চল নিয়ন্ত্রণের প্রতিভার সাম্য বলতে কী বুঝ?

অথবা, চল নিয়ন্ত্রণের প্রতিভার সাম্য কাকে বলে?
অথবা, চল নিয়ন্ত্রণের প্রতিভার সাম্য কী?
অথবা, চল নিয়ন্ত্রণের প্রতিভার সাম্যর সংজ্ঞা দাও?
অথবা, চল নিয়ন্ত্রণের প্রতিভার সাম্য সম্পর্কে লিখ?
উত্তর৷ ভূমিকা : পরীক্ষণে চলের নিয়ন্ত্রণের গুরুত্ব অপরিসীম। পরীক্ষণে চলের নিয়ন্ত্রণ বলতে বুঝায় প্রয়োজন অনুসারে চলসমূহের পরিবর্তন সাধন। আমরা জানি যে, পরীক্ষণ হল নিয়ন্ত্রিত পরিবেশে পর্যবেক্ষণ অর্থাৎ, পরীক্ষণ পরিচালনা করতে হলে পরিবেশ বা পরিস্থিতির উপর পরীক্ষকের নিয়ন্ত্রণ থাকতে হবে। এর অর্থ হল পরীক্ষক খুশিমতো পরীক্ষণের চলসমূহের সৃষ্টি করতে পারেন অথবা অনুপস্থিত রাখতে পারেন। পরীক্ষণ পদ্ধতির উদ্দেশ্য হল নিয়ন্ত্রিত অবস্থায় একটি চলের সাথে অন্য একটি চলের সম্পর্ক নির্ণয়। অর্থাৎ, সকল অবাঞ্ছিত চলকে ধ্রুব রেখে একটি চল এর প্রভাবে মানুষ বা প্রাণীর আচরণ বা নির্ভরশীল চলের অনুধ্যান করাই হল পরীক্ষণের উদ্দেশ্য।
প্রতিভার সাম্য সৃষ্টি : যখন একই পরীক্ষণ পাত্রদেরকে একাধিক পরীক্ষণমূলক অবস্থার সম্মুখীন করা হয়, তখন অনেক সময় পরীক্ষণ পাত্রদের প্রথম অধিবেশন তার অভিজ্ঞতা তাদের দ্বিতীয় অধিবেশনের প্রতিক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে। এক্ষেত্রে ফলাফলে ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে। প্রতিভারসাম্য পদ্ধতির সাহায্যে বিভিন্ন পরীক্ষণমূলক অবস্থার প্রভাব সব পরীক্ষণ পাত্রদের মধ্যে সমানভাবে বিতরণ করা সম্ভব। প্রতিভারসাম্য পদ্ধতিতে অনুশীলনে ‘A B’, ‘B A’ একই আকারে প্রকাশ করা হয়।
উদাহরণস্বরূপ, একজন পরীক্ষণপাত্রকে এ কাজে ১০ বার অনুশীলন করার পর তাকে B কাজে ২০ বার অনুশীলন করতে হবে। এভাবে অনুশীলন করার ফলে A কাজে তার একটা অভ্যাস গড়ে উঠে, যার প্রভাব B কাজে পড়তে পারে।প্রতিভারসাম্য পদ্ধতিতে প্রথম পরীক্ষণ পাত্রকে A কাজে ১০ বার অনুশীলনের পর B কাজের ১০ বার অনুশীলন দেওয়া হয়। কিছুসময় বিরতির পর আবার B কাজের ১০ বার অনুশীলন দিয়ে A কাজের ১০ বার অনুশীলন দেওয়া হয়।

এভাবে A এর অনুশীলনের প্রভাব B তে পড়ে এবং পরবর্তীতে B এর অনুশীলনের প্রভাব A তে পড়ে। ফলে এ দ্বিমুখী প্রভাবের পারস্পরিক প্রতিক্রিয়ার যোগফল শূন্য হয়ে যায়।
উপসংহার : উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, যে কোন পরীক্ষণ করতে হলে চলের নিয়ন্ত্রণ করা আবশ্যক। অর্থাৎ, নিয়ন্ত্রণ ছাড়া কোন পরীক্ষণই কোন সময় সম্ভব হবে না। সুতরাং, দেখা যায় যে, পরীক্ষণ মনোবিজ্ঞানের সঠিক ফলাফল তথা অনির্ভরশীল ও নির্ভরশীল চলের সম্পর্ক নির্ণয় করার জন্য নিয়ন্ত্রণ আবশ্যক।