তৃতীয় অধ্যায়,পরীক্ষণ

ক বিভাগ

পরীক্ষণ কী?
উত্তর : নিয়ন্ত্রিত পরিবেশে কোন ঘটনা পর্যবেক্ষণ করা হলে তাকে বলা হয় পরীক্ষণ।
পরীক্ষণ পদ্ধতি কী?
উত্তর : কোন বিশেষ উদ্দেশ্যে পরিচালিত হয়ে নিয়ন্ত্রণাধীন অবস্থায় কোন মানসিক প্রক্রিয়াকে নিরীক্ষণ করার যে প্রণালি তাকে পরীক্ষণ পদ্ধতি বলে।
কোন পদ্ধতিকে বেশি বৈজ্ঞানিক পদ্ধতি বলে মনে করা হয়?
উত্তর : পরীক্ষণ পদ্ধতিকে বেশি বৈজ্ঞানিক পদ্ধতি বলে মনে করা হয়।
মনোবিজ্ঞানীরা কোন পদ্ধতিকে সবচেয়ে বেশি ব্যবহার করেন?
উত্তর : মনোবিজ্ঞানীরা পরীক্ষণ পদ্ধতিকে সবচেয়ে বেশি ব্যবহার করেন।
পরীক্ষণ পদ্ধতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য কী?
উত্তর : পরীক্ষণ পদ্ধতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো নিয়ন্ত্রণ।
কোন পদ্ধতিতে সংশ্লিষ্ট ঘটনাবলিকে ইচ্ছামতো পরিবর্তন করা যায়?
উত্তর : পরীক্ষণ পদ্ধতিতে সংশ্লিষ্ট ঘটনাবলিকে ইচ্ছামতো পরিবর্তন করা যায়।
মনোবিজ্ঞানীর গবেষণার বিষয়বস্তু কী?
উত্তর : মনোবিজ্ঞানীর গবেষণার বিষয়বস্তু হলো প্রাণী এবং মানুষের আচরণ।
নিয়ন্ত্রণ অর্থ কী?
উত্তর : নিয়ন্ত্রণ অর্থ হলো কোন শর্ত বা অবস্থাকে প্রয়োজন অনুসারে বাড়ানো, কমানো উপস্থিত করা বা অনুপস্থিত রাখা।
পরীক্ষণে কয়টি শর্ত বা চল থাকে?
উত্তর : পরীক্ষণে তিনটি শর্ত বা চল থাকে।
পরীক্ষণে শর্ত বা চল তিনটি কী কী?
উত্তর : পরীক্ষণে শর্ত বা চল তিনটি হলো- ১. অনির্ভরশীল শর্ত বা চল, ২. নির্ভরশীল শর্ত বা চল ও ৩. নিয়ন্ত্রিত শর্ত বা চল।
পরীক্ষণ পদ্ধতির মূল লক্ষ্য কী ছিল?
উত্তর : পরীক্ষণ পদ্ধতির মূল লক্ষ্য ছিল বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানকে প্রতিষ্ঠা করা।
অনির্ভরশীল শর্ত বা চল কী?
উত্তর : গবেষক প্রাণীর আচরণের উপর যেসব চলের প্রভাব লক্ষ্য করেন সেসব চলকে বলা হয় অনির্ভরশীল শর্ত বা চল।
নির্ভরশীল শর্ত বা চল কী?
উত্তর : নির্ভরশীল চলের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রাণীর আচরণে যেসব পরিবর্তন ঘটে সেগুলোকে বলা হয় নির্ভরশীল শর্ত বা চল।
নিয়ন্ত্রিত শর্ত বা চল কী?
উত্তর : যেসব বাহ্যিক চল এর প্রভাব থেকে নির্ভরশীলকে অর্থাৎ পর্যবেক্ষনীয় আচরণকে মুক্ত রাখা হয় সেগুলোকে বলা হয় নিয়ন্ত্রিত শর্ত বা চল।
পরীক্ষণের সাফল্য নির্ভর করে কিসের উপর?
