অথবা, যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?
অথবা, যুক্তরাষ্ট্রীয় সরকার কী?
উত্তর ভূমিকা : গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রীয় সরকার অন্যতম। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দেশের সমগ্র ক্ষমতা কেন্দ্র ও প্রদেশের মধ্যে এমনভাবে বণ্টন করে দেয়া হয় উভয়ই স্ব-শ্ব এলাকা সম্পূর্ণ স্বাধীনভাবে কার্যসম্পাদন করতে পারে। তাই আধুনিক বিশ্বের অনেক দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা চালু আছে।
যুক্তরাষ্ট্রীয় সরকার : যুক্তরাষ্ট্রীয় সরকার সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা প্রদান করেন। এ. ডি. ডাইসি (A. V. Dicey) বলেন, “যুক্তরাষ্ট্র হলো একটি রাজনৈতিক যন্ত্র যেখানে জাতীয় ঐক্য ও ক্ষমতার সঙ্গে রাজ্যের অধিকার সামঞ্জস্য বিধান করা হয়। ” (A federal state is a political contrivance intended to reconcile national unity and power with the maintanance of state rights.”)
কে. সি. হোয়ার (K. C. Whcare) বলেন, “যুক্তরাষ্ট্র সরকারের ক্ষমতা একদিকে সমগ্র দেশের সরকার এবং অন্যদিকে দেশের অংশের সরকারের মধ্যে এমনভাবে বণ্টিত হয় যেন উভয় সরকারই নিজ নিজ এলাকায় আইনগতভাবে স্বাধীন সি. এফ.স্ট্রং (C. F. Strong) বলেছেন, “যুক্তরাষ্ট্রীয় সংবিধান জাতীয় সার্বভৌমত্বের এবং অঙ্গরাষ্ট্রের সার্বভৌমত্ব আপাতত অসময়মূলক স্বার্থসমূহের মধ্যে সমস্থ সাধনের চেষ্টা মাত্র।” (A Federal constitution altermpts to reconcile the apparently irriconcilible claims of national sovereignty and state sovereignty.)
রাষ্ট্রবিজ্ঞানী ফ্রিম্যান (Freeman) এর মতে, “যুক্তরাষ্ট্রের প্রকৃষ্ট রূপ এই যে, তা অন্যান্য রাষ্ট্রের তুলনায় একক রাষ্ট্র গঠন করে, কিন্তু অভ্যন্তরীণ রাষ্ট্রের প্রেক্ষিতে অনেক রাষ্ট্রের রূপ পরিগ্রহ করে।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি, যে সরকার ব্যবস্থায় কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা নির্দিষ্ট করে দেয়। এবং উত্তর সরকার স্বাধীনভাবে নিজ নিজ ক্ষেত্রে শাসনকার্য পরিচালনা করে ও স্বতন্ত্র ক্ষমতা ভোগ করে তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে।