অথবা, পূর্ববর্তী ও পরবর্তী পরীক্ষণ কাকে বলে?
অথবা, পূর্ববর্তী ও পরবর্তী পরীক্ষণ সংজ্ঞা দাও।
অথবা, পূর্ববর্তী ও পরবর্তী পরীক্ষণ কী?
উত্তর৷ ভূমিকা : প্রত্যেক বিজ্ঞানেই নিজস্ব বিষয়বস্তুর আঙ্গিকে তার অনুধ্যান বা গবেষণা পদ্ধতি নির্ভর করে।মনোবিজ্ঞান মানুষের আচরণ নিয়ে কাজ করে এবং এ আচরণের ধরনে রয়েছে ব্যাপকতা। তাই মনোবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিসমূহেও রয়েছে ভিন্নতা ও ব্যাপকতা। এক্ষেত্রে কেবল একটি মাত্র পদ্ধতি ব্যবহার করে অনুধ্যান পরিচালনা সম্ভব নয়। এছাড়াও নতুন নতুন গবেষণা পদ্ধতির অনুসন্ধান ও তার প্রয়োগে মনোবিজ্ঞানীগণ সর্বদা সচেষ্ট।
পূর্ববর্তী ও পরবর্তী পরীক্ষণ : বৈজ্ঞানিক পরীক্ষণে পরীক্ষণ বিষয়কে প্রথমে নির্ভরশীল চলকের আওতায় নিয়ে আসা হয় এবং পুনরায় নির্ভরশীল চলকের দৃষ্টিতে পরিমাপ করা হয়। নির্ভরশীল চলকের দৃষ্টিতে এরূপ প্রথম ও পরবর্তী
পরিমাপের পার্থক্যকে স্বাধীন চলকের প্রভাব হিসেবে উল্লেখ করা হয়। অবশ্য সামাজিক প্রেক্ষাপটে এ ধরনের পূর্ব ও পরবর্তী পরিমাপের পার্থক্যকে স্বাধীন চলকের একক প্রভাব হিসেবে চূড়ান্তভাবে উল্লেখ করা সঠিক নয়। বরঞ্চ এটি একটি সাধারণ সমস্যা। কেননা স্বাধীন চলকের তৎপরতা ছাড়াও বিভিন্ন সামাজিক উপাদানের প্রভাব ঐ পার্থক্যের মধ্যে আসতে পারে।
উদাহরণ : গবেষণার বিষয় : “আর্থিক উৎসাহ সক্ষম দম্পতিদেরকে অধিক মাত্রায় জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে উৎসাহিত করে।”
সুতরাং এ গবেষণায় আর্থিক উৎসাহ হচ্ছে স্বাধীন চলক ও জন্মনিয়ন্ত্রণ হচ্ছে অধীন চলক।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পরীক্ষণকে অনেক সময় ‘Controlled laboratory study’ হিসেবেও উল্লেখ করা হয়। ‘নিয়ন্ত্রণ’ হচ্ছে পরীক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বড় বিবেচ্য এবং এ নিয়ন্ত্রণ হতে হবে অবশ্যই পরিকল্পিতভাবে। তাই পরীক্ষণের উপাদানগুলোর গুরুত্ব মনোবিজ্ঞানে অপরিহার্য।


