অথবা, মিশ্র অর্থনীতি বলতে কি বুঝ?অথবা, মিশ্র অর্থনীতি কাকে বলে?অথবা, মিশ্র অর্থনীতির সংজ্ঞা দাও ।
মিশ্র অর্থনীতি কি?অথবা, মিশ্র অর্থনীতি বলতে কি বুঝ?অথবা, মিশ্র অর্থনীতি কাকে বলে?অথবা, মিশ্র অর্থনীতির সংজ্ঞা দাও ।উত্তর ঃ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বুঝায় যেখানে একদিকে সম্পদের ব্যক্তিগত মালিকানা ও অন্যদিকে সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ পাশাপাশি বিরাজ করে। এই অবস্থায় স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা ভোগ ও ধনতান্ত্রিক কার্য নিয়ন্ত্রণ করে থাকে। এজন্য একে মিশ্র অর্থনীতি বলা হয় । বাজার অর্থব্যবস্থা এবং নিয়ন্ত্রণ অর্থব্যবস্থার দুর্বলতার কারণে মিশ্র অর্থব্যবস্থার উদ্ভব হয়েছে। মিশ্র অর্থব্যবস্থার অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতাও নেই আবার সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণও নেই। মিশ্র অর্থব্যবস্থায় পুঁজিবাদী অর্থনীতির ন্যায় সম্পত্তির ব্যক্তিগত মালিকানা, মুনাফা অর্জন ও ব্যক্তি উদ্যোগের স্বাধীনতা থাকে, তেমনি সরকার ক্ষেত্র বিশেষে আইনের মাধ্যমে উৎপাদন, বিনিয়োগ, বণ্টন ও ভোগ নিয়ন্ত্রণ করে। অর্থনীতিবিদ স্যামুয়েলসনস বলেন, “মিশ্র অর্থনীতি বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বুঝায় যেখানে উৎপাদন ও ভোগকার্য সংগঠিত করার ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ ঘটেছে। সুতরাং মিশ্র অর্থনীতি হচ্ছে এমন একটি অর্থনীতি যেখানে সমাজতন্ত্র ও ধনতন্ত্রের সহ-অবস্থান তথা সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগ অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করা হয় ।