বাংলাদেশের যুবকদের চাহিদাগুলো আলোচনা কর।

অথবা, যুবসমাজের চাহিদাগুলো বিস্তারিত আলোচনা কর।
অথবা, আমাদের দেশের যুবকদের চাহিদাগুলো কী কী?
অথবা, বাংলাদেশের যুবকদের চাহিদাগুলো সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, তোমার মতে আমাদের দেশে যুবকদের চাহিদাগুলো কী কী?
উত্তর৷ ভূমিকা : মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এছাড়াও মানুষ সামাজিক জীব বলে সমাজে বসবাস করে। সমাজে বসবাস ও জীবন নির্বাহ করতে হলেও নানাবিধ জিনিসের প্রয়োজন পড়ে। এসব প্রয়োজনগুলোকেই চাহিদা বলে। সব বয়সের সব মানুষের চাহিদা একরকম নয়। বয়সভেদে চাহিদাও ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। যুবকরাও মানুষ। যুবকদের জীবনধারণের জন্য তাই নানা রকম জিনিসের দরকার হয়। এসব জিনিসকেই যুবকদের চাহিদা বলে। বাংলাদেশের জনগণের এক বিরাট অংশ যুবক। তাই বাংলাদেশের যুবকদের নানাবিধ চাহিদা রয়েছে। তবে বাংলাদেশের যুবকদের চাহিদা সঠিকভাবে পূরণ হচ্ছে না।
বাংলাদেশে যুবকদের চাহিদা : বাংলাদেশের লোকসংখ্যা প্রায় ১৪ কোটি। এ ১৪ কোটি লোক সংখ্যার প্রায় এক তৃতীয়াংশ হল যুবক। যুবসমাজ হচ্ছে কর্মঠ, পরিশ্রমী ও প্রাণচঞ্চল। তাই যে কোন দেশের উন্নয়ন নির্ভর করে।
যুবশক্তির উপর। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের যুবসমাজ তাদের চাহিদা থেকে বঞ্চিত। ফলে তারা তাদের সঠিক ভূমিকা পালন করতে পারছে না। নিম্নে বাংলাদেশের যুবসমাজের চাহিদাগুলো আলোচনা করা হল :
১. কর্মসংস্থানের চাহিদা : বাংলাদেশের জনসংখ্যার বিরাট অংশ হচ্ছে যুবক। আর যুবকদের বিরাট অংশ আজ বেকার। কিন্তু যুবসমাজ বেকার থাকলে দেশের উন্নয়ন হবে না। বাংলাদেশের প্রায় ৩০ লক্ষ শিক্ষিত বেকার রয়েছে
বেকারত্বের এ সংখ্যাই যুবকদের কর্মসংস্থানের চাহিদার কথা বলে দেয়। তাই বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের চাহিদা রয়েছে।
২. বাসস্থানের চাহিদা: বাংলাদেশে বাসস্থানের সমস্যা অত্যন্ত প্রকট। এ সমস্যা হতে যুবসমাজ মুক্ত নয়। তাই বাংলাদেশের যুবকদের বাসস্থানের চাহিদা রয়েছে।
৩. খাদ্যের চাহিদা : যুবক বয়স হচ্ছে সবচেয়ে উপযুক্ত বয়স। এ সময় শরীরে প্রচুর শক্তি ও উদ্যম থাকে। তাই পরিশ্রম বেশি করা যায়। কিন্তু খাদ্য না খেলে পরিশ্রম করা যায় না। বাংলাদেশের যুবকরা উপযুক্ত খাদ্য পায় না। তাই তারা সঠিকভাবে পরিশ্রমও করতে পারে না।
৪. উপযুক্ত শিক্ষা লাভের চাহিদা : বাংলাদেশের বিপুল সংখ্যক যুবক আজ উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত। কর্মের সাথে অসংগতিপূর্ণ ও মান্দাতার আমলের শিক্ষা তাদের বেকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই যুগোপযোগী, কর্মমুখী ও জীবনমুখী শিক্ষা লাভের চাহিদা বাংলাদেশের যুবসমাজের রয়েছে।
৫. সামাজিক নিরাপত্তা লাভের চাহিদা : বাংলাদেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেই বললেই চলে। কিন্তু যুবকর বিভিন্ন দুর্যোগকালীন সময় ও অক্ষমতার জন্য সামাজিক নিরাপত্তা লাভের অধিকার রাখে।
৬. স্বকর্মসংস্থানের চাহিদা : বাংলাদেশের বিপুল সংখ্যক যুবক আজ বেকারত্বের অভিশাপে অভিশপ্ত।তাদের কর্মসংস্থানের সরকারি ও বেসরকারি উদ্যোগ তেমন নেই। কিন্তু যুবকরা কোথাও হতে সাহায্য সহযোগিতা নিয়ে স্বকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সে চাহিদা তাদের থাকলেও সুযোগের অভাব রয়েছে।
রয়েছে যুবকদের।
উপসংহার : উপরিউক্ত আলোচনা হতে একথা বলা যায় যে, বাংলাদেশ একটি উন্নয়নশীল ও সীমিত সম্পদের দেশ। অন্যদিকে, এদেশে শিক্ষিত অশিক্ষিত ও অর্ধশিক্ষিত যুবসমাজ রয়েছে মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ।সরকারের পক্ষে যুবসমাজের সব চাহিদা মিটানো সম্ভব হচ্ছে না। তাই যুবকদের সমস্যা সমাধানের জন্য বা তাদের
প্রয়োজনসমূহ পূরণের জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।