চতুর্থ অধ্যায়, আল-গাজালি

ক-বিভাগ

ইমাম গাজালি কে ছিলেন?
উত্তর : ইমাম গাজালি ছিলেন একজন বিখ্যাত মুসলিম দার্শনিক।
ইমাম গাজালি কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : ইমাম গাজালি ১০৫৮ সালে জন্মগ্রহণ করেন।
ইমাম গাজালি কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : ইমাম গাজালি তৎকালীন ইরানের খোরাসান প্রদেশের তুস নগরে জন্মগ্রহণ করেন।
ইমাম গাজালির প্রকৃত নাম কী?
উত্তর : তাঁর প্রকৃত নাম আবু হামিদ মুহাম্মদ ইবনে তাউস আহম্মদ আল-তুসী আল শাফী আল নিশাপুরী।
ইমাম গাজালির উপাধি কী?
উত্তর : ইমাম গাজালির উপাধি হচ্ছে আল গাজালি।
ইমাম গাজালিকে ‘গাজালি’ বলা হয় কেন?
উত্তর : তাঁর জন্মপল্লির নামানুসারে তাঁকে গাজালি বলা হয়।
‘গাজজাল’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘গাজজাল’ শব্দের অর্থ পশম।
গাজালির পিতার পেশা কী ছিল?
উত্তর : গাজালির পিতার পেশা ছিল পশমী কাপড় বুনন ও বিক্রয়।
গাজালি নামের অন্য কারণ কী?
উত্তর : কারো কারো মতে পিতার পেশাগত কারণে তিনি গাজালি নাম ধারণ করেছেন।
গাজালির পিতার নাম কী?
উত্তর : ইমাম গাজালির পিতার নাম মুহাম্মদ ইবনে তাউস আহম্মদ।
গাজালির বিদ্যাচর্চা শুরু হয় কোথায়?
উত্তর : একজন বিশিষ্ট সুফি সাধকের নিকট কুরআন হাদিস ও অন্যান্য সহায়ক শিক্ষা গ্রহণের মাধ্যমে তাঁর বিদ্যাচর্চা শুরু হয়।
‘নিজামিয়া মাদ্রাসা’ কোথায় ছিল?
উত্তর : নিজামিয়া মাদ্রাসা ছিল নিশাপুরে।
ইমাম গাজালি কত সালে নিজামিয়া মাদ্রাসায় ভর্তি হন?
উত্তর : ইমাম গাজালি ১০৭৭ বা ১০৭৮ সালে নিশাপুরের নিজামিয়া মাদ্রাসায় ভর্তি হন।
নিজামিয়া মাদ্রাসায় গাজালি কী কী বিষয়ে শিক্ষা গ্রহণ করেন?
উত্তর : নিজামিয়া মাদ্রাসায় তিনি দর্শন, বিজ্ঞান, যুক্তিবিদ্যা, ধর্মতত্ত্ব ইত্যাদি বিষয়ে শিক্ষা গ্রহণ করেন।
ইমাম গাজালি লেখালেখি শুরু করেন কখন?
উত্তর : ইমাম গাজালি লেখালেখি শুরু করেন ছাত্র অবস্থায়।
ছাত্র অবস্থায় গাজালি কী হিসেবে খ্যাতি লাভ করেন?
উত্তর : ছাত্র অবস্থায় গাজালি জ্ঞানী ও তার্কিক হিসেবে খ্যাতি লাভ করেন।
ইমাম গাজালির কর্মজীবন শুরু হয় কোথায়?
উত্তর : নিজামিয়া মাদ্রাসায় অধ্যক্ষ নিযুক্তের মাধ্যমে গাজালির কর্মজীবন শুরু হয়।
কত বছর বয়সে গাজালি নিজামিয়া মাদ্রাসায় অধ্যক্ষ নিযুক্ত হন?
উত্তর : ৩৪ বছর বয়স ইমাম গাজালি নিজামিয়া মাদ্রাসায় অধ্যক্ষ নিযুক্ত হন।
ইমাম গাজালি কত সালে ইন্তেকাল করেন?
উত্তর : ইমাম গাজালি ১১১১ সালের ১৮ ডিসেম্বর, ৫০৫ হিজরি সনে ইন্তেকাল করেন।
ইমাম গাজালিকে কোথায় সমাধিস্থ করা হয়?
উত্তর : ইমাম গাজালিকে মহাকবি ফেরদৌসীর মাজারের পাশে সমাধিস্থ করেন।
ইমাম গাজালি কতকগুলো বই লিখেছেন?
উত্তর : ইমাম গাজালি প্রায় চারশত বই লিখেছেন।
ইমাম গাজালির কতটি বইয়ের সন্ধান পাওয়া যায়?
উত্তর : ইমাম গাজালির ৭০টির বেশি বইয়ের সন্ধান পাওয়া যায়।
ইমাম গাজালি কী কী বিষয়ে বই লিখেছেন?
