প্রকল্পের ব্যবহারিক সমস্যা বলতে কী বুঝ?

অথবা, প্রকল্পের ব্যবহারিক সমস্যার সংজ্ঞা দাও।
অথবা, প্রকল্পের ব্যবহারিক সমস্যা কী?
অথবা, প্রকল্পের ব্যবহারিক সমস্যা কাকে বলে?
অথবা, প্রকল্পের ব্যবহারিক সমস্যা সম্পর্কে ধারণা দাও।
উত্তর৷ ভূমিকা : একটি বৈজ্ঞানিক অনুসন্ধানে শুরু হয় একটি সমাধানযোগ্য সমস্যা দিয়ে। সমস্যা স্থির করার পর তার সমাধানের জন্য একজন মনোবিজ্ঞানী পরীক্ষণ বা গবেষণা করার উদ্যোগ নেন। কিন্তু পরীক্ষণটির রূপরেখা কি হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য প্রথমে সমস্যার একটি সম্ভাব্য সমাধান কল্পনা করে নিতে হয়। এ কল্পিত বা অনুমোদিত সমাধানই হচ্ছে Hypothesis বা প্রকল্প। আর তাই প্রকল্পকে প্রাথমিক ধারণা বা সাময়িক আন্দাজ বলা যায়, যা একটি পরীক্ষণের দ্বিতীয় ধাপ।
প্রকল্পের ব্যবহারিক সমস্যা: আমাদের ব্যবহারিক জীবনে বাস্তবক্ষেত্রে কাজ করতে গিয়ে যখন আমরা সমস্যার সম্মুখীন হই এবং তখনই প্রকল্প পেতে পারি। যেমন- কোন অফিসের কর্মকর্তা লক্ষ্য করলেন তার অফিসের কর্মচারীরা কাজের প্রতি অমনোযোগী। তখন তিনি প্রকল্প গঠন করলেন যে, একঘেয়েমির জন্য তারা কাজে আগ্রহ হারাচ্ছে। তখন তিনি কাজের মাঝে কিছু বিনোদনের বা বিশ্রামের ব্যবস্থা করলেন।
উপসংহার : মনোবিজ্ঞানের ক্ষেত্রে প্রকল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানের গবেষণাকে সঠিক এবং তথ্যবহুল করার জন্য প্রকল্প গ্রহণ এবং কার্যকরীকরণে যত্নবান হওয়া উচিত। তাই প্রকল্পের উৎস হিসেবে ব্যবহারিক
সমস্যার গুরুত্ব অপরিসীম।