নির্ভরশীল চল বলতে কী বুঝ?

অথবা, নির্ভরশীল চল কাকে বলে?
অথবা, নির্ভরশীল চলের সংজ্ঞা দাও।
অথবা, নির্ভরশীল চল কী?
অথবা, সাপেক্ষ চল বলতে কী বুঝ?
অথবা, সাপেক্ষ চল কাকে বলে?
অথবা, সাপেক্ষ চলের সংজ্ঞা দাও।
অথবা, সাপেক্ষ চল কী?
অথবা, অপেক্ষী চল বলতে কী বুঝ?
অথবা, অপেক্ষী চল কাকে বলে?
অথবা, অপেক্ষী চলের সংজ্ঞা দাও।
অথবা, অপেক্ষী চল কী?
উত্তর৷ ভূমিকা : চল একটি বৈজ্ঞানিক শব্দ, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Variable এবং বাংলা অর্থ হল চলনশীল বা পরিবর্তনশীল। সাধারণ অর্থে চল বলতে এমন একটা বৈশিষ্ট্য বা গুণ বুঝায়, যা একই পরিপ্রেক্ষিতে ঘটনার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন অর্থে ব্যবহার করা যেতে পারে। চল অর্থাৎ, চল মূল্যায়ন পরিবর্তনশীল। একটি পরীক্ষণে অনেকগুলো গুণাবলি বা বৈশিষ্ট্যের সমাবেশ হতে পারে। অতএব চল বলতে আমরা বুঝি যে কোন উপাদান, যা আচরণের উপর প্রভাব বিস্তার করে তাই চল। চল পরীক্ষণের এমন একটা বৈশিষ্ট্য যা ফলাফলের উপর প্রভাব বিস্তার করে।
সাপেক্ষ চল বা নির্ভরশীল চল : যে চলকে তার উপস্থিতি-অনুপস্থিতি হ্রাস বা বৃদ্ধির জন্য নিরপেক্ষ চলের উপর নির্ভর করতে হয় তাকে নির্ভরশীল চল বলা হয়। নির্ভরশীল চলের উপস্থিতি ও পরিবর্তন নির্ভর করে অনির্ভরশীল চলের উপস্থিতি ও পরিবর্তনের উপর। অনির্ভরশীল চল পরিবর্তনের সাথে সাথে প্রাণীর আচরণের যেসব পরিবর্তন ঘটে সেগুলোকে বলা হয় নির্ভরশীল চল। অর্থাৎ, যে চলকে সৃষ্টির জন্য অন্য কারও উপর নির্ভর করতে হয় তাকে নির্ভরশীল চল বলা হয়। মনোবিজ্ঞানের গবেষণায় জীবের প্রতিক্রিয়া বা সাড়া হচ্ছে নির্ভরশীল চল।
উদাহরণস্বরূপ, একটি কবিতা যত বেশি বার আবৃত্তি করা হয়, তত বেশি মুখস্থ হবে। কবিতাটির কতটুকু মুখস্থ হল তা নির্ভর করে কতবার আবৃত্তি করা হয়েছে তার উপর। সুতরাং, মুখস্থ করার পরিমাণ হল নির্ভরশীল চল।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি যে, চল মনোবিজ্ঞানের একটি অবিচ্ছেদ্য অংশ। মনোবিজ্ঞানের যে কোন কর্মকাণ্ডে এবং যে কোন পরীক্ষণে চলের উপস্থিতি খুবই দরকার। মনোবিজ্ঞানের যে কোন কিছুকে ভালোভাবে বুঝতে হলে চল সম্পর্কে অবশ্যই সুস্পষ্ট ধারণা থাকতে হবে। মনোবিজ্ঞানের এটি একটি গুরুত্বপূর্ণ ও সবচেয়ে মূল্যবান একটি উপাদান।