মনোবিজ্ঞান বলতে কী বুঝ?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, মনোবিজ্ঞান সম্পর্কে ধারণা দাও।
উত্তর ভূমিকা : মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। আচরণ ও মানসিক প্রক্রিয়া নিয়েই মানবজীবন। মানুষকে জানতে হলে তার আচরণ ও মানসিক কার্যকলাপ বুঝতে হবে। আর মানুষের আচরণ ও মানসিক
কার্যকলাপ বুঝতে হলে মনোবিজ্ঞান সম্বন্ধীয় জ্ঞানের প্রয়োজন। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এসব সমস্যা সমাধানের জন্য মনোবিজ্ঞানের জ্ঞান খুবই প্রয়োজন। ঘুম থেকে জেগেই শুরু হয় বিভিন্ন আচরণ ও মানসিক কার্যকলাপ। নিদ্রা যাওয়ার পূর্ব পর্যন্ত তা চলতে থাকে। জাগ্রত ও নিদ্রিত উভয়অবস্থায়ই আচরণ ও মানসিক প্রক্রিয়া সক্রিয় রয়েছে। তাই যেখানেই আচরণ ও মানসিক প্রক্রিয়ার প্রকাশ, সেখানে রয়েছে মনোবিজ্ঞানের অস্তিত্ব। শাব্দিক অর্থে মনোবিজ্ঞান : মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো Psychology. আর এ শব্দটির উল্লেখ পাওয়া যায় খ্রিষ্টীয় দশম শতাব্দীর সাহিত্য ও দর্শনশাস্ত্রে। Psychology শব্দটি দু’টি গ্রিক শব্দ ‘Psyche’ এবং ‘Logos’ থেকে এসেছে, যার অর্থ যথাক্রমে আত্মা বা মন এবং বিজ্ঞান। সুতরাং, শাব্দিক অর্থে মনোবিজ্ঞান হলো ‘আত্মা বা মন সম্পৰ্কীয় বিজ্ঞান’। প্লেটো, এরিস্টটল প্রমুখ দার্শনিকদের মতে, আত্মার অনুশীলনকারী বিজ্ঞানই হলো মনোবিজ্ঞান। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এ গ্রিক দার্শনিকরাই মনোবিজ্ঞানকে আত্মাসম্বন্ধীয় বিজ্ঞানরূপে বর্ণনা করেছেন।প্রামাণ্য সংজ্ঞা নিয়ে মনোবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতভেদ ও বিরোধ রয়েছে। নিম্নে প্রধান কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো : মনোবিজ্ঞানী হফডিং বলেছেন, “মনোবিজ্ঞান হলো মন সম্পৰ্কীয় বিজ্ঞান।” মনোবিজ্ঞানী এঞ্জেল বলেছেন, “Psychology is the science of consciousness.” J. B. Watson এর মতে, “মনোবিজ্ঞান হলো মানুষের আচরণ সম্পর্কীয় বিজ্ঞান।” মরগান ও কিং এর মতে, “Psychology is the science of human and animal behaviour.” ক্রাইডার ও অন্যান্যরা বলেছেন, “আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধ্যান হিসেবে মনোবিজ্ঞানকে সংজ্ঞায়িত করা যেতে পারে।” মনোবিজ্ঞানী Woodworth এর মতে, “মনোবিজ্ঞান f হলো পারিপার্শ্বিক অবস্থার সাথে সম্পর্কযুক্ত ব্যক্তির ক্রিয়াকলাপ সম্পৰ্কীয় বিজ্ঞান।” মনোবিজ্ঞানী জেমস মনোবিজ্ঞানকে, “মানুষের কার্যাবলি ও মানসিক ক্রিয়াসমূহের বিজ্ঞান বলে অভিহিত করেছেন।” গ্রিক দার্শনিক প্লেটোর মতে, “মনোবিজ্ঞান হলো আত্মা সম্পৰ্কীয় বিজ্ঞান।” অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউম বলেছেন, “মনোবিজ্ঞান হলো মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান।” মনোবিজ্ঞানী স্টাউট বলেছেন, “মনোবিজ্ঞান মানসিক অবস্থা ও প্রক্রিয়ার বিজ্ঞান।” মনোবিজ্ঞানী ওয়াটসন বলেছেন, “মনোবিজ্ঞান হলো মানুষের আচরণ সম্পৰ্কীয় বিজ্ঞান।” মনোবিজ্ঞানী ম্যাকডুগাল বলেছেন, “মনোবিজ্ঞান হলো জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান।” মনোবিজ্ঞানী নাইট এবং নাইট বলেছেন, “মনোবিজ্ঞান অভিজ্ঞতা এবং আচরণের সুসংগত আলোচনা : মানুষ এবং প্রাণীর, স্বাভাবিক এবং অস্বভাবী, ব্যক্তিগত এবং সামাজিক ।” উপসংহার : উপরিউক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে, আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই মনোবিজ্ঞানের বিচরণ রয়েছে। মনোবিজ্ঞানের পরিধি, শাখাপ্রশাখা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এক কথায় বলা যেতে পারে, এ জগতের যা কিছু মানুষের সাথে সম্বন্ধযুক্ত তার সবই মনোবিজ্ঞানের আওতাভুক্ত।