ব্যষ্টিক অর্থনীতির সীমাবদ্ধতা আলোচনা কর ।অথবা, ব্যষ্টিক অর্থনীতির ত্রুটিসমূহ আলোচনা কর।উত্তর: ব্যষ্টিক অর্থনীতির সীমাবদ্ধতা : ব্যষ্টিক অর্থনীতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশের পর্যালোচনা করে। ব্যক্তির ভোগ, বিনিয়োগ, আয়, আংশিক ভারসাম্য ইত্যাদি। মানব জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিক নিয়ে ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করলেও এর কতিপয় সীমাবদ্ধতা রয়েছে। যা নিয়ে আলোচনা করা হলঃ১. অনুমিত শর্ত : ব্যষ্টিক অর্থনীতির প্রতিটি তত্ত্বই বিভিন্ন অনুমিত শর্তের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এসব অনুমিত শর্তের পরিবর্তন হলে ব্যষ্টিক অর্থনীতির তত্ত্বসমূহ বাতিল হওয়ার সম্ভাবনা থাকে।২. ব্যক্তি স্বাতন্ত্রবাদ : ব্যষ্টিক অর্থনীতির অধিকাংশ আলোচ্য বিষয় বাধ নীতি বা Laissez-faire নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। কিন্তু বাস্তবে এরূপ আদর্শ ব্যবস্থা কোথাও পাওয়া যায় না। তাই এ ও বাস্তবে খুব একটা গ্রণযোগ্য হয় না।৩. সমষ্টিগত দিক উপেক্ষিত : ব্যষ্টিক অর্থনীতি বিভিন্ন বিষয়ের ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করে। বাস্তবে অর্থনীতির প্রতিটি বিষয় একে অপরের সাথে সম্পর্কিত। ফলে অর্থনীতির সমষ্টিগত দিকটিকে উপেক্ষা করা হয়েছে।৪. পূর্ণ নিয়োগ ঃ ব্যষ্টিক অর্থনীতির অধিকাংশ তত্ত্ব পূর্ণ নিয়োগ ধারণার উপর প্রতিষ্ঠিত। কিন্তু পূর্ণ নিয়োগ সম্পর্কিত ধারণাটি আজকের পৃথিবীতে বাস্তবতা বর্জিত।৫. প্রমাণ করা যায় না ঃ ব্যষ্টিক অর্থনীতির কতিপয় ক্ষেত্রে দক্ষতা, কাম্যতা, সর্বোচ্চকরণ ও সর্বনিম্নকরণের শর্ত ইত্যাদি সম্পর্কে যে সব আলোচনা করা হয়েছে তা বাস্তব তথ্য দ্বারা যথাযথভাবে প্রমাণ করা যায় না।৬. বাস্তবতা বর্জিত ৪ ব্যষ্টিক অর্থনীতিতে কোন কোন সময় বিভিন্ন ব্যষ্টিক চলককে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করার সময় “অন্যান্য অবস্থা স্থির ধরে নেওয়া হয়। যা প্রকৃত পক্ষে বাস্তবতা বর্জিত৭. আংশিক চিত্র ঃ ব্যষ্টিক অর্থনীতি দ্বারা একটি দেশের অর্থনীতির অংশ চিত্র পাওয়া যায় কিন্তু সামগ্রিক চিত্র পাওয়া যায় না। উপরিউক্ত সীমাবদ্ধতাসমূহ ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে বিদ্যমান থাকলেও অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে একক বা ক্ষুদ্র পরিস্থিতি সম্পর্কে সঠিক ও বাস্তব সম্মত ফলাফল দিয়ে থাকে।