উত্তর : ইমাম গাজালি ধর্মতত্ত্ব, কুরআনের তাফসীর, ফিকাহ শাস্ত্র, যুক্তিবিদ্যা, সুফিতত্ত্ব, এবং তাত্ত্বিক দর্শনের উপর বই লিখেছেন।
ইমাম গাজালির দুটি বইয়ের নাম লিখ।
উত্তর : ১. ইহইয়াউ উলুমিদ্দিন; ২. কিমিয়ায়ে সা’য়াদাত।
‘তহাফুতুল ফালাসিফা’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ইমাম গাজালি (র)।
‘মিশকাতুল আনোয়ার’ ফাতিহাতুল উলুম’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ইমাম গাজালি (র)।
ইমাম গাজালির মতে, সুনিশ্চিত জ্ঞান কী?
উত্তর : ইমাম গাজালির মতে, একমাত্র সুনিশ্চিত জ্ঞান হচ্ছে প্রত্যাদেশ।
জগৎ অনাদি নাকি নশ্বর?
উত্তর : জগৎ নশ্বর।
কারা জগতকে অনাদি বলেছেন?
উত্তর : গ্রিক দার্শনিকগণ জগতকে অনাদি বলেছেন।
জগৎ সম্পর্কে ইমাম গাজালি কী বলেছেন?
উত্তর : ইমাম গাজালি বলেছেন জগৎ নশ্বর।
ইমাম গাজালি আল্লাহর ইচ্ছাকে কয়ভাগে ভাগ করেছেন?
উত্তর : ইমাম গাজালি আল্লাহর ইচ্ছাকে দু’ভাগে ভাগ করেছেন।
আল্লাহর ইচ্ছার প্রকারদ্বয় কী কী?
উত্তর : ১. আল্লাহর অনাদি ইচ্ছা; ২. আল্লাহর জগৎ সৃষ্টির ইচ্ছা।
আল্লাহর কোন ইচ্ছা দ্বারা জগৎ সৃষ্টি হয়েছে?
উত্তর : ইমাম গাজালির মতে, আল্লাহর জগৎ সৃষ্টির ইচ্ছা দ্বারা জগৎ সৃষ্টি হয়েছে।
আল্লাহর জগৎ সৃষ্টির ইচ্ছা কোন ইচ্ছার উপর নির্ভরশীল?
উত্তর : আল্লাহর জগৎ সৃষ্টির ইচ্ছা অনাদি ইচ্ছার উপর নির্ভরশীল।
জগতকে অনাদি বলা যায় না কেন?
উত্তর : জগৎ সৃষ্টির কারণ আছে, তাই জগতকে অনাদি বলা যায় না।
অনাদি বিষয় কয়টি?
উত্তর : অনাদি বিষয় একটি।
একটি অনাদি বিষয় কী?
উত্তর : একটি অনাদি বিষয় মহান আল্লাহ তায়ালা ।
সর্বেশ্বরবাদ সম্পর্কে ইমাম গাজালির বক্তব্য কী?
উত্তর : ইমাম গাজালি একেশ্বরবাদে বিশ্বাসী।
সর্বেশ্বরবাদে বিশ্বাস করে কারা?
উত্তর : সর্বেশ্বরবাদে বিশ্বাস করে নাস্তিকরা।
কিসের উপর কোন যুক্তি চলে না?
উত্তর : কারো ইচ্ছার উপর কোন যুক্তি চলে না।
আল্লাহর ইচ্ছার মাঝে কারণ খোঁজা কী?
উত্তর : আল্লাহর ইচ্ছার মাঝে কারণ খোঁজা বোকামি।
বিশ্বআত্মার প্রবক্তা কে?
উত্তর : প্লেটোসহ প্রমুখ দার্শনিকগণ বিশ্বআত্মার প্রবক্তা।
বিশ্বআত্মা সম্পর্কে ইমাম গাজালি কী বলেছেন?
উত্তর : বিশ্বআত্মার ধারণাকে ইমাম গাজালি কল্পনা ও অনুমান বলেছেন।
বিশ্বআত্মা সব আত্মাকে নিয়ন্ত্রণ করলে কী হতো?
উত্তর : বিশ্বআত্মা সব আত্মাকে নিয়ন্ত্রণ করলে একজনের সুখে বা দুঃখে অন্যরাও সুখ বা দুঃখ পেত।
দার্শনিকদের বিশ্বআত্মার ধারণা কী?
উত্তর : এটি একটি ভ্রান্ত মতবাদ ।
গতি ও কাল কে সৃষ্টি করেছেন?
উত্তর : গতি ও কাল মহান আল্লাহ সৃষ্টি করেছেন।
গতি ও কাল অসীম না সসীম?
উত্তর : গতি ও কাল সসীম।
অনন্তকাল সম্পর্কে ইমাম গাজালি কী বলেছেন?
উত্তর : ইমাম গাজালি বলেছেন, অনন্তকাল বলে কিছু নেই।
জগৎ সম্পর্কে ইসলামি শরিয়তের বক্তব্য কী?
উত্তর : ইসলামি শরিয়ত বলেছে, জগৎ মহান আল্লাহর সৃষ্টি।
আল্লাহর ইচ্ছা সম্পর্কে পবিত্র কুরআন কী বলেছে?
উত্তর : পবিত্র কুরআন বলেছে,–“তিনি যখন কোন কিছু করতে ইচ্ছা করেন, তখন বলেন, ‘হও’ ফলে তা হয়ে
যায়।” (সূরা ইয়াসিন, আয়াত ৮২)