উত্তর : পরীক্ষণের সাফল্য নির্ভর করে বাহ্যিক শর্তাবলিকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণের উপর।
পরীক্ষণ পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা কী?
উত্তর : পরীক্ষণ পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এই যে, এতে পর্যবেক্ষণীয় ঘটনার উপর পরীক্ষকের নিয়ন্ত্রণ থাকে এবং সংশ্লিষ্ট চলসমূহকে পরিমাপ করা যায়।
পরীক্ষণে নিয়ন্ত্রণের উদ্দেশ্য কী?
উত্তর : পরীক্ষণে নিয়ন্ত্রণের উদ্দেশ্য হলো বিভিন্ন চলের প্রভাব পৃথকভাবে পরিমাপ করা।
বাহ্যিক চলকে নিয়ন্ত্রণ করার কৌশল কী?
উত্তর : বাহ্যিক চলকে নিয়ন্ত্রণ করার কৌশল হলো পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দল ব্যবহার করা।
পরীক্ষণ দল কী?
উত্তর : যে দলে শিশুদের অনুশীলন করতে দেয়া হয় সে দলকে বলা হয় পরীক্ষণ দল ।
নিয়ন্ত্রিত দল কী?
উত্তর : যে দলে শিশুদের অনুশীলন অনুপস্থিত থাকে সে দলকে বলা হয় নিয়ন্ত্রিত দল।
পরীক্ষণের দ্বিতীয় বৈশিষ্ট্য কোনটি?
উত্তর : পরীক্ষণের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো পুনরাবৃত্তি।
কিসের সাহায্যে প্রাপ্ত তথ্য নির্ভুল, মার্জিত বা সংক্ষিপ্ত?
উত্তর : পরীক্ষণের সাহায্যে প্রাপ্ত তথ্য নির্ভুল, মার্জিত বা সংক্ষিপ্ত।
পরীক্ষণ প্রধানত কত প্রকার ও কী কী?
উত্তর : পরীক্ষণ প্রধানত দুই প্রকার। যথা: ১. অনুসন্ধানমূলক পরীক্ষণ ও ২. নিশ্চিতমূলক পরীক্ষণ।
পরীক্ষণের উদ্দেশ্য কী?
উত্তর : পরীক্ষণের উদ্দেশ্য হলো সমস্যার সমাধান।
অনুসন্ধানমূলক পরীক্ষণ কী?
উত্তর : যে সমস্যা নিয়ে কাজ করা হয় সে সমস্যার কোন বিষয় বা তথ্য যদি অজানা থাকে তাহলে তা পূরণ বা জানার জন্য যে পরীক্ষণ করা হয় তাকে অনুসন্ধানমূলক পরীক্ষণ বলে।
নিশ্চিতমূলক পরীক্ষণ কী?
উত্তর : যে সমস্যা সমাধানের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়, সে প্রকল্পের সত্যতা যাচাই করার জন্য যে পরীক্ষা করা হয় তাকে নিশ্চিতমূলক পরীক্ষণমূলক পরীক্ষণ বলা হয়।
পরীক্ষণ দুটির মূল উদ্দেশ্য কী?
উত্তর : পরীক্ষণ দুটির মূল উদ্দেশ্য হলো কোন নির্দিষ্ট একটি সিদ্ধান্তে উপনীত হওয়া।
প্রকৃতি অনুযায়ী পরীক্ষণ কত প্রকার ও কী কী?
উত্তর : প্রকৃতি অনুযায়ী পরীক্ষণ তিন প্রকার। যথা : ১. সংকটতারণধর্মী পরীক্ষণ, ২. সূচনাধর্মী পরীক্ষণ, ৩. প্রাকৃতিক পরীক্ষণ।
সংকটতারণধর্মী পরীক্ষণ কী?
