ইসলামী অর্থব্যবস্থা কি?

অথবা, ইসলামী অর্থব্যবস্থা কাকে বলে?

অথবা, ইসলামী অর্থব্যবস্থার সংজ্ঞা দাও।

অথবা, ইসলামী অর্থব্যবস্থা বলতে কি বুঝ?

উত্তরঃ ইসলামী অর্থব্যবস্থা : যে অর্থনৈতিক ব্যবস্থায় আল্লাহ তা’য়ালার দেওয়া বিধান অনুযায়ী মানুষের জীবিকা অর্জন ও যাবতীয় অর্থনৈতিক কার্যাবলি সম্পাদন করা হয়, তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে ।নিম্নে ইসলামী অর্থব্যবস্থার কতিপয় জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো : অর্থনীতিবিদ ড. সাবাহু ইলদিন জাইয়ের মতে, “ইসলামী অর্থনীতি বলতে ইসলামী শরিয়তের দৃষ্টিতে মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার আচরণের সুসংবদ্ধ বিশ্লেষণ ও অধ্যায়নকে বুঝায়।” অর্থনীতিবিদ ডঃ এম. এম মান্নান বলেন, “ইসলামী অর্থনীতি হল এমন একটি সামাজিক বিজ্ঞান যা ইসলামের আলোকে জনগণের অর্থনৈতিক সমস্যাবলী আলোচনা করে। প্রখ্যাত ইসলামী অর্থনীতিবিদ ডঃ মনজের কাফ – এর মতে, ইসলামী অর্থনীতি বলতে ঐ অর্থনীতিকে বোঝায় যেখানে ইসলামী আইন ও প্রতিষ্ঠানসমূহ উপস্থিত থাকে এবং যেখানে অধিকাংশ মানুষ ইসলামী আদর্শে বিশ্বাসী এবং এ বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করে।” উপরিউক্ত আলোচনার প্রেক্ষাপটে, ইসলামী অর্থনীতি বলতে মানুষের প্রয়োজন অনুসারে উপার্জন, উৎপাদন, কর্মসংস্থান, মানবিক কল্যাণসাধন এবং ন্যায়বিচারপূর্ণ সঠিক বণ্টন প্রণালীকে বুঝায় ।