তৃতীয় অধ্যায়, বাংলাদেশের শিশু, যুবক, মহিলা ও প্রবীণদেরসাথে সম্পর্কিত সমস্যাসমূহ

ক বিভাগ

সমস্যা কী?
উত্তর : যেসব মনোদৈহিক, আর্থসামাজিক অবস্থা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে তাকেই সমস্যা হিসাবে বিবেচনা করা হয়।
ইংরেজি Problem শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর : ইংরেজি Problem শব্দটি গ্রিক শব্দ Problima থেকে এসেছে।
Problem শব্দটির গ্রিক শব্দ কী?
উত্তর : Problem শব্দটির গ্রিক শব্দটি হলো Problema.
গ্রিক শব্দ এর Problema অর্থ কী?
উত্তর : গ্রিক শব্দ Problema এর অর্থ হলো সমাজ কর্তৃক নিক্ষেপিত এমন একটি ঘটনা যা সমাজস্থ মানুষের চিন্ত ভাবনা বা মনোযোগ আকর্ষণের উপর অবাঞ্চিত চাপ সৃষ্টি করে।
শিশু কারা?
উত্তর : সাধারণ অর্থে জন্ম থেকে যুবক বয়সে উপনীত হওয়ার পূর্ব বয়সে অবস্থানকারী সকল মানব সন্তানকেই শিশু বলা যায়।
জাতিসংঘের মতে শিশু কারা?
উত্তর : ১৮ বছরের নিচে সব মানব সন্তানকেই শিশু বলা হয়।
ILO কনভেশন অনুযায়ী কত বছরের নিচে মানব সন্তানকে শিশু বলা হয়?
উত্তর : ১৫ বছর।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী শিশুর বয়স কত?
উত্তর : বাংলাদেশের সংবিধান অনুযায়ী শিশুর বয়ষ ১৬ বছর পর্যন্ত।
মুসলিম বিবাহ আইনে কত বছরের কম বয়সের ছেলেমেয়েদের শিশু বলা হয়?
উত্তর : মুসলিম বিবাহ আইনে ১৮ বছরের কম বয়সের ছেলেমেয়েদের শিশু বলা হয়।
বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর : বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%।
বর্তমানে শিশু মৃত্যুর হার কত?
উত্তর : ৩৫%।
বাংলাদেশে ILO এর হিসাব অনুযায়ী শিশু শ্রমের হার কত?
উত্তর : ILO হিসাব অনুযায়ী শিশু শ্রমের হার ১০%।
বাংলাদেশে শিশু সংক্রান্ত সমস্যাবলি কী কী?
উত্তর : বাংলাদেশে শিশু সংক্রান্ত সমস্যাবলি হলো পুষ্টিহীনতা, নিরক্ষরতা, শিশু শ্রম, প্রতিবন্ধকতা, লিঙ্গ বৈষম্য ইত্যাদি।
শিশু কল্যাণ কী?
উত্তর : সাধারণত শিশুদের আর্থসামাজিক ও মনোদৈহিক কল্যাণে নিয়োজিত কার্যক্রমের সমষ্টি শিশু কল্যাণ।
জাতীয় শিশু দিবস কত তারিখে?
উত্তর : ১৭ মার্চ।
আন্তর্জাতিক পর্যায়ে শিশুদের জন্য কোন প্রতিষ্ঠানটি কাজ করে?
উত্তর : UNICEF.
UNICEF কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৬ সালে।
UNICEF এর সদর দপ্তর কোথায়?
উত্তর : নিউইয়র্কে।
শিশুর মৌলিক চাহিদাগুলোর মধ্যে দুইটি চাহিদার নাম লিখ।
উত্তর : শিশুর মৌলিক চাহিদাগুলোর মধ্যে প্রধান দুইটি চাহিদা হলো পুষ্টিকর ও সুষমখাদ্য, স্বাস্থ্যসম্মত বাসস্থান এবং পরিধান।
কিসের অভাবে শিশুর রাতকানা রোগ হয়?
