সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্য দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসই অর্থনীতির প্রধান সমস্যা ব্যাখ্যা কর।অথবা, সীমাহীন অভাব পূরণে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাস কিভাবে অর্থনীতির প্রধান সমস্যা ? আলোচনা কর ।উত্তর : মানুষের অভাব অনন্ত ও অসীম। এই অভাব পূরণের মূল কারণ হলো দুষ্প্রাপ্যতা যা স্বল্পতা নামেই পরিচিত। দুষ্প্রাপ্যতা বলতে প্রয়োজনের তুলনায় খুব কম । মানুষ যে সব দ্রব্য যে পরিমাণ পেতে ইচ্ছুক, তা উৎপাদন করার জন্য যদি সম্পদ অপর্যাপ্ত হয়, তবে তাকে সম্পদের দুষ্প্রাপ্যতা বলে । অধ্যাপক এল. রবিন্স, কেয়ার্নক্রস, বেনহাম প্রমুখ আধুনিক অর্থনীতিবিদদের মতে, সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতাই হল অর্থনীতির প্রধান সমস্যা। অভাব থেকেই মানুষের অর্থনৈতিক সমস্যার উৎপত্তি ঘটেছে কিন্তু মানুষের এই সমস্যা পূরণ করতে হলে প্রয়োজনীয় উপকরণগুলো খুবই দরকার। প্রয়োজনের উপকরণগুলো না থাকার কারণে অভাবের দুষ্প্রাপ্যতা লক্ষ্য করা যায়। এই উপকরণগুলো প্রয়োজনের তুলনায় বেশি থাকলে অর্থনীতিতে সমস্যার উদ্ভব হত না। অধ্যাপক এল. বরিন্স বলেন, “অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমত সম্পদের মধ্যে সম্পর্ক বিষয় মানব আচরণ সম্পর্কে আলোচনা করে।” অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞা মানব জীবনেতিনটি মৌলিক বৈশিষ্ট্যের উপর প্রতিষ্ঠিত।১. অসীম অভাব ঃ এল. রবিন্সের সংজ্ঞার প্রধান বৈশিষ্ট্য হলো অসীম অভাব। অভাবের কোন শেষ নেই। একটি অভাব পূরণ করলে আরেকটি নতুন অভাব দেখা দেয়। ফলে সীমিত সম্পদ ছাড়া অসীম অভাব পূরণ হয় না। এজন্য অসীম অভাব পূরণের ক্ষেত্রেই মানুষ অর্থনৈতিক কর্মকান্ডে বিরামহীন ভাবে প্রচেষ্টা চালায়।২.সীমিত সম্পদ ঃ রবিন্সের সংজ্ঞায় সম্পদ সীমিত। তাই সীমিত সম্পদের কারণে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়। এজন্য মানুষ যা করতে চায় তা অনেক সময় পারে না। যদি অভাবের মতো সম্পদ হতো তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি হত না। মানুষ তার অভাব পূরণের ক্ষেত্রে সীমিত সম্পদ দিয়ে প্রতিদিন অফুরন্ত পরিশ্রম করে থাকে।৩. সম্পদের বিকল্প ব্যবহার : সম্পদের যোগান সীমাবদ্ধ হলেও সে সম্পদকে বিকল্পভাবে ব্যবহার করা যায়। একখন্ড জমিতে ধান ও পাট উভয় উৎপাদন করা যায়, তবে একই জমিতে একসাথে ধান ও পাট চাষ করা যাবে না। এজন্য সিদ্ধান্ত নিতে হবে অভাব পূরণের ক্ষেত্রে কোনটি চাষ গ্রহনযোগ্য হবে। উল্লেখ্য যে নির্দিষ্ট সময়ে একটি সম্পদ একাধিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় না।