প্রথম অধ্যায়, আল-কিন্দি

ক-বিভাগ

প্রথম মুসলিম দার্শনিক কে?
উত্তর : প্রথম মুসলিম দার্শনিক হলেন আল-কিন্দি ।
আল-কিন্দির প্রকৃত নাম কী?
উত্তর : তাঁর প্রকৃত নাম আবু ইউসুফ ইয়াকুব।
আল-কিন্দির পূর্ণনাম কী?
উত্তর : আবু ইউসুফ ইয়াকুব বিন ইসহাক আল-কিন্দি।
লাতিন ভাষায় আল-কিন্দিকে কী বলা হয়?
উত্তর : লাতিন ভাষায় আল-কিন্দিকে আল কেন্ডিয়াস (Al-Chendius) বলা হয় ।
.আল-কিন্দির পিতার নাম কী ছিল?
উত্তর : আল কিন্দির পিতার নাম ছিল ইসহাক।
আল-কিন্দি কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : আল-কিন্দি ইরাকের কুফায় জন্মগ্রহণ করেন।
আল-কিন্দি কত সনে জন্মগ্রহণ করেন?
উত্তর : আল-কিন্দি ৮০৩ অথবা ৮১৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
আল-কিন্দি কত হিজরি সনে জন্মগ্রহণ করেন?
উত্তর : আল-কিন্দি ১১৮ হিজরি সনে জন্মগ্রহণ করেন।
আল-কিন্দির মৃত্যু সন কত?
উত্তর : আল-কিন্দি ৮৭৩ বা ৮৭০ সন মোতাবেক ২৬০ হিজরিতে ইন্তেকাল করেন।
আল কিন্দিকে কিন্দি বলা হয় কেন?
উত্তর : কিন্দা গোত্রে জন্মগ্রহণ করায় তাঁকে আল্ব-কিন্দি বলা হয়।
আল-কিন্দির পিতা কে ছিলেন?
উত্তর : আল কিন্দির পিতা ইসহাক আল-হামেদি আল হাদি ও হারুন-আর-রশীদের অধীনে কুফার শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন।
আল-কিন্দি প্রাথমিক শিক্ষা কোথায় গ্রহণ করেন?
উত্তর : আল কিন্দি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন ইরাকের কুফায়।
আল-কিন্দি উচ্চশিক্ষা গ্রহণ করেন কোথা থেকে?
উত্তর : আল কিন্দি উচ্চশিক্ষা গ্রহণ করেন বাগদাদ বিশ্ববিদ্যালয় থেকে।
আল-কিন্দির গ্রিক পারসিক সভ্যতার সাথে পরিচয় ঘটে কখন?
উত্তর : আল কিন্দির গ্রিক পারসিক সভ্যতার সাথে পরিচয় ঘটে বাগদাদে অবস্থানকালে ।
আল কিন্দি কী কী বিষয়ে পারদর্শী ছিলেন?
উত্তর : আল কিন্দি গণিত, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা, সংগীতবিদ্যা, পদার্থবিদ্যা, চক্ষুবিজ্ঞান, আবহাওয়াবিদ্যা,
ভূগোলবিজ্ঞান, ফার্মেসিবিজ্ঞান ইত্যাদিতে পারদর্শী ছিলেন।
আল-কিন্দি গ্রিক দর্শন অনুবাদের দায়িত্ব নেন কোথায়?
উত্তর : আল কিন্দি গ্রিক দর্শন অনুবাদের দায়িত্ব নেন আব্বাসীয় রাজদরবারে।
খলিফা মামুন আল-কিন্দিকে কোন কাজে নিযুক্ত করেন?
উত্তর : খলিফা মামুন আলকিন্দিকে এরিস্টটল ও অন্যান্য গ্রিক দার্শনিকের গ্রন্থ অনুবাদের কাজে নিযুক্ত করেন।
আল-কিন্দি এরিস্টটলের কোন গ্রন্থ আরবিতে অনুবাদ করেন?
উত্তর : আল কিন্দি Theology of Aristotle’ গ্রন্থ আরবিতে অনুবাদ করেন।
আল কিন্দি কোন কোন ভাষার পারদর্শিতা অর্জন করেন?
উত্তর : আল কিন্দি আরবি, সিরীয়, সংস্কৃত, ফারসি ও গ্রিক ভাষায় পারদর্শিতা অর্জন করেন
আল-কিন্দি রচিত গ্রন্থ সংখ্যা কত?
উত্তর : আল কিন্দি ছোট বড় মোট ২৬১ মতান্তরে ২৬৫ খানা গ্রন্থ রচনা করেন।
‘ইউক্লিডের নতুন আরবি সংস্করণ’ গ্রন্থ কে রচনা করেন?
উত্তর : আল কিন্দি।
আল-কিন্দির কোন রচনাগুলো প্রসিদ্ধি অর্জন করে?
উত্তর : আল-কিন্দির বুদ্ধিবৃত্তি ও পঞ্চ উপাদান সম্পর্কীয় রচনা সর্বাধিক প্রসিদ্ধি অর্জন করে।
প্রথম জীবনে আল-কিন্দি কোন সম্প্রদায়ের চিন্তাবিদ হিসেবে দর্শন আলোচনা করেন?
উত্তর : প্রথম জীবনে আল-কিন্দি মুতাযিলা চিন্তাবিদ হিসেবে দর্শন আলোচনা করেন।
আরবি ভাষী মানুষের জন্য গ্রিক দর্শন পাপের কাজ সুগম করে কে?
উত্তর : আল কিন্দি।
‘On the Intellect’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : আল-কিন্দি।
‘On the Five Essences’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : আল কিন্দি।
একজন দার্শনিকের জন্য গণিতশাস্ত্রের অধ্যয়ন অপরিহার্য কে বলেছেন?
উত্তর : আল কিন্দি।
কোন দার্শনিকের সাধনার ফলে দর্শন ইসলামি সংস্কৃতির অন্তর্ভুক্ত হয়?
উত্তর : আল কিন্দির সাধনার ফলে দর্শন ইসলামি সংস্কৃতির অন্তর্ভুক্ত হয়।
ঐতিহাসিকগণ কাকে আরব দার্শনিক হিসেবে অভিহিত করেছে?
উত্তর : ঐতিহাসিকগণ আল কিন্দিকে ‘আরব দার্শনিক’ হিসেবে অভিহিত করেছেন।
আল-কিন্দি ইসলামের সাথে কোন ঐতিহ্যের রাখিবন্ধন ঘটিয়েছেন?
উত্তর : আল কিন্দি ইসলামের সাথে হেলেনীয় ঐতিহ্যের রাখিবন্ধন ঘটিয়েছেন।
আল-কিন্দিকে আরব দার্শনিক বলা হয় কেন?
উত্তর : তাঁর সাধনায় দর্শন ইসলামি সংস্কৃতির অন্তর্ভুক্ত হয় বলে আল কিন্দিকে আরব দার্শনিক বলা হয়।
আল-কিন্দি কোন শ্রেণির দার্শনিকদের অন্তর্ভুক্ত?
উত্তর : আল-কিন্দি প্রাকৃতিক দার্শনিকদের (Natural philosopher) অন্তর্ভুক্ত।
কে বলেছেন, ‘আল-কিন্দি তাঁর যুগের সেরা মানুষ’?
উত্তর : ইবনে আল-নাদিম বলেছেন, আল-কিন্দি তাঁর যুগের সেরা মানুষ।
আল-কিন্দিকে প্রাকৃতিক দার্শনিকদের অন্তর্ভুক্ত করেছেন কে?
উত্তর : ইবনে আল-নাদিম।
কে প্রাকৃতিক বিজ্ঞানীদের শ্রেণিভুক্ত?
উত্তর : আল-কিন্দি।
First Philosophy তথা অধিবিদ্যা গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : আল-কিন্দি।
‘মানুষের শক্তি-সামর্থ্যের সম্ভাবনার মধ্যে দর্শন বস্তু-সত্তার জ্ঞান’ এটি কার কথা?
উত্তর : এটি আল-কিন্দির কথা।
‘আল-ওয়াহিদুল হাক্ব’ অর্থ কী?
উত্তর : আল-ওয়াহিদুল হাক্ক অর্থ এক অদ্বিতীয় সত্য।
‘আল-ওয়াহিদুল হাক্ক’ বলে কাকে বুঝানো হয়েছে?
উত্তর : আল ওয়াহিদুল হাক্ক বলে আল্লাহকে বুঝানো হয়েছে।
কে আল্লাহকে আল-ওয়াহিদুল হাক্ক বলেছেন?
উত্তর : আল-কিন্দি।
আল-কিন্দির কাকে আদিকারণ, বলেছেন?
উত্তর : আল কিন্দি মহান আল্লাহকে আদি কারণ বলেছেন।
কে স্রষ্টাকে ‘অপরিবর্তিত সঞ্চালক’ (Unmoved mover) বলেছেন?
উত্তর : এরিস্টটলের স্রষ্টাকে অপরিবর্তিত সঞ্চালক (Unmoved mover) বলেছেন।
এরিস্টটলের ‘অপরিবর্তিত’ সঞ্চালক-এর পরিবর্তে আল-কিন্দি কোন শব্দ প্রয়োগ করেছেন?
উত্তর : অপরিবর্তিত সঞ্চালকের পরিবর্তে আল-কিন্দি ‘স্রষ্টা’ শব্দের প্রয়োগ করেছেন।
আল-কিন্দি দর্শনকে কয়টি ভাগে ভাগ করেছেন?
উত্তর : আল-কিন্দি দর্শনকে দুটি ভাগে বিভক্ত করেছেন।
আল কিন্দি কর্তৃক বিভক্ত দর্শনের ভাগ দুটি কী কী?
উত্তর : ১. তাত্ত্বিক আলোচনা (Theoretical studies). ২. প্রায়োগিক আলোচনা (Practical studies).
দর্শনের তাত্ত্বিক আলোচনার বিষয়গুলো কী কী?
উত্তর : পদার্থবিদ্যা, গণিত ও অধিবিদ্যা।
দর্শনের প্রায়োগিক আলোচনার বিষয়গুলো কী কী?
উত্তর : নীতিবিদ্যা, অর্থনীতি, রাষ্ট্রনীতি।
বিজ্ঞান ও দর্শনের মধ্যে যোগসূত্র স্থাপন করেন কে?
উত্তর : বিজ্ঞান ও দর্শনের মধ্যে যোগসূত্র স্থাপন করেন আল-কিন্দি।
কে বলেছেন, ‘গণিতশাস্ত্র দর্শনের এক অপরিহার্য অঙ্গ’?
উত্তর : আল-কিন্দি।
‘গণিতশাস্ত্রে জ্ঞান ব্যতীত দর্শনের প্রকৃত জ্ঞান লাভ সম্ভব নয়’ এটি কার উক্তি?
উত্তর : আল-কিন্দির উক্তি।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥আল কিন্দির পরিচয় দাও।
প্রশ্ন৷২।মুসলিম দর্শনে আল কিন্দির গুরুত্ব কতটুকু?
প্রশ্ন।৩।মুসলিম দর্শনে আল কিন্দির অবদান সংক্ষেপে লেখ ।
প্রশ্ন॥৪॥আল কিন্দির জ্ঞানতত্ত্ব সংক্ষেপে লিখ।
প্রশ্ন॥৫॥আল কিন্দির আত্মাতত্ত্ব সংক্ষেপে লেখ।
প্রশ্ন॥৬॥আকলে ফাল বা চালক বুদ্ধি কাকে বলে?
প্রশ্ন॥৭॥আল কিন্দির আত্মাতত্ত্ব জ্ঞানতত্ত্বের উপর প্রতিষ্ঠিত”-উক্তিটি ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৮॥আল কিন্দিকে মুসলিম দর্শনের জনক বলার কারণ কী?
প্রশ্ন॥৯॥আল কিন্দির অধিবিদ্যা সম্পর্কে সংক্ষেপে লেখ।
প্রশ্ন ১০।আল কিন্দির মতে সারসত্তা কী?
প্রশ্ন॥১১৷আল কিন্দির দর্শনে গ্রিক প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷১২৷আল কিন্দির মতে “ঋরাব উংবহপব” কী?
প্রশ্ন॥১৩।জগৎ সৃষ্টি সম্পর্কিত মতবাদে আল কিন্দি কিভাবে নির্গমন তত্ত্বের সাহায্য নিয়েছেন?
প্ৰশ্ন৷১৪৷৷অধিবিদ্যায় আল কিন্দি কর্তৃক কার্যকারণ তত্ত্বের প্রয়োগ সম্পর্কে সংক্ষেপে লেখ ।
প্রশ্ন॥১৫৷আল কিন্দির বুদ্ধি সম্পর্কিত মতবাদ সংক্ষেপে লেখ।
প্রশ্ন।১৬৷আল কিন্দির মতে জ্ঞানতত্ত্বের সাথে বুদ্ধি সম্পর্কিত মতবাদের সম্পর্ক কী?

গ-বিভাগ

প্রশ্ন।১।মুসলিম দর্শনে আল-কিন্দির অবদান সংক্ষেপে বর্ণনা কর ।
প্রশ্ন।২।আল-কিন্দির জ্ঞানতত্ত্ব আলোচনা কর।
প্রশ্ন।৩।আল-কিন্দির আত্মাতত্ত্ব ব্যাখ্যা কর। তার এ আত্মাতত্ত্ব জ্ঞানতত্ত্বের সাথে কিভাবে সম্পর্কিত?
প্রশ্ন॥৪॥আল-কিন্দিকে কেন মুসলিম দর্শনের জনক বলা হয়?
প্রশ্ন।৫।আল-কিন্দির অধিবিদ্যা সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥৬॥মুসলিম দর্শনে আল-কিন্দির গুরুত্ব তোমার নিজের ভাষায় তুলে ধর।
প্রশ্ন॥৭॥সারসত্তা বলতে কী বুঝ? সারসত্তা সম্পর্কে আল-কিন্দির মত তোমার নিজের ভাষায় লিখ।
প্রশ্ন।৮।আল-কিন্দি গ্রিক চিন্তা দ্বারা কতটুকু প্রভাবিত হয়েছেন? এ প্রসঙ্গে তার চিন্তার মৌলিকত্ব নিরূপণ কর।