অথবা, যোগ সাধনকারী চল ও বাহ্যিক চল কাকে বলে?
অথবা, যোগ সাধনকারী চল ও বাহ্যিক চলের সংজ্ঞা দাও।
অথবা, যোগ সাধনকারী চল ও বাহ্যিক চল কী?
অথবা, মধ্যবর্তী চল ও বাহ্যিক চল বলতে কী বুঝ?
অথবা, মধ্যবর্তী চল ও পরীক্ষণ বিশিষ্ট চল বলতে কী বুঝ?
অথবা, মধ্যবর্তী চল ও বিশিষ্ট চলের সংজ্ঞা দাও।
অথবা, মধ্যবর্তী চল ও বিশিষ্ট চল কাকে বলে?
অথবা, মধ্যবর্তী চল ও বিশিষ্ট চল কী?
উত্তর৷ ভূমিকা : চল একটি বৈজ্ঞানিক শব্দ, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Variable এবং বাংলা অর্থ হল চলনশীল বা পরিবর্তনশীল। সাধারণ অর্থে চল বলতে এমন একটা বৈশিষ্ট্য বা গুণ বুঝায়, যা একই পরিপ্রেক্ষিতে ঘটনার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন অর্থে ব্যবহার করা যেতে পারে। চল অর্থাৎ, চল মূল্যায়ন পরিবর্তনশীল। একটি পরীক্ষণে অনেকগুলো গুণাবলি বা বৈশিষ্ট্যের সমাবেশ হতে পারে। অতএব চল বলতে আমরা বুঝি যে কোন উপাদান, যা আচরণের উপর প্রভাব বিস্তার করে তাই চল। চল পরীক্ষণের এমন একটা বৈশিষ্ট্য যা ফলাফলের উপর প্রভাব বিস্তার করে।
যোগ সাধনকারী বা মধ্যবর্তী চল: অনির্ভরশীল এবং নির্ভরশীল চল ছাড়াও আরও এক প্রকার চল আছে এটাকে মধ্যবর্তী চল বলা হয়। তার কারণ এটা নির্ভরশীল ও অনির্ভরশীল চলের মধ্যবর্তী স্থানে অবস্থান করে উভয়ের মধ্যে
সংযোগ স্থাপন করে। যেমন- বয়স, অভ্যাস, প্রেষণা ইত্যাদি। এটা একটি জৈবিক চল যাকে সহজে পর্যবেক্ষণ করা যায় না। শুধু এর কার্যফল পর্যবেক্ষণ করা যায়। ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্যগত পার্থক্যের কারণেও আচরণের পার্থক্য সৃষ্টি হয়।
আবার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা ইত্যাদির তারতম্যের কারণেও আচরণের পার্থক্য সৃষ্টি হতে পারে। মানুষ ও প্রাণীর এসব শারীরিক ও মানসিক চলকে জৈবিক চল বলা হয়। এ চলটিকে সাধারণত প্রকল্পিত ধারণা বলা যেতে পারে।উদাহরণস্বরূপ, কোন একটি ছেলেকে ৬ ঘণ্টা খেতে দেওয়া হয় না। এ ঘটনা হতে আমরা অনুমান করতে পারি যে, ছেলেটির ক্ষুধা পেয়েছে। এখানে ক্ষুধা হল যোগ সাধনকারী বা মধ্যবর্তী চল।
বাহ্যিক চল: বাহ্যিক পরিবেশ থেকে যে চলের উদ্ভব হয় তাকে বাহ্যিক চল বলা হয় বা পরীক্ষণ বিশ্লিষ্ট চল বলা হয়। এ চলগুলোকে পরীক্ষণ কর্তৃক আরোপিত নয় অথচ এগুলো ঘটনাক্রমে পরীক্ষণের সাথে সম্পর্কিত হয়ে পড়ে।
এগুলো ফলাফলের উপর অবাঞ্ছিত প্রভাব বিস্তার করে। বাহ্যিক চল পরীক্ষণের নিরপেক্ষ এবং নির্ভরশীল চলের সাথে সম্পর্কিত হয়। যেমন- গবেষণাগারের তাপমাত্রা, পারিপার্শ্বিক এলাকার গোলমাল, মিছিলের শ্লোগান প্রভৃতি বাহ্যিক চলের উৎপন্ন হবে সে সম্বন্ধে কোন অনুমান করা যুক্তিসংগত হবে না। এজন্য ফলাফলের উপর যাতে বাহ্যিক চল কোন প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য এগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। বিভিন্ন চল সম্পর্কে আলোচনা করতে গেলে নিয়ন্ত্রিত চল সম্পর্কে আলোচনার প্রয়োজন।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি যে, চল মনোবিজ্ঞানের একটি অবিচ্ছেদ্য অংশ। মনোবিজ্ঞানের যে কোন কর্মকাণ্ডে এবং যে কোন পরীক্ষণে চলের উপস্থিতি খুবই দরকার। মনোবিজ্ঞানের যে কোন কিছুকে ভালোভাবে বুঝতে হলে চল সম্পর্কে অবশ্যই সুস্পষ্ট ধারণা থাকতে হবে। মনোবিজ্ঞানের এটি একটি গুরুত্বপূর্ণ ও সবচেয়ে মূল্যবান একটি উপাদান।