অথবা, একটি ভালো নক্শার বৈশিষ্ট্যগুলো কী?
অথবা, একটি ভালো গবেষণা নকশার বৈশিষ্ট্যগুলো কী কী?
উত্তর৷ ভূমিকা। যে কোন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করার জন্য নকশা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নকশা ব্যতীত গবেষণা পরিচালনা করা খুবই কষ্টসাধ্য। গবেষণা করার পূর্বশর্ত হিসেবে নক্শা প্রণয়ন এবং তার যথাযথ ব্যবহার করা খুবই প্রয়োজন। যখন একটি সমস্যাকে ঘিরে কোন গবেষণার প্রয়োজন দেখা দেয় তখন সেই গবেষণা কমিটি কতকগুলো ধাপ অতিক্রম করে। এই ধাপগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো নক্শা।
ভাল নক্শার বৈশিষ্ট্য নিম্নে একটি ভালো নক্শার বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো :
১. ভালো নক্শাকে প্রত্যক্ষ করলে অতি সহজেই নিরপেক্ষ ও সাপেক্ষ চলের অবস্থান ও অস্তিত্ব বুঝা যাবে। এছাড়া ক্ষতিকর চল হিসেবে পরিচিত বাহ্যিক চল ও অভ্যন্তরীণ চলের নিয়ন্ত্রণ কৌশলও সহজইে চোখে পড়বে।
২. একটি ভালো নক্শার চেহারা অবশ্যই ছকের মতো হতে হবে। সাধারণ ভাষায় বর্ণনামূলক কোন অংশ নকশায় থাকা বাঞ্ছনীয় নয়। কারণ এখানে অতি সংক্ষেপে ভাষায় ব্যবহার করা হয়।
৩. একটি ভালো নক্শা ব্যবহার করে গবেষণা পরিচালনা করার ক্ষেত্রে গবেষণায় অংশগ্রহণকারী পরীক্ষক সম্পর্কেও নক্শায় প্রয়োজনীয় তথ্য থাকা আবশ্যক।
৪. নক্শার প্রত্যাশিত রূপটি এমন হতে হবে যাতে করে অনুসন্ধানে প্রাপ্ত উপাত্তগুলোকে নকশা অনুযায়ী বিশ্লেষণ করে ফলাফল তৈরি করা সম্ভব হয়।
৫. একটি ভালো নক্শা এমন হবে যাতে সমস্ত গবেষণা কর্মটি সংক্ষিপ্তাকারে উপস্থাপিত হয়। ফলে গবেষণাটি পরিচালিত হবে নশাকে ঘিরে।
৬. একটি ভালো নক্শা এমন হবে যাতে গবেষণায় উদ্দেশ্য ও লক্ষ্য যথাযথভাবে পূরণ হবার সম্ভাবনা থাকে।
৭. একটি ভালো নক্শা এমন হতে হবে যাতে গবেষণার প্রকল্পটি ধনাত্মক বা ঋণাত্মকভাবে প্রমাণ করা সুযোগ থাকে।
৮. ভালো নক্শার বড় বৈশিষ্ট্য হলো এর ভুল ও পদ্ধতিগত ভুল। ভালো নক্শা এমন হতে হবে যাতে এ ধরনের ভুল হবার সম্ভাবনা না থাকে।
উপসংহার: একটি কার্যকরী গবেষণা পরিচালনার জন্য একটি ভালো নক্শার খুবই প্রয়োজন। তাই একটি সার্থক গবেষণা করতে হলে ভালো নকশার পাশাপাশি একটি ভালো গবেষণা পদ্ধতির সামঞ্জস্য থাকা দরকার। সুতরাং মনোবিজ্ঞানের গবেষণাতে ভালো নক্শা ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।