উত্তর : কোন সমস্যা সমাধানের জন্য একাধিক প্রকল্প প্রণয়ন করতে হয়। এদের মধ্যে একটি সত্য এবং অন্যগুলো মিথ্যা বলে প্রমাণিত হয়। এ ধরনের পরীক্ষণকে সংকটতারণধর্মী পরীক্ষণ বলে।
সূচনাধর্মী পরীক্ষণ কী?
উত্তর : কোন বৃহত্তর পরীক্ষণের আগে বৃহত্তর পরীক্ষণের উদ্দেশ্যকে সামনে রেখে যেসব ছোট ছোট পরীক্ষণ পরিচালনা করা হয় তাকে সূচনাধর্মী পরীক্ষণ বলা হয়।
প্রাকৃতিক পরীক্ষণ কী?
উত্তর : প্রাকৃতিক পরিবেশে যে পরীক্ষণ করা হয় তাকে প্রাকৃতিক পরীক্ষণ বলা হয়।
পরীক্ষণ সম্পর্কে মনোবিজ্ঞানী Anderson এর সংজ্ঞাটি লিখ।
উত্তর : মনোবিজ্ঞানী Anderson এর মতে, “পরীক্ষণ হলো এমন একটি অবস্থা যেখানে কেউ দুটি চলের সম্পর্ক নির্ণয়ের জন্য একটির মধ্যে ইচ্ছাকৃত পরিবর্তন এনে দেখেন এর ফলে অন্যটির মধ্যে কোন পরিবর্তন সাধিত হয় কি না।”
মনোবিজ্ঞানী বেস্ট এর মতে, পরীক্ষণ কী?
উত্তর : মনোবিজ্ঞানী বেস্ট এর মতে, “পরীক্ষণ হলো বৈজ্ঞানিক গবেষণাগারে ব্যবহৃত একটি বিশুদ্ধ পদ্ধতি যার দ্বারা
উপাদানসমূহ ইচ্ছামতো পরিবর্তন করা যায় এবং পর্যবেক্ষণকৃত ফলাফল নিয়ন্ত্রণ করা যায়।
আধুনিক বিজ্ঞানে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি?
উত্তর : আধুনিক বিজ্ঞানে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হলো পরীক্ষণ পদ্ধতি।
বৈজ্ঞানিক পদ্ধতি কতকগুলো নীতির উপর প্রতিষ্ঠিত?
উত্তর : বৈজ্ঞানিক পদ্ধতি ৫টি নীতির উপর প্রতিষ্ঠিত।
বৈজ্ঞানিক নীতিগুলো কী কী?
উত্তর : বৈজ্ঞানিক নীতিগুলো হলো- ১. কার্যকরী সংজ্ঞা প্রদান, ২. পুনঃপুন পর্যবেক্ষণ, ৩. নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ, ৪.
সামান্যীকরণ ও ৫. যথার্থতা প্রতিপাদন।
মনোবিজ্ঞান কোন পদ্ধতি অনুসরণ করে?
উত্তর : মনোবিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে।
বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কী?
উত্তর : বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলতে বুঝায় নতুন নতুন বিষয়কে গ্রহণ করার প্রবণতা।
আধুনিক মনোবিজ্ঞানের নতুন ধারার নাম কী?
উত্তর : আধুনিক মনোবিজ্ঞানের নতুন ধারার নাম হলো জ্ঞানীয় দৃষ্টিভঙ্গি।
“পরীক্ষণ হলো একটি গবেষণা পদ্ধতি যেখানে অনুসন্ধানকারী কতকগুলো নির্দিষ্ট চল প্রয়োগ করেন এবং অন্যান্য
চলের উপর তাদের প্রভাব পরিমাপ করেন।” – সংজ্ঞাটি কার?
উত্তর : পরীক্ষণ হলো একটি গবেষণা পদ্ধতি যেখানে অনুসন্ধানকারী কতকগুলো নির্দিষ্ট চল প্রয়োগ করেন এবং অন্যান্য চলের উপর তাদের প্রভাব পরিমাপ করেন।” – সংজ্ঞাটি David W. Gerbing এর।

খ বিভাগ

প্রশ্ন।।১।। পরীক্ষণ পদ্ধতি বলতে কী বুঝ?
