চল হিসেবে উদ্দীপক ও প্রতিক্রিয়া বলতে কী বুঝ?

অথবা, চল হিসেবে উদ্দীপক ও প্রতিক্রিয়া সংক্ষেপে লিখ।
অথবা, চল হিসেবে উদ্দীপক ও প্রতিক্রিয়া কাকে বলে?
অথবা, চল হিসেবে উদ্দীপক ও প্রতিক্রিয়া কী?
অথবা, চল হিসেবে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংজ্ঞা দাও।
উত্তর।। ভূমিকা : মনোবৈজ্ঞানিক পরীক্ষণ পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে চলের গুরুত্ব অপরিসীম।কার্যকরী পরীক্ষণ পরিচালনা করার ক্ষেত্রে চলের বৈশিষ্ট্য ও প্রভাব সঠিকভাবে উপলব্ধি করতে হয়। পরীক্ষণ প্রক্রিয়া একটি নিয়ন্ত্রিত পরিবেশে সম্পন্ন করা হয়। একটি চলের সাথে অন্য একটি চলের সম্পর্ক নির্ণয়ই হল পরীক্ষণের উদ্দেশ্য।চলের নিয়ন্ত্রণ পরীক্ষণের একটি অপরিহার্য শর্ত। চলের নিয়ন্ত্রণ মানেই হল পরীক্ষণের নিয়ন্ত্রণ।
চল হিসেবে উদ্দীপক : প্রাণী যার প্রতি প্রতিক্রিয়া করে তাই উদ্দীপক। এটা পরিবেশের একটি বিশেষ ঘটনা। তবে এ ঘটনা সমগ্র পরিবেশের একটি নির্বাচিত অংশবিশেষ যা কোন একটি নির্দিষ্ট সময়ে আমাদের আচরণের উপর প্রভাব বিস্তার করে।পরিবেশ থেকে বাছাইকৃত যে কোন অংশকে উদ্দীপক হিসেবে চিহ্নিত করা যায়। এটি যেহেতু কোন নির্দিষ্ট ঘটনা নয়, তাই ঘটনার সাথে সাথে এর পরিবর্তন হতে পারে। যেমন- গবেষক কোন ব্যক্তিকে কতকগুলো অর্থহীন শব্দাংশ দেখাতে পারেন এবং এগুলোকে স্মরণ রাখতে বলতে পারেন। এ অর্থহীন শব্দাংশগুলো কার্ডের উপর লিখিত অবস্থায় পরীক্ষকের সামনে উপস্থাপন করা হয়। শব্দাংশগুলো দেখানোর সময় কার্ডগুলোর অবস্থান পরিবর্তন হতে পারে।কিন্তু পরীক্ষক এ পরিবর্তন গ্রাহ্য না করে শুধু যে কয়বার কার্ডগুলো দেখানো হল তাই বর্ণনা করতে পারেন। সুতরাং উদ্দীপকের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি, এখানে শব্দধারী বিভিন্ন কার্ড হল উদ্দীপক এবং শব্দগুলো একইভাবে পড়ার ক্ষমতা হল কার্ডগুলোর বৈশিষ্ট্যের মিল।
চল হিসেবে প্রতিক্রিয়া : গবেষক কোন একটি পরীক্ষণে উদ্দীপক বা নিরপেক্ষ চল প্রয়োগ করে যে পরিবর্তন লক্ষ্য করেন সে পরিবর্তনকে প্রতিক্রিয়া চল বলা হয়। উদ্দীপকের মত প্রতিক্রিয়াও প্রাণীর সমগ্র আচরণের একটি নির্বাচিত অংশবিশেষ, যা একটি নির্দিষ্ট সময়ে সংঘটিত হয়ে থাকে। পরিবেশ থেকে বাছাইকৃত প্রাণীর সমগ্র আচরণের যে কোন অংশকে প্রতিক্রিয়া হিসেবে চিহ্নিত করা যায়। প্রতিক্রিয়া কোন নির্দিষ্ট ঘটনা নয়, ঘটনার পরিবর্তনের সাথে সাথে এর পরিবর্তন হতে পারে। যেমন- পুরস্কারের সাথে দৌড়ানোর গতির কি সম্পর্ক রয়েছে তা নির্ণয় করতে গিয়ে একটি ধাঁধার বাক্সে একটি ক্ষুধার্ত ইঁদুরের দৌড়ানো আমরা পর্যবেক্ষণ করতে পারি। ইঁদুরটি প্রতি সেকেন্ডে কতটুকু স্থান অতিক্রম করছে তাই হল প্রতিক্রিয়া।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পরীক্ষণ মনোবিজ্ঞানে চল হিসেবে উদ্দীপক ও প্রতিক্রিয়া বিশেষ স্থান দখল করে আছে এবং চল এর নিয়ন্ত্রণে এদের গুরুত্ব অপরিসীম। পরীক্ষণের বিভিন্ন ক্ষেত্রে উদ্দীপক ও প্রতিক্রিয়ার ব্যবহার রয়েছে।