খ-বিভাগ

প্রশ্ন।১।আল-গাজালির মতে, জ্ঞান কী?
প্রশ্ন।২।আল-গাজালির মতের আলোকে আলামুল মূলক ব্যাখ্যা কর।
প্রশ্ন।৩।দৈহিক পুনরুত্থান সম্পর্কে গাজালির মতবাদ সংক্ষেপে লিখ।
প্রশ্ন।৪।কার্যকারণ বলতে গাজালি কী বোঝেন?
প্রশ্ন।৫।আল-গাজালিকে হুজ্জাতুল ইসলাম বলা হয় কেন?
প্রশ্ন।৬।সুফিবাদে আল-গাজালির অবদান সংক্ষেপে লিখ।
প্রশ্ন।৭।গাজালির রাষ্ট্রদর্শন সংক্ষেপে লেখ।
প্রশ্ন৷৮।জগতের সৃষ্টিকর্তা ও কারণ সম্পর্কে গাজালির যুক্তিসমূহ কী কী?
প্রশ্ন।৯।গাজালি কিভাবে আল্লাহর গুণাবলি সম্পর্কে মুতাজিলাদের যুক্তি খণ্ডন করেছেন?
প্রশ্ন।১০।পরকাল সম্পর্কে গাজালির অভিমত কী?
প্রশ্ন।১১।গাজালি দার্শনিকদের কাফের বলেছেন কেন?
প্রশ্ন।১২।নিজ নিজ ধর্মে আল গাজালি ও সেন্ট অগাস্টিনের ভূমিকা কিরূপ?
প্রশ্ন।১৩।গাজালির মতে রাষ্ট্রপ্রধানের কি কি গুণাবলি থাকা আবশ্যক?
প্রশ্ন।১৪।সমাজসংস্কার হিসেবে আল-গাজালির অবদান সংক্ষেপে লিখ।
প্রশ্ন।১৫।আল্লাহ্র অস্তিত্ব সম্পর্কে ইমাম আল-গাজালির মতবাদ লিখ।
প্রশ্ন৷১৬।দার্শনিকদের বিরুদ্ধে আল-গাজালির প্রধান অভিযোগসমূহ সংক্ষেপে লিখ।
প্রশ্ন৷১৭৷রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে আল-গাজালির পদ্ধতি সংক্ষেপে লিখ।
প্রশ্ন।১৮।আত্মা সম্পর্কে আল-গাজালির মতবাদ সংক্ষেপে লিখ।
প্রশ্ন॥১৯।আল-গাজালির মানবাত্মা সম্পর্কিত ধারণা কী?

