অথবা, উপাদানভিত্তিক নক্শার সংজ্ঞা দাও।
অথবা, উপাদানভিত্তিক নক্শা কী?
উত্তর।। ভূমিকা : বৈজ্ঞানিক গবেষণা পরিচালনায় নক্শা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণার মধ্যবর্তী সময়ে নকশা প্রণয়ন খুবই প্রয়োজন। এটি এমন এক ধরনের পরিকল্পনা কৌশল এবং সংগঠন যার মাধ্যমে গবেষণা প্রশ্নের উত্তর খুঁজে বের করা হয় এবং যা গবেষণার চলগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই পরীক্ষণের ধাপগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হলো নক্শা। সুতরাং নশার গুরুত্ব মনোবিজ্ঞানের অনস্বীকার্য।
উপাদানভিত্তিক নক্শা : একটি গবেষণা নকশায় মাত্র একটি নিরপেক্ষ চল থাকে। পরীক্ষণ পর্যায়ের এই নিরপেক্ষ বা স্বাধীন চলটিকে প্রয়োগ করা হয়। কিন্তু নিয়ন্ত্রিত পর্যায়ে কখনও তা প্রয়োগ করা যায় না। পরীক্ষণ পর্যায়ে একটি মাত্র স্বাধীন চলের প্রভাব পরিমাপ করার জন্য একটিমাত্র পরীক্ষণ পরিচালনা করা হয়। কিন্তু যখন কোন পরীক্ষণে একই সাথে একের অধিক স্বাধীন চলের প্রয়োগ ও তাদের প্রভাব নিয়ে কাজ করা হয় তখন এক বিশেষ ধরনের নক্শা ব্যবহার করা হয়ে থাকে। এই বিশেষ ধরনের নক্শাকে বলা হয় উপাদানভিত্তিক নকশা।
একটি পরীক্ষণে একাধিক অনির্ভরশীল চল এবং বিভিন্ন চলের একাধিক মাত্রা বা মূল্যমানের প্রভাব সম্পর্কে গবেষণা করার চেয়ে উপযোগী নক্শা হলো উপাদানভিত্তিক নক্শা। এ নক্শায় একাধিক নিরপেক্ষ চলকে একই সাথে ব্যবহার করা যায়। এই নক্শায় দুটি নিরপেক্ষ চল থাকে, যা একই সাথে ব্যবহার করা হয়। এই দুটি নিরপেক্ষ চলের আবার দুটি করে মান ধরে নেয়া যাক। এখানে ৪টি (২ × ২) পরীক্ষণ দলের ব্যবহার থাকা উচিত। ফলে এর দ্বারা দুটি চলের সবকটি মানকে ব্যবহার করা সম্ভব হবে। প্রতিটি চলের জন্য প্রতিটি মানকে একটি করে সংমিশ্রণ বলে। প্রত্যেকটি সংমিশ্রণই হচ্ছে এক একটি উপাদান। প্রত্যেকটি উপাদানের উপর একটি করে “মৌলিক পরীক্ষণ” প্রয়োগ করা হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রথম ও চতুর্থ উপাদানে যথাক্রমে “প্রথম চলে প্রথম মান” এবং “দ্বিতীয় চলে দ্বিতীয় মান” থাকে। অপরদিকে দ্বিতীয় ও তৃতীয় উপাদানে যথাক্রমে “দ্বিতীয় চলে প্রথম মান” এবং “প্রথম চলে দ্বিতীয় মান” থকে। তাই একটি মাত্র পরীক্ষণে একাধিক অনির্ভরশীল চল এবং বিভিন্ন চলের একাধিক মাত্রা যা মূল্যামানের প্রভাব সম্পর্কে গবেষণা করার সবচেয়ে উপযোগী নক্শা হলো উপাদানভিত্তিক নক্শা। সুতরাং উপাদানভিত্তিক নক্শার গুরুত্ব মনোবিজ্ঞানে অনস্বীকার্য।


