অথবা, বৈজ্ঞানিক পদ্ধতি কাকে বলে?
অথবা, বৈজ্ঞানিক পদ্ধতি সংজ্ঞা দাও।
অথবা, বৈজ্ঞানিক পদ্ধতি কী?
অথবা, বৈজ্ঞানিক পদ্ধতির নীতিমালাগুলো উল্লেখ কর।
উত্তর৷ ভূমিকা : প্রত্যেক বিজ্ঞানেই নিজস্ব বিষয়বস্তুর আঙ্গিকে তার অনুধ্যান বা গবেষণা পদ্ধতি নির্ভর করে।মনোবিজ্ঞান মানুষের আচরণ নিয়ে কাজ করে এবং এ আচরণের ধরনে রয়েছে ব্যাপকতা। তাই মনোবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিসমূহেও রয়েছে ভিন্নতা ও ব্যাপকতা। এক্ষেত্রে কেবল একটি মাত্র পদ্ধতি ব্যবহার করে অনুধ্যান পরিচালনা সম্ভব নয়। এছাড়াও নতুন নতুন গবেষণা পদ্ধতির অনুসন্ধান ও তাঁর প্রয়োগে মনোবিজ্ঞানীগণ সর্বদা সচেষ্ট।
বৈজ্ঞানিক পদ্ধতি : বৈজ্ঞানিক পদ্ধতি বলতে সেইসব কলাকৌশলকেই বুঝায় যেগুলোর দ্বারা বিজ্ঞানীগণ প্রাকৃতিক ঘটনাবলি থেকে তথ্য সংগ্রহ করে। অন্য কথায় বলা যায় যে, বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার করে ঘটনাবলির সত্যাসত্য জানা
যায়। বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে আলোকপাত করতে গিয়ে প্রখ্যাত গবেষক এন্ডারসন (Barry F. Anderson, 1966)
কতগুলো নীতিমালা প্রণয়ন করেছেন। যথা :
১. কার্যকরী সংজ্ঞা : বৈজ্ঞানিক পদ্ধতিতে কোন ঘটনা সম্পর্কে জ্ঞান অর্জন করার পূর্বে উক্ত ঘটনার একটি কার্যকরী সংজ্ঞা প্রদান করা হয়। এই কার্যকরী সংজ্ঞা প্রদান করা বিজ্ঞানেরই একটি গুরুত্বপূর্ণ ও প্রাথমিক ধাপ। এই সংজ্ঞাটি
এমনভাবে প্রদান করা হয় যা মূলত বিতর্কহীনভাবে বস্তুনিষ্ট থাকে।
২. সাধারণীকরণ : ঘটনার বিশেষ কোন অংশকে বিশেষভাবে বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করার পাশাপাশি সমস্ত ঘটনাটিকে একত্রেই বিচার করা হয়। সার্বিকতার বিচারে ঘটনাকে পর্যবেক্ষণ করার বিষয়ই হচ্ছে সাধারণীকরণ।
৩. নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ : বৈজ্ঞানিক পদ্ধতির অন্যতম একটি নীতি হলো নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ। তাই বৈজ্ঞানিক গবেষণায় যখন কোন বিশেষ ঘটনা বা বস্তুকে পর্যবেক্ষণ করা হয় তখন সেই ঘটনাটিকে একটি বিশেষ নিয়ম বা অবস্থার অধিনে নিয়ন্ত্রণে রাখা হয়।
৪. পর্যবেক্ষণের পুনরাবৃত্তি : নিয়ন্ত্রিত পর্যবেক্ষণের পুনরাবৃত্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোন একটি ঘটনার উপর পরিচালিত নিয়ন্ত্রিত পর্যবেক্ষণকে বারবার পুনরাবৃত্তি করার মাধ্যমে প্রাপ্ত ফলাফলগুলোর মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য যাচাই করে দেখা হয়।
৫. নিশ্চিতকরণ : বৈজ্ঞানিক পদ্ধতির আর একটি নীতি হলো এর ফলাফলগুলোর উপর আস্থা স্থাপন করা। বৈজ্ঞানিক জ্ঞানের নিশ্চিতকরণ না থাকলে তা গ্রহণযোগ্যতা পায় না।
৬. সঙ্গতিবিধান : নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ, পরীক্ষণ বা অন্য কোন গবেষণা পদ্ধতি ব্যবহার করার ক্ষেত্রে আর একটি বৈজ্ঞানিক নীতি মেনে চলতে হয়। তাই বৈজ্ঞানিক পদ্ধতির অন্যতম নীতি হলো সঙ্গতিবিধান।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পরীক্ষণ পদ্ধতি ও বৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্ব মনোবিজ্ঞানে অনস্বীকার্য। তাই বেজ্ঞানিক তাদের বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে উপরের নীতিমালাগুলো মেনে চলার চেষ্টা করেন। সুতরাং উভয়ের গুরুত্ব
মনোবিজ্ঞানে অপরিহার্য।


