অথবা, অনপেক্ষ ও আপেক্ষ বিস্তার পরিমাপের বৈসাদৃশ্যসমূহ তুলে ধর।
অথবা, অনপেক্ষ ও আপেক্ষ বিস্তার পরিমাপের পার্থক্যসমূহ উল্লেখ কর।
উত্তর৷ ভূমিকা : কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বা মধ্যক মানসমূহ নিবেশনের অন্তর্ভুক্ত উপাত্তসমূহের অবস্থান সম্পর্কে ধারণা দেয় কিন্তু উপাত্ত বা তথ্যসমূহ কেন্দ্রীয় মান থেকে কতদূর বা নিকটে অবস্থান করে তা জানা যায় না । এই বিস্তার পরিমাপসমূহ আমাদের দূরত্বের পরিমাপ সম্পর্কে ধারণা দেয় এবং মধ্যকসমূহের প্রতিনিধিত্ব সম্বন্ধে জানতে সহায়তা করে।
অনপেক্ষ ও আপেক্ষিক বিস্তার পরিমাপের পার্থক্য : অনপেক্ষ ও আপেক্ষিক বিস্তার পরিমাপের মধ্যে কতিপয় ক্ষেত্রে সামঞ্জস্যতা থাকলেও বেশকিছু ক্ষেত্রে এদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। নিম্নে ছকে প্রধান পার্থক্যগুলো দেওয়া হলো
উপসংহার: পরিশেষে বলা যায়, বিস্তার পরিমাণ দুই প্রকার। একটি অনপেক্ষ আর একটি আপেক্ষিক এ দুটোর মধ্যে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। তবে বিস্তার পরিমাপের ক্ষেত্রে দুটোই গুরুত্বপূর্ণ।