ক-বিভাগ
সামাজিক নীতির সংজ্ঞা দাও।
অথবা, সামাজিক নীতি কি?
উত্তর ঃ সামাজিক নীতি হলো আইন, প্রশাসনিক নির্দেশনা এবং এজেন্সীর বিধান দ্বারা প্রতিষ্ঠিত যেসব মূলনীতি, কর্মপ্রণালি ও কর্মসম্পাদনের উপায়, সেগুলো মানুষের কল্যাণকে প্রভাবিত করে।
সমাজকর্ম বিশ্বকোষ প্রদত্ত সামাজিক নীতির সংজ্ঞাটি লিখ।
উত্তর ঃ সামাজিক নীতি হলো ব্যক্তি, দল, সমষ্টি এবং সামাজিক প্রতিষ্ঠানের মধ্যকার পাস্পরিক সম্পর্ক স্থাপন প্রক্রিয়ায় হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণে পথ নির্দেশদানকারী কার্যক্রম ও বিধি-বিধান যা সামাজিক প্রথা ও মূল্যবোধের
ফলশ্রুতি।
বাংলাদেশে সামাজিক নীতি প্রণয়নের সর্বোচ্চ কর্তৃপক্ষ কে?
উত্তর ঃ জাতীয় সংসদ।
কয়েকটি সামাজিক নীতির নাম লেখ।
উত্তর ঃ নীতিগুলো হলো- শিক্ষা নীতি; জনসংখ্যা নীতি, শিশুকল্যাণ নীতি, স্বাস্থ্য নীতি, যুব উন্নয়ন নীতি, নারী
উন্নয়ন নীতি ইত্যাদি ।
Social Policy গ্রন্থের লেখক কে?
উত্তর : Richard M Titmass.
সামাজিক নীতির ৩টি বৈশিষ্ট্য লিখ।
উত্তর ঃ (ক) বাস্তব ভিত্তিক ও তথ্য সমৃদ্ধ; (খ) সুসামঞ্জস্যপূর্ণ; (গ) সম্পদের সদ্ব্যবহার।
সামাজিক নীতির দুটো লক্ষ্য নির্ধারক লিখ।
উত্তর ঃ সামাজিক নীতির ২টি লক্ষ্য / নির্ধারক হলো- (১) দরিদ্রদের ভাগ্যোন্নয়নে দারিদ্র্য দূরীকরণের পথ সৃষ্টি
করা এবং (২) সম্পদ ও সুযোগের সমতা বিধান করা।
সামাজিক নীতির পরিধির মধ্যে টি.এইচ. মার্শাল কি কি বিষয়কে দেখিয়েছেন?
উত্তর ঃ বিষয়গুলো হলো- সরকারি সাহায্য, স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক সেবা গ্রহায়ন নীতি।
সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ার ২টি ধাপ লিখ।
উত্তর ঃ (ক) নীতি প্রণয়নের অনুভূত প্রয়োজন; (খ) কমিটি গঠন ।
সামাজিক নীতির নির্ধারক/বিবেচ্য বিষয়সমূহ কি কি?
উত্তর ঃ পরিবার, জাতীয় প্রতিরক্ষা, আর্থ-সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক আইন, আন্তর্জাতিক সাহায্য ইত্যাদি।
সামাজিক নীতি প্রণয়নের সবচেয়ে গুরুত্বপুর্ণ নির্ধারক কোনটি?
উত্তর ঃ অর্থনৈতিক উপাদান।
“The Practice of Macro Social Work’ গ্রন্থের লেখক কে?
উত্তর : “The Practice of Macro Social Work’ গ্রন্থের লেখক- W.G. rueggemann.
বাংলাদেশে সামাজিক নীতি প্রণয়নে কয়েকটি সাংবিধানিক সংস্থার নাম লিখ।
উত্তর : সাংবিধানিক সংস্থাসমূহ হলো- (ক) জাতীয় সংসদ; (খ) মন্ত্রিপরিষদ; গ) পরিকল্পনা পরিষদ; (ঘ) জাতীয় অর্থনৈতিক পরিষদ; ঙ) সরকারি কর্ম কমিশন ইত্যাদি ।
বাংলাদেশ সরকারের কয়েকটি সমাজকল্যাণ নীতির নাম লিখ।
(ক) শিক্ষা নীতি; (খ) স্বাস্থ্য নীতি; (গ) জনসংখ্যা নীতি; (ঘ) শিল্প নীতি; (ঙ) নারী উন্নয়ন নীতি ইত্যাদি।
সমাজকল্যাণ নীতির সংজ্ঞা দাও।
উত্তর ঃ জনগণের কল্যাণার্থে সরকার কর্তৃক স্বতঃস্ফূর্তভাবে গৃহীত কার্যপ্রণালীকে সমাজকল্যাণ নীতি বলে।
সামাজিক নীতি দর্শন কি?
