প্রকল্পের কার্যাবলি লিখ।

অথবা, প্রকল্পের কাজগুলো লিখ।
অথবা, প্রকল্পের কাজগুলো কী কী?
অথবা, প্রকল্পের কাজগুলো উল্লেখ কর।
অথবা, প্রকল্পের কার্যাবলি কী কী?
উত্তর।। ভূমিকা : বৈজ্ঞানিক গবেষণায় পরীক্ষণ পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে প্রকল্পের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।মনোবিজ্ঞান ও সামাজিক গবেষণায় ও প্রকল্পের ব্যবহার অতি ব্যাপক। অর্থাৎ যে কোন বিষয়বস্তু নিয়ে বৈজ্ঞানিক গবেষণা
করতে হলে কতকগুলো বিধিবদ্ধ বৈজ্ঞানিক নিয়ম মেনে চলতে হয়। কেননা বৈজ্ঞানিক গবেষণাকে সার্বজনীনভাবে বোধগম্য করার জন্য এসব নিয়মকানুনের বিকল্প নেই। এসব নিয়মকানুনের মধ্যে অন্যতম হচ্ছে প্রকল্পের ব্যবহার।
প্রকল্পের কার্যাবলি : মনোবিজ্ঞানের ক্ষেত্রে প্রকল্পের কার্যাবলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নে প্রকল্পের কার্যাবলি আলোচনা করা হলো :
১. প্রকল্পের গতিশীলতা : প্রকল্পের একটি অন্যতম প্রধান কাজ হচ্ছে গতিশীলতা। গতিশীলতা গুণটি প্রকল্পের মধ্যে যত বেশি কার্যকরী থাকে ততই গবেষণা পরিচালনা করা খুবই সহজ হয়। প্রকল্প গবেষণাকে গতিশীলতা দান করে।
২. প্রকল্পের ঘনীভূতকরণ : গবেষকরা যখন গবেষণা শুরু করেন তখনই তাদের ধারণায় প্রকল্প উদিত হয়। গবেষকরা যখন কোন পরীক্ষণ পরিচালনা করেন তখন তাদের চিন্তায় বিভিন্ন প্রকারের গবেষণার ধারণা জন্ম নেয়। এ ধারণা থেকেই গবেষকরা এক বা একাধিক প্রকল্প প্রণয়ন করেন।
৩. প্রকল্প নকশা গঠনে কাজ করে : পরীক্ষণের নকশা গঠন করতে যে সমস্ত কাজ করে তাদের মধ্যে প্রকল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্প হচ্ছে এমন একটি অবস্থা যার উপর ভিত্তি করে চলের গঠন ও নকশা প্রণয়ন করা হয়।
৪. প্রকল্প চল গঠনে সহায়ক : চল গঠনে প্রকল্প খুবই সহায়ক ভূমিকা পালন করে থাকে। কোন পরীক্ষণের চল গঠন প্রক্রিয়া প্রকল্পের উপর নির্ভর করে। একটি ভালো প্রকল্পের মধ্যে চলের অবস্থান খুব সহজেই অনুমিত হয়।
৫. প্রকল্প ফলাফল বিশ্লেষণে সহায়ক : ফলাফল বিশ্লেষণে সহায়ক ভূমিকা পালন করে প্রকল্প, কোন পরীক্ষণ পরিচালনা করার পর প্রাপ্ত উপাত্তগুলো বিশ্লেষণ করতে হয়। এ বিশ্লেষণে জ্যামিতিক, গাণিতিক ও যৌক্তিক পদ্ধতি ব্যবহার
করা হয়।
৬. প্রকল্প ও সিদ্ধান্ত গ্রহণ প্রকল্প ও সিদ্ধান্ত গ্রহণ প্রকল্পের অন্যতম কাজ। কোন পরীক্ষণের ফলাফল বিশ্লেষণের ধাপটি হলো সিদ্ধান্ত গ্রহণ।
৭. প্রকল্পের ভবিষ্যৎ প্রবণতা : একটি ভালো প্রকল্পের উপর ভিত্তি করে পরীক্ষণ পরিচালনা করা হয়ে থাকে। এই গবেষণা পরিচালনায় নতুন নতুন প্রকল্প তৈরি করা হয়ে থাকে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পরীক্ষণ পরিচালনায় বৈজ্ঞানিক প্রকল্পের অগ্রণী ভূমিকা রয়েছে।পরীক্ষণ পরিচালনার ক্ষেত্রে প্রকল্প হৃৎপিণ্ডের মতো কাজ করে। সুতরাং প্রকল্পের কার্যাবলির গুরুত্ব মনোবিজ্ঞানে অনস্বীকার্য।