উত্তরা৷ দুই বা ততোধিক চলকের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান তার গাণিতিক পরিমাণকে সহসম্পর্ক সহগ বলে। এটি একটি সিরিজকে বিশ্লেষণ করে না, বরং নমুনার দুটি চলকের মধ্যকার সম্পর্ক নিয়েই শুধু সহসম্পর্ক কাজ করে। একে “।” দ্বারা সূচিত করা হয়। এর মান- ১. হতে শুরু করে ১ এর মধ্যে সীমাবদ্ধ থাকে। তবে ‘o’ দ্বারা সহসম্পর্কের অনুপস্থিতিকে বুঝায় । সহসম্পর্ক সহগের কোন একক নেই। গোষ্ঠীর সহসম্পর্ক সহগকে p(রো) দ্বারা প্রকাশ করা হয় ।
সমাধান :