উত্তর ঃ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা।
সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সমাজকর্মীর ভূমিকা/কার্যাবলী কি কি?
উত্তর ঃ (ক) তথ্য বিশ্লেষণ (খ) জনমত গঠন; (গ) টাস্কফোর্স গঠন; (ঘ) নীতি নির্ধারকদের প্রভাবিতকরণ; (ঙ) কৌশলগত পরামর্শ প্রদান; (চ) নীতি অনুধ্যান ইত্যাদি।
সামাজিক নীতি ও সমাজকল্যাণ নীতির মধ্যে পার্থক্য কি?
উত্তর ঃ সামাজিক নীতি প্রণীত হয় সমাজের রীতিনীতি ও মূল্যবোধের উপর ভিত্তি করে। অন্যদিকে,
সমাজকল্যাণ নীতি প্রণয়ন করা হয় সমাজকর্মের নীতিমালার আলোকে।
সামাজিক নীতি ও সামাজিক পরিকল্পনার মধ্যে পার্থক্য কি?
উত্তর ঃ জনপ্রতিনিধি, জনপ্রশাসন, রাষ্ট্র নির্বাহী ও বিশেষজ্ঞগণ সামাজিক নীতি প্রণয়ন করেন। অপরদিকে, বিশেষ বিভাগীয় কর্তৃপক্ষ সামাজিক পরিকল্পনা প্রণয়ন করেন।
সামাজিক নীতি ও সামাজিক পরিকল্পনার মধ্যে সম্পর্ক/মিল দেখাও।
উত্তর ঃ সমাজের দূর্বল ও অবহেলিত শ্রেণীর স্বার্থ রক্ষায় সামাজিক নীতি ও সামাজিক পরিকল্পনা উভয়েই কাজ করে থাকে।
সমাজকর্মের সামাজিক নীতির ৩টি গুরুত্ব উল্লেখ কর।
উত্তর : সামাজিক নীতির ৩টি গুরুত্ব হলো- (১) সামাজিক সমস্যার সমাধান; (২) মানব সম্পদের উন্নয়ন এবং (৩) সামাজিক নিরাপত্তা।
খ-বিভাগ
১। সামাজিক নীতি বলতে কি বুঝ?
২। সামাজিক নীতির বৈশিষ্ট্য বর্ণনা কর?
৩। সামাজিক নীতি প্রণয়নে সমাজকর্মীর ভূমিকা সংক্ষেপে লিখ ।
৪। সামাজিক নীতি ও সমাজকল্যাণ নীতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য তুলে ধর।
৫। বাংলাদেশে সামাজিক নীতির প্রয়োজনীয়তা সংক্ষেপে লিখ ।
৬। সামাজিক নীতির গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর।
৭। সামাজিক নীতির নির্ধারকসমূহ সংক্ষেপে লিখ।
৮। সামাজিক নীতির উদ্দেশ্যসমূহ সংক্ষেপে আলোকপাত কর।
৯। সামাজিক নীতির পরিধি লিখ।
১০। সামাজিক নীতির সীমাবদ্ধতা উল্লেখ কর।
১১। নীতি বিশ্লেষণের পদ্ধতিগুলো উল্লেখ কর।
১২। সামাজিক নীতির কয়েকটি মডেল উল্লেখ কর।
১৩। সামাজিক নীতি বাস্তবায়নের হাতিয়ারগুলো উল্লেখ কর।
১৪। কোনো দেশের সামাজিক নীতি জানার উপায় কি।
১৫। সামাজিক নীতি জানার ক্ষেত্রে কি কি সমস্যা পরিলক্ষিত হয় লিখ।
১৬। নীতি অনুশীলনের কার্যাবলি সংক্ষেপে লেখ।
১৭। নীতি অনুশীলনে সমাজকর্মীর হস্তক্ষেপের বিষয়সমূহ?
