচীন ধারণার উপস্থিতি : আধুনিক সরকারের শ্রেণিবিভাগ আধুনিক হলেও এ ব্যবস্থায় প্রাচীন ধ্যানধারণার উপস্থিতি লক্ষ্য করা যায়। একনায়কতন্ত্র, রাজতন্ত্র ও স্বৈরতা মূলত প্রাচীন ভিত্তির উপর গড়ে উঠেছে।

২. ত্রুটিপূর্ণ শ্রেণিবিভাগ : আধুনিক শ্রেণিবিভাগ ত্রুটিপূর্ণ কারণ থিকক একনায়কতন্ত্রকে স্বৈরাচারী সরকার হিসেবে উপস্থাপন করেছেন। কিন্তু একনায়কতন্ত্র সর্বনা স্বৈরাচারী হবে একথা ঠিক নয়।

৩. অসম্পূর্ণতা : সমালোচকরা মনে করেন ম্যারিয়টের শ্রেণিবিভাগ সম্পূর্ণ নয়। কেননা তিনি এ শ্রেণিবিভাগে গণতন্ত্র, একনায়কতন্ত্র, রাজতন্ত্র এগুলো নিয়ে আলোচনা করেন নি।

৪. আত্বহীন : লিকক রাভাতান্ত্রিক সরকারের কথা জোরের সাথেই বলেছেন। কিন্তু বর্তমানে গণতান্ত্রিক বিশ্বে রাজতান্ত্রিক সরকার গুরুত্বহীন হয়ে পড়েছে।

৫. রাজনৈতিক ব্যবস্থার প্রতি অভিযোগ : David Easton, ম্যারিয়ট ও দিকক এর রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করেছেন। তিনি বলেছেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের প্রদত্ত সরকার রাজনৈতিক ব্যবস্থার উপর অত্যধিক গুরুত্ব দিয়েছে যার কোন আবশ্যকতাই ছিল না।

উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, সরকারের শ্রেণিবিভাগ বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন বিষয়কে ভিত্তি করে করেছেন। তাছাড়া তাদের সময়কালের রাজনৈতিক পরিস্থিতিও তাদেরকে প্রভাবিত করেছে অনেকটা। এসব রাষ্ট্রবিজ্ঞানীর ভিতর ম্যাকাইভারের সরকারের শ্রেণিবিভাগটি খুব বেশি আধুনিক বলে মনে হয়। যদিও এটি সমালোচনার উর্ধ্বে নয়।