উত্তর : ভিটামিন এ এর অভাবে।
কিসের অভাবে শিশুর গলগণ্ড রোগ হয়?
উত্তর : আয়োডিনের অভাবে।
কোন ভিটামিনের অভাবে শিশুর মুখের কোণায় ঘা হয়?
উত্তর : ভিটামিন বি এর অভাবে।
জাতিসংঘ শিশু অধিকার সনদ কত সালে প্রণীত হয়?
উত্তর : জাতিসংঘ শিশু অধিকার সনদ ১৯৮৯ সালে প্রণীত হয়।
সরকারি শিশুসদন কী?
উত্তর : যেসব শিশুর পিতামাতা নেই তাদের রক্ষণাবেক্ষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং পুনর্বাসনের জন্য বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত প্রতিষ্ঠানের নাম হলো সরকারি শিশু সদন।
বর্তমানে দেশে মোট কতটি সরকারি শিশুসদন আছে?
উত্তর : বর্তমানে বাংলাদেশে মোট ৮৫টি শিশুসদন আছে।
কত বয়সসীমা পর্যন্ত সরকারি শিশুসদনে রাখা হয়?
উত্তর : ৫-১৮ বছর পর্যন্ত বয়সের শিশুদের রাখা হয়।
সর্বপ্রথম কোথায় ও কখন বেবিহোম স্থাপন করা হয়?
উত্তর : সর্বপ্রথম ১৯৬২ সালে ঢাকার আজিমপুরে ২৫ আসনবিশিষ্ট একটি বেবিহোম স্থাপন করা হয়।
বর্তমানে বাংলাদেশে কতটি বেবিহোম চালু আছে?
উত্তর : বর্তমানে বাংলাদেশে ৩টি বেবিহোম চালু আছে।
প্রথম কত সালে দিবাকালীন শিশুযত্ন কেন্দ্র স্থাপিত হয়?
উত্তর : ১৯৬২ সালে।
দুস্থ শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র কত সালে, কোথায় স্থাপিত হয়?
উত্তর : দুস্থ শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে ১৯৮১ সালের ফেব্রুয়ারি মাসে গাজীপুর জেলার কোনাবাড়ীতে এ প্রতিষ্ঠানটি স্থাপিত হয়।
জাতীয় কিশোর-কিশোরী সংশোধনী কেন্দ্রের বর্তমান নাম কী?
উত্তর : জাতীয় কিশোর কিশোরী সংশোধনী কেন্দ্রের বর্তমান নাম জাতীয় কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠান।
জাতীয় কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠান কত সালে স্থাপিত হয়?
উত্তর : ১৯৭৮ সালে।
যুবক কারা?
উত্তর : সাধারণ অর্থে যুবক বলতে একটি দেশের তরুণ সম্প্রদায়কে বুঝায় যাদের মধ্যে গতি আছে, সাহস আছে, শক্তি আছে। উৎসাহ আছে, আছে পরিবর্তনের স্পৃহা এবং সেজন্য বাসনা ও প্রচেষ্টা।
এডিল ফুয়েল যুবকদের সংজ্ঞা দিতে গিয়ে যা বলেছেন তা লিখ-
উত্তর : তারাই যুবক যারা পূর্ণ বয়স্ক এবং মরণ শক্তির উৎকর্ষ সাধনে সহায়ক, তারা সাধারণ মাঝারি বয়সের অধিকারী।
মনোবিজ্ঞানী ড. সিগমা ও নূয়্যান প্রদত্ত যুবকের সংজ্ঞা দাও।
উত্তর : যুবকেরা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা অভিন্ন ইতিহাসের কালপর্বে দাঁড়িয়ে সমান অভিজ্ঞতার মাধ্যমে অংশীদারভিত্তিক আশানিরাশায় সমৃদ্ধ।
যুবনীতি অনুযায়ী কাদের যুবক বলে আখ্যায়িত করা হয়?
উত্তর : যুবনীতি অনুযায়ী যাদের বয়সসীমা ১৮-৩৫ বছরের মধ্যে তারাই যুবক।
জাতিসংঘের মতে কারা যুবক?
উত্তর : যাদের বয়সসীমা ১৫-২৪ বছর তারাই যুবক।
বাংলাদেশে যুবকদের প্রধান দুইটি সমস্যার নাম লিখ।
উত্তর : বাংলাদেশে যুবকদের প্রধান দুইটি সমস্যা হলো বেকারত্ব ও মাদকাসক্ত।
লেবার ফোর্স সার্ভে (২০১০) অনুযায়ী মোট শ্রম শক্তি কত?
উত্তর : প্রায় ৫.৪১ কোটি।
লেবার ফোর্স সার্ভে (২০১০) অনুযায়ী মোট পুরুষ শ্রমিক কতজন?
উত্তর : মোট ৩.৭৯ কোটি প্রায়।
লেবার ফোর্স সার্ভে (২০১০) অনুযায়ী মোট মহিলা শ্রমিক কতজন?
উত্তর : মোট ১.৬২ কোটি প্রায়।
মোট শ্রম শক্তির শতকরা কত ভাগ কৃষিতে কাজ করে?
উত্তর : শতকরা ৪৭.৩০ ভাগ শ্রমিক কৃষিতে কাজ করে।
যুবকদের কল্যাণে কাজ করে এমন একটি প্রতিষ্ঠানের নাম লিখ।
উত্তর : যুবকদের কল্যাণে কাজ করে যুব উন্নয়ন অধিদপ্তর।
যুব উন্নয়ন অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর : যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে।
জাতীয় যুব দিবস কত তারিখে?
উত্তর : জাতীয় যুব দিবস ১ নভেম্বর।
যুবকদের কল্যাণে কত সাল থেকে প্রশিক্ষণ কর্মসূচি চালু আছে?
উত্তর : ১৯৭৯-৮০ সাল থেকে প্রশিক্ষণ কর্মসূচি চালু আছে।
থানা যুব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান প্রকল্প কত সাল থেকে চালু আছে?
উত্তর : ১৯৮৭ সাল থেকে থানা যুব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান প্রকল্প চালু আছে।
কোন দুটি প্রতিষ্ঠান যুব উন্নয়নে অর্থায়ন দিয়ে থাকে-
উত্তর : জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা) এবং কোরীয় আন্তর্জাতিক সহযোগী সংস্থা (কোইকা)।
বাংলাদেশের যুবকদের সমস্যা সমাধানে প্রধান দুইটি উপায় লিখ।
উত্তর : সুষ্ঠু যুবনীতি প্রণয়ন ও কর্মংস্থানের ব্যবস্থা করা।
যুবকদের সমস্যা সমাধানে দক্ষ সমাজকর্মীর দুইটি ভূমিকা লিখ।
উত্তর : সুপ্ত প্রতিভার বিকাশ সাধনে সহায়তা করা ও যুব উন্নয়ন কার্যক্রমে সহায়তা করা।
বাংলাদেশে নারীদের সমস্যাগুলোর মধ্যে প্রধান তিনটি সমস্যার নাম লিখ।
উত্তর : নারীদের সমস্যার মধ্যে প্রধান তিনটি সমস্যা হলো পুষ্টিহীনতা, নিরক্ষরতা, নারী নির্যাতন।
বাংলাদেশে মোট জনসংখ্যার পুরুষ ও মহিলার অনুপাত কত?
উত্তর : পুরুষ ও মহিলার অনুপাত হলো ১০০.৩ঃ১০০।
মহিলা প্রতি উর্বরতার হার কত?
উত্তর : ২.১১%।
মহিলাদের গর্ভনিরোধের হার কত?
উত্তর : ৫৮.৪%।
মহিলাদের গড় আয়ুষ্কাল কত?
