ক-বিভাগ
বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন ঋষি কণাদ ।
কোনগুলোকে সমানতন্ত্র বলা হয়?
উত্তর : ন্যায় দর্শন ও বৈশেষিক দর্শনকে সমানতন্ত্র বলা হয়।
বৈশেষিক দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে?
উত্তর : বৈশেষিক দর্শনে দুটি প্রমাণ স্বীকার করা হয়েছে। যথা : ক. প্রত্যক্ষ ও খ. অনুমান।
বৈশেষিক মতে, উপমান ও শব্দ কোনটির অন্তর্গত?
উত্তর : বৈশেষিক মতে, উপমান ও শব্দ অনুমানের অন্তর্গত।
অযথার্থ অনুভব কত প্রকার?
উত্তর : অযথার্থ অনুভব দুই প্রকার। যথা : ক. সংশয় (Doubt) ও খ. বিপর্যয় (Illusion)।
পদার্থ কী?
উত্তর : পদের দ্বারা যে বিষয় সূচিত হয় তাই হলো পদার্থ।
যা প্রমিতির বিষয় তা কী?
উত্তর : যা প্রমিতির বিষয় তা পদার্থ।
বৈশেষিক দর্শন কয়টি পদার্থ স্বীকার করে?
উত্তর : বৈশেষিক দর্শন সাতটি পদার্থ স্বীকার করে।
বৈশেষিক দর্শন কয়টি পদার্থ স্বীকার করে এবং কী কী?
উত্তর : বৈশেষিক দর্শন সাতটি পদার্থ স্বীকার করে। যথা : i. দ্রব্য, ii. গুণ, iii. কর্ম, iv. সামান্য, v. বিে vi. সমবায় এবং vii. অভাব।
দ্রব্য কাকে বলে?
উত্তর : গুণ ও ক্রিয়া যে পদার্থকে আশ্রয় করে বিদ্যমান থাকে তাকে দ্রব্য বলে।
দ্রব্য কত প্রকার ও কী কী?
উত্তর : দ্রব্য নয় প্রকার। যথা : ক্ষিতি, অপ, তেজ, বায়ু, আকাশ, কাল, দিক, আত্মা এবং মন।
নয়টি দ্রব্যের মধ্যে প্রথম পাঁচটিকে কী বলে?
উত্তর : নয়টি দ্রব্যের মধ্যে প্রথম পাঁচটিকে পঞ্চভূত বলে।
ভূত কোন ধরনের পদার্থ?
উত্তর : ভূত ভৌতিক পদার্থ ।
এ জগতের যাবতীয় উৎপত্তিশীল দ্রব্যের মৌলিক উপাদান কী?
উত্তর : এ জগতের যাবতীয় উৎপত্তিশীল দ্রব্যের মৌলিক উপাদান হলো পরমাণু।
আকাশ কী?
উত্তর : শব্দগুণ যাকে আশ্রয় করে থাকে তাই হলো আকাশ।
দিক্ কেমন?
উত্তর : দিক্ হলো এক, অখণ্ড এবং সর্বব্যাপী।
চৈতন্য আত্মার কোন গুণ?
উত্তর : চৈতন্য আত্মার আগন্তুক গুণ।
বৈশেষিকদের মতে গুণ কত প্রকার ও কী কী?
উত্তর : বৈশেষিকদের মতে গুণ চব্বিশ প্রকার। যথা : রূপ, রস, গন্ধ, স্পর্শ, সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ,
বিভাগ, পরত্ব, অপরত্ব, বুদ্ধি, সুখ, দুঃখ, ইচ্ছা, দ্বেষ, প্রযত্ন, গুরুত্ব, দ্রবত্ব, স্নেহ, সংস্কার, ধর্ম, অধর্ম এবং শব্দ।
কর্ম কিসের গতি?
উত্তর : কর্ম জড় পদার্থের গতি।
কর্ম কত প্রকার ও কী কী?
উত্তর : কর্ম পাঁচ প্রকার। যথা : ক. উৎক্ষেপণ; খ. অবক্ষেপণ; গ. আকুঞ্চন; ঘ. প্রসারণ ও ঙ. গমন।
সামান্য কী ধরনের পদার্থ?
উত্তর : সামান্য হলো নিত্য পদার্থ।
দ্রব্যের কী আছে?
উত্তর : দ্রব্যের উৎপত্তি ও বিনাশ আছে।
বিশেষ কোনটির সম্পূর্ণ বিপরীত পদার্থ?
উত্তর : বিশেষ হলো সামান্যের সম্পূর্ণ বিপরীত পদার্থ।
অনিত্য পদার্থের বিশেষ আছে কী?
উত্তর : অনিত্য পদার্থের বিশেষ নেই।
বৈশেষিক নামের উৎপত্তি কোথা থেকে?
উত্তর : ‘বিশেষ’ কথাটি থেকেই বৈশেষিক নামের উৎপত্তি।
সমবায় সম্বন্ধ কাকে বলে?
উত্তর : দুটি পদার্থ যখন এমন এক অবিচ্ছেদ্য নিত্য সম্বন্ধে যুক্ত হয় যে, পদার্থ দুটির মধ্যে একটি আর একটিতে থাকে, তখন ঐ সম্বন্ধকে সমবায় সম্বন্ধ বলে।
সংযোগ সম্বন্ধ কী ধরনের সম্বন্ধ?
উত্তর : সংযোগ সম্বন্ধ হলো অনিত্য ও বাহ্য সম্বন্ধ।
অভাব কী ধরনের পদার্থ?
উত্তর : অভাব হলো নঞর্থক পদার্থ (Negative Category)।
অভাব মানে কী?
উত্তর : অভাব মানে যার অস্তিত্ব নেই।
অভাব কত প্রকার ও কী কী?
উত্তর : অভাব দুই প্রকার। যথা : ক. সংসর্গাভাব এবং খ. অন্যোন্যাভাব।
সংসর্গাভাব বলতে কী বুঝায়?
উত্তর : সংসর্গাভাব বলতে কোন কিছুতে অন্য কোন কিছুর অভাব বুঝায়।
অন্যোন্যাভাব বলতে কী বুঝায়?
উত্তর : অন্যোন্যাভাব বলতে বুঝায় একটি বস্তু আর একটি বস্তু নয়।
খ-বিভাগ
প্রশ্ন।১।বৈশেষিক দর্শন কী?
প্রশ্ন॥২॥বৈশেষিক মতে ঈশ্বর বলতে কী বুঝায়?
প্রশ্ন।৩।বৈশেষিক মতে দ্রব্য কী?
প্রশ্ন॥৪॥বৈশেষিক মতে দ্রব্যের প্রকারভেদ সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥৫॥বৈশেষিক মতে চারটি দ্রব্যের মৌলিক উপাদান কি?
প্রশ্ন॥৬॥বৈশেষিক মতে মন কী?
প্ৰশ্ন॥৭॥বৈশেষিক মতে মনের অস্তিত্ব সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রশ্ন।৮।বৈশেষিক মতে গুণ কী?
প্রশ্ন।৯।বৈশেষিক মতে সংযোগ কী?
প্রশ্ন।১০।বৈশেষিক মতে বিভাগ কী?
প্ৰশ্ন৷১১।বৈশেষিক মতে কর্ম কী? কর্মের প্রকারভেদ সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন।১২।বৈশেষিক মতে কর্মের প্রকারভেদ সংক্ষেপে লেখ ।
প্রশ্ন।১৩।বৈশেষিক মতে সামান্য কী?
প্রশ্ন।১৪।সামান্য সম্পর্কে ভারতীয় দর্শনের মত সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন।১৫৷৷বৈশেষিক মতে ব্যাপকতা অনুসারে সামান্যের প্রকারভেদ সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন।১৬৷বৈশেষিক মতে বিশেষ কী?
প্রশ্ন৷১৭৷বৈশেষিক মতে সমবায় কী?
প্রশ্ন।১৮৷বৈশেষিক মতে সমবায়ের প্রকারভেদ সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷১৯।বৈশেষিক মর্তে অভাব কী?
প্রশ্ন।২০।বৈশেষিক মতে অভাবের প্রকারভেদ সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷২১৷ বৈশেষিক মতে ধ্বংসাভাব কী?
প্রশ্ন।২২।বৈশেষিক মতে প্রাগভাব কী?
প্রশ্ন৷২৩৷বৈশেষিক মতে প্রাগভাব কী?
প্রশ্ন৷৷২৪৷ বৈশেষিক মতে জগতের সৃষ্টি ও লয় সংক্ষেপে ব্যাখ্যা কর।
গ-বিভাগ
প্রশ্ন।১।বৈশেষিক মতে দ্রব্য কী? দ্রব্যের প্রকারভেদ আলোচনা কর।
প্রশ্ন॥২॥বৈশেষিক মতে গুণ বলতে কী বুঝ? গুণ কত প্রকার ও কী কী? আলোচনা কর।
প্রশ্ন।৩।বৈশেষিক দার্শনিকরা কর্মকে কীভাবে ভাগ করেন? প্রতিটি বিভাগ সম্পর্কে ধারণা দাও।
প্রশ্ন॥৪॥বৈশেষিক মতে সামান্য কী? সামান্যের প্রকারভেদ আলোচনা কর।
প্রশ্ন॥৫॥বৈশেষিক মতে বিশেষ কী? বৈশেষিক মতে বিশেষ সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥৬॥বৈশেষিক মতে সমবায় কী? সমবায়ের প্রকারভেদ আলোচনা কর।
প্রশ্ন॥৭॥বৈশেষিক মতে অভাব কী? অভাবের প্রকারভেদ আলোচনা কর।
প্রশ্ন॥৮॥বৈশেষিক মতে জগতের সৃষ্টি ও লয় ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৯॥বৈশেষিক মতে পদার্থসমূহ আলোচনা কর ।
প্রশ্ন।১০।বৈশেষিক পরমাণুবাদ কী? বৈশেষিক পরমাণুবাদের সাথে পাশ্চাত্য দর্শনের পরমাণুবাদ এর বৈসাদৃশ্য আলোচনা কর।
প্রশ্ন।১১।বৈশেষিক পরমাণুবাদ কী? বৈশেষিক পরমাণুবাদের স্বরূপ আলোচনা কর ।