১৮। নীতি অনুশীলনে সমাজকর্মীর যোগ্যতার বিষয়সমূহ সংক্ষেপে আলোচনা কর।
১৯। নীতি অনুশীলনে সমাজকর্মীর দক্ষতা উল্লেখ কর।
২০। কোনো দেশের সামাজিক নীতি জানার উপায় বর্ণনা কর।
২১। নীতি অনুশীলনবিদদের কার্যাবলি সংক্ষেপে লিখ।
২২। সামাজিক নীতি বাস্তবায়নের হাতিয়ারসমূহ সংক্ষেপে লিখ।
২৩। নীতি বাস্তবায়ন কর্মকাঠামো উল্লেখ কর।
২৪। সামাজিক নীতি বাস্তবায়নের কৌশলগুলো সংক্ষেপে বর্ণনা কর ।
২৫। সামাজিক নীতির এলিট মডেল কাকে বলে?
২৬। সামাজিক নীতির প্রশাসনিক অভিনেতা মডেল কাকে বলে?
২৭। সামাজিক নীতির স্বার্থকেন্দ্রিক দল মডেল কাকে বলে?
২৮। সামাজিক নীতির প্রাতিষ্ঠানিক মডেল কাকে বলে?
২৯। নীতি বিশ্লেষণ কি?
৩০। নীতি বিশ্লেষণের ম্যাটা বিশ্লেষণ কাকে বলে?
৩১। নীতি বিশ্লেষণের পদ্ধতিসমূহ উল্লেখ কর।
৩২। সামাজিক নীতি বিশ্লেষণের ধাপসমূহ উল্লেখ কর।
৩৩। সামাজিক নীতি বিশ্লেষণে সমাজকর্মীর ভূমিকা সংক্ষেপে আলোচনা কর ।
গ-বিভাগ
৩৪। সামাজিক নীতি কি? সামাজিক নীতির উদ্দেশ্য বর্ণনা কর।
৩৫। সামাজিক নীতি কি? সামাজিক নীতির পরিধি আলোচনা কর।
৩৬। সামাজিক নীতি কাকে বলে? সামাজিক নীতির নির্ধারকসমূহ আলোচনা কর।
৩৭। সামাজিক নীতি নির্ধারণ কি? সামাজিক নীতি নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর।
৩৮। সামাজিক নীতি কাকে বলে? সামাজিক নীতির গুরুত্ব আলোচনা কর।
৩৯। সামাজিক নীতি বলতে কি বুঝ? বাংলাদেশে সামাজিক নীতির প্রয়োজনীয়তা আলোচনা করা।
৪০। সামাজিক নীতির লক্ষ্যসমূহ কি? সমাজকল্যাণ ক্ষেত্রে সামাজিক নীতির গুরুত্ব আলোচনা কর।
৪১। সামাজিক নীতি কাকে বলে সামাজিক নীতি ও সামাজিক পরিকল্পনার সম্পর্ক আলোচনা কর ।
৪২। সামাজিক নীতির সীমাবদ্ধতা উল্লেখ কর। সামাজিক নীতি প্রণয়নে সমাজ কর্মীর ভূমিকা বর্ণনা কর।
৪৩। সামাজিক নীতি কাকে বলে? সামাজিক নীতি প্রণয়নে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
৪৪। সামাজিক নীতি মডেলের ভিত্তিতে সেবাদান কি? সামাজিক নীতি প্রণয়নে সমাজকর্মীর ভূমিকা বর্ণনা কর।
৪৫। সামাজিক নীতি মডেল আলোচনা কর।
৪৬। সামাজিক নীতি কি? সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া বর্ণনা কর।
৪৭। সামাজিক নীতি কাকে বলে? সামাজিক নীতি ও সমাজকল্যাণ নীতির মাঝে পার্থক্য আলোচনা কর।
৪৮। নীতি বিশ্লেষণ কি? নীতি বিশ্লেষণের পদ্ধতিগুলো বর্ণনা কর ।
৪৯। সামাজিক নীতি কি? সামাজিক নীতি বাস্তবায়নের হাতিয়ারগুলো উল্লেখ কর।
৫০। সামাজিক নীতির বৈশিষ্ট্য বর্ণনা কর।
৫১।সামাজিক নীতির সীমাবদ্ধতা উল্লেখ কর। সামাজিক নীতির গুরুত্ব বর্ণনা কর।