প্রশ্ন।।২।। পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ লিখ।
প্রশ্ন।।৩॥ পরীক্ষণ পদ্ধতির সুবিধাগুলো লিখ।
প্রশ্ন॥৪॥ পরীক্ষণ পদ্ধতির অসুবিধাগুলো লিখ।
প্রশ্ন।।৫।। পরীক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো লিখ।
প্রশ্ন।।৬।। পরীক্ষণ পদ্ধতির প্রকারভেদ লিখ।
প্রশ্ন॥৭॥ অনুসন্ধানমূলক পরীক্ষণ বলতে কী বুঝ?
প্রশ্ন॥৮॥ নিশ্চিতমূলক পরীক্ষণ বলতে কী বুঝ?
প্রশ্ন।।৯।। সংকটতারণধর্মী ও সূচনাধর্মী পরীক্ষণ বলতে কী বুঝ?
প্রশ্ন।।১০।। বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কী বুঝ?
প্রশ্ন৷।১১।। পরীক্ষণের উপাদানগুলো লিখ।
প্রশ্ন।।১২।। পূর্ববর্তী ও পরবর্তী পরীক্ষণ বলতে কী বুঝ?
প্রশ্ন॥১৩।। পরীক্ষণের ধরনগুলো লিখ।
প্রশ্ন।।১৪।। পরীক্ষণে কার্য-কারণ সম্বন্ধের স্বরূপ ও সম্পর্ক নির্ণায়ক শর্তাবলি লিখ।
প্ৰশ্ন৷৷১৫৷ বিকল্প শর্ত হিসেবে সহগামী ভেদ বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৷১৬।৷ বিকল্প শর্ত হিসেবে কৃত্রিমতা মুক্ত বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷।১৭৷। বিকল্প শর্ত হিসেবে ঘটনা সময়ক্রম বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷।১৮।৷ পরীক্ষণ দল বলতে কী বুঝ?
প্রশ্ন।৷১৯।৷ নিয়ন্ত্রিত দল বলতে কী বুঝ?

গ বিভাগ

প্রশ্ন।।১।। পরীক্ষণ পদ্ধতি কী? পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
প্রশ্ন।।২।। পরীক্ষণ পদ্ধতি বলতে কী বুঝ। পরীক্ষণ পদ্ধতির সুবিধাগুলো আলোচনা কর।
প্রশ্ন।।৩।। পরীক্ষণ পদ্ধতি বলতে কী বুঝ। পরীক্ষণ পদ্ধতির অসুবিধাগুলো আলোচনা কর।
প্রশ্ন॥৪॥ পরীক্ষণ পদ্ধতি বলতে কী বুঝ। পরীক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা কর।
প্রশ্ন॥৫॥ পরীক্ষণ পদ্ধতি বলতে কী বুঝ। পরীক্ষণ পদ্ধতির প্রকারভেদ আলোচনা কর।
প্রশ্ন।।৬।। পরীক্ষণ বলতে কী বুঝ? পরীক্ষণ পদ্ধতি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৭॥ পরীক্ষণ বলতে কী বুঝ? পরীক্ষণের উপাদানগুলো আলোচনা কর।
প্রশ্ন৷।৮।। পরীক্ষণ বলতে কী বুঝ? পরীক্ষণের ধরনগুলো ব্যাখ্যা কর।
প্রশ্ন।।৯।। পরীক্ষণ বলতে কী বুঝ? পরীক্ষণে কার্য-কারণ সম্বন্ধের স্বরূপ ও সম্পর্ক নির্ণায়ক শর্তাবলি আলোচনা কর।
প্রশ্ন।।১০।। পরীক্ষণ বলতে কী বুঝ? পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দল ব্যাখ্যা কর।