গ-বিভাগ

প্রশ্ন।১।মুসলিম দর্শনে ইমাম আল গাজালির
অবদান আলোচনা কর।

প্রশ্ন।২।ইমাম আল-গাজালির রাষ্ট্রদর্শন মূল্যায়ন কর।
প্রশ্ন।৩।সমাজসংস্কারক হিসেবে ইমাম আল গাজালির অবদান আলোচনা কর।
প্রশ্ন॥৪॥দার্শনিকদের বিরুদ্ধে আল গাজালির অভিযোগসমূহ আলোচনা কর।
প্রশ্ন।৫।আল্লাহর অস্তিত্ব সম্পর্কে ইমাম আল গাজালির মতবাদ ব্যাখ্যা কর।
প্রশ্ন।৬।জগতের সৃষ্টিকর্তা ও কারণ সম্পর্কে দার্শনিকদের যুক্তি কিভাবে ইমাম আল গাজালি খণ্ডন করেন তা ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
প্রশ্ন॥৭॥আল্লাহর গুণাবলি সম্পর্কে আল গাজালি কিভাবে মুতাজিলা সম্প্রদায় ও দার্শনিকদের যুক্তি খণ্ডন করেন তা আলোচনা কর ।
প্ৰশ্ন৷৮।ইমাম আল গাজালি প্রাকৃতিক নিয়ম ও কার্যকারণ সম্পর্কে কিভাবে দার্শনিকদের যুক্তি খণ্ডন করেন? তা ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
প্রশ্ন॥৯॥পারলৌকিক জীবন সম্পর্কে দার্শনিকদের অভিমতের পাশাপাশি আল গাজালির অভিমত ব্যাখ্যা কর।
প্রশ্ন।১০।দার্শনিকদের বিরুদ্ধে ইমাম আল-গাজালির প্রধান অভিযোগসমূহ আলোচনা কর। গাজালি কেন দার্শনিকদের কাফের বলেছেন?
প্রশ্ন।১১।জগতের অনাদিত্ব সম্পর্কে দার্শনিকদের প্রদত্ত যুক্তিগুলো উল্লেখ কর। আল গাজালি সেগুলো খণ্ডন করে নিজস্ব যেসব যুক্তি প্রদর্শন করেছেন তা বর্ণনা কর।
প্রশ্ন।১২।মানুষের আত্মার অবিনশ্বরতা প্রসঙ্গে দার্শনিকদের দেয়া যুক্তিগুলো কী কী? ইমাম আল গাজালি- কিভাবে তা খণ্ডন করেন?
প্রশ্ন।১৩।আল্লাহর একত্ব প্রমাণে দার্শনিকদের যুক্তিগুলো কী কী? আল গাজালি এ সম্পর্কে
দার্শনিকদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা আলোচনা কর।

প্রশ্ন।১৪৷রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি সম্পর্কে আল-গাজালির ধারণা পর্যালোচনা কর।
প্রশ্ন।১৫।আত্মা সম্পর্কে আল গাজালির মত ব্যাখ্যা ও বিশ্লেষণ কর।
প্রশ্ন।১৬।মুসলিম রাষ্ট্রদর্শনে আল গাজালীর অবদান আলোচনা কর।
প্রশ্ন।১৭।কার্যকারণ নীতি সম্পর্কে আল গাজালির ধারণা ব্যাখ্যা কর। এ বিষয়ে তাকে কী হিউমের পূর্বসূরী বলা হয়?
প্রশ্ন।১৮।ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা শাসকদের গুণাবলির প্রেক্ষিতে আল গাজালির অভিমত ব্যাখ্যা কর।
প্রশ্ন॥১৯৷সুফিবাদে ইমাম আল গাজালির অবদান আলোচনা কর।
প্রশ্ন।২০।আল গাজালির সৃষ্টিতত্ত্ব আলোচনা কর। তিনি কিভাবে নির্গমনতত্ত্বের সমালোচনা করেন?
প্রশ্ন।২১৷আল্লাহর গুণাবলি সম্পর্কে আল গাজালির মতবাদ আলোচনা কর?
প্রশ্ন।২২।আল গাজালির সংশয়বাদ আলোচনা কর এবং ডেকার্ট ও হিউমের সাথে তাঁর পার্থক্য নিরূপণ কর।
প্রশ্ন।২৩।আল গাজালির কার্যতত্ত্ব আলোচনা কর। হিউমের সাথে তার মতের পার্থক্য দেখাও।
প্রশ্ন৷২৪৷আল গাজালির জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
প্রশ্ন।২৫।দৈহিক পুনরুত্থান সম্পর্কে দার্শনিকদের যুক্তিগুলো গাজালি কিভাবে খণ্ডন করেন? ব্যাখ্যা কর।
প্রশ্ন।২৬।দৈহিক পুনরুত্থান সম্পর্কে আল-গাজালির মত ব্যাখ্যা ও বিচার কর।
প্রশ্ন।২৭।আল্লাহ শুধু সার্বিককে জানেন, বিশেষকে জানেন না-দার্শনিক অভিমত সম্পর্কে আল গাজালির প্রতিক্রিয়া কী?