উত্তর : ৭০.৩।
মহিলাদের সাক্ষরতার হার কত?
উত্তর : ৫৪.৮ শতাংশ।
শ্রম শক্তির কত জন মহিলা শ্রমিক?
উত্তর : ১.৬২ কোটি।
নারীদের জন্য কাজ করে এমন দুটি প্রতিষ্ঠানের নাম লিখ।
উত্তর : মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা।
মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর : উভয়ই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে।
জাতীয় মহিলা সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়।
UNIFEM এর পূর্ণ রূপ কী?
উত্তর : United Nations Development Fund for Women.
UNIFEM কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭৬ সালে।
UNIFEM-এর সদর দপ্তর কোথায়?
উত্তর : নিউইয়র্ক।
সিডও কী?
উত্তর : নারী অধিকারের একটি দলিল।
CEWDAW পূর্ণরূপ কী?
উত্তর : Convention on the Elimination of All Forms of Discrimination Against Women.
সিডও দলিল কত সালে গৃহীত হয়?
উত্তর : ১৯৭৯ সালে।
বাংলাদেশে কত সালে সিডও অনুমোদন দেয়?
উত্তর : ৬ নভেম্বর ১৯৮৪ সালে।
বাংলাদেশে কত বছরের নিচে মহিলাদের বিয়ে দিলে বাল্য বিবাহ বলে গণ্য করা হয়?
উত্তর : ১৮ বছরের নিচে।
বাংলাদেশে গর্ভবতী মহিলাদের প্রধান সমস্যা কি?
উত্তর : রক্ত স্বল্পতা।
যৌতুক বিরোধ আইন কত সালে প্রণীত হয়?
উত্তর : ১৯৮০ সালে।
নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন কত সালে পাশ হয়?
উত্তর : ২০০৩ সালে।
নারীদের কল্যাণে দুইটি সামাজিক আইনের নাম লিখ।
উত্তর : যৌতুক বিরোধ আইন ১৯৮০ ও নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন ২০০৩।
বাংলাদেশে নারী সমস্যা সমাধানের দুইটি উপায় লিখ।
উত্তর : সুষ্ঠু নারী নীতি প্রণয়ন, উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্তকরণ।
সমাজে নারীদের সমস্যা সমাধানে সমাজকর্মীর দুইটি ভূমিকা লিখ।
উত্তর : নারীদের সচেতন করে তোলা, ২. কর্মসংস্থানের ব্যবস্থা করা।
প্রবীণ কারা?
উত্তর : সমাজের মানুষের বয়স যখন এক পর্যায়ে চলে যায়, সে বয়সে মানুষের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বাস্থ্যগত ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা, দুর্বলতা এবং একই সাথে শারীরিক ও মানসিক পরনির্ভরশীলতা সৃষ্টি হয় তখন ঐ অবস্থাকেই প্রবীণ বলা হয়।
প্রবীণদের সমস্যাগুলোর মধ্যে প্রধান দুইটি সমস্যার নাম লিখ।
উত্তর : ১. দারিদ্র্য ও অর্থনৈতিক নিরাপত্তাহীনতা ও ২. শারীরিক সমস্যা ও রোগব্যাধি।
প্রবীণদের সমস্যাগুলোর সমাধানের দুইটি উপায় লিখ?
উত্তর : ১. দারিদ্র্য ও অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করা ও ২. শারীরিক ও মানসিক সমস্যা দূর করা।
বয়স্ক ভাতা কত সাল থেকে দেওয়া হয়?
উত্তর : বয়স্ক ভাতা ১৯৯৭-৯৮ সাল থেকে দেওয়া হয়।

খ বিভাগ

প্রশ্ন।।১।। সামাজিক সমস্যা কাকে বলে?
প্রশ্ন।।২।। বাংলাদেশে শিশুদের সামাজিক সমস্যা কী কী?
প্রশ্ন।।৩।। শিশু কারা?
প্রশ্ন॥৪॥ বাংলাদেশের শিশুদের সমস্যাসমূহ কী কী?
প্রশ্ন।।৫।। বাংলাদেশের শিশুদের সমস্যা সমাধানের উপায়গুলো কী কী?
প্রশ্ন।।৬।। বাংলাদেশে যুব সংক্রান্ত সামাজিক সমস্যাগুলো আলোচনা কর।
প্রশ্ন॥৭॥ যুবক কারা?
প্রশ্ন।।৮।। বাংলাদেশের যুবকের সমস্যাসমূহ আলোচনা কর।
প্রশ্ন।।৯।। বাংলাদেশের যুবকের সমস্যা সমাধানের উপায়সমূহ আলোচনা কর।
প্রশ্ন।।১০।। বাংলাদেশের যুবকদের সমস্যা সমাধানে আলোচনা কর।
প্রশ্ন।।১১।। বাংলাদেশে নারী সম্পর্কিত সামাজিক সমস্যাগুলো আলোচনা কর।
প্রশ্ন।।১২।। বাংলাদেশে নারীদের প্রধান প্রধান সমস্যাসমূহ আলোচনা কর।
প্রশ্ন।।১৩॥ বাংলাদেশে নারীদের প্রধান প্রধান সমস্যা সমাধানের উপায় আলোচনা কর।
প্রশ্ন।।১৪।। বাংলাদেশে নারীদের সমস্যা সমাধানে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন।।১৫।। বাংলাদেশে প্রবীণদের সমস্যাগুলো আলোচনা কর।
প্রশ্ন।।১৬।। বাংলাদেশে প্রবীণদের সমস্যাসমূহ আলোচনা কর এবং এ সমস্যা কিভাবে সমাধান করা যায় তা ব্যাখ্যা কর।
প্রশ্ন।।১৭।। বাংলাদেশে প্রবীণদের সমস্যা সমাধানের উপায়সমূহ আলোচনা কর।
প্রশ্ন।।১৮।। বাংলাদেশে প্রবীণদের সমস্যার জন্য দায়ী কারণসমূহ আলোচনা কর।

গ বিভাগ

প্রশ্ন।।১।। সামাজিক সমস্যা কাকে বলে? বাংলাদেশে শিশু সংক্রান্ত সামাজিক সমস্যাগুলো আলোচনা কর।
প্রশ্ন।।২।। শিশু কারা? বাংলাদেশে শিশুদের সমস্যাসমূহ ও সমাধানের উপায় আলোচনা কর।
প্রশ্ন।।৩।। সামাজিক সমস্যা বলতে কি বুঝ? বাংলাদেশে যুব সংক্রান্ত সামাজিক সমস্যাগুলো আলোচনা কর।
প্রশ্ন।।৪।। যুবক কারা? বাংলাদেশের যুবকদের প্রধান সমস্যাগুলো ও যুবকদের সমস্যা সমাধানের উপায় আলোচনা কর।
প্রশ্ন।।৫।। বাংলাদেশের যুবকদের সমস্যা সমাধানে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন।।৬।। বাংলাদেশে নারীদের প্রধান সমস্যাসমূহ ও সমাধানের উপায় আলোচনা কর।
প্রশ্ন।।৭।। বাংলাদেশে নারীদের সমস্যা সমাধানে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন॥৮॥ সামাজিক সমস্যা কাকে বলে? বাংলাদেশে প্রবীণদের সমস্যাগুলো আলোচনা কর।
প্রশ্ন।।৯।। বাংলাদেশে প্রবীণদের সমস্যাসমূহ আলোচনা কর এবং এ সমস্যা কিভাবে সমাধান করা যায় তা ব্যাখ্যা কর।
প্রশ্ন।।১০।। বাংলাদেশে প্রবীণদের সমস্যার জন্য দায়ী কারণসমূহ আলোচনা কর।