ক বিভাগ
চল কী?
উত্তর : চল হচ্ছে এমন এক ধরনের মান, গুণ, অবস্থা, বৈশিষ্ট্য যা বৈজ্ঞানিক গবেষণায় কোন নির্দিষ্ট উদ্দেশ্যে অনুসন্ধান করা হয় এবং যা প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্নভাবে প্রকাশ পায়।
চলের প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর : চলের প্রধান বৈশিষ্ট্য হলো পরিবর্তনশীলতা।
চল কিসে রূপান্তরিত হয়?
উত্তর : চল বিভিন্ন ধরনের মান ও সংখ্যায় রূপান্তরিত হয়।
চলের বৈশিষ্ট্যগুলো কী কী?
উত্তর : চলের বৈশিষ্ট্যগুলো হলো।
১. চল পরিবর্তনশীল এবং প্রেক্ষাপট অনুযায়ী পরিবর্তিত হয়; ২. চল পরিমাপযোগ্য; ৩. গবেষণার উদ্দেশ্যের ভিত্তিতে চল বিভিন্ন রূপ গ্রহণ করে; ৪. চল পরস্পর বিচ্ছিন্ন দুই বা ততোধিক গুণ বা মান গ্রহণ করে; ৫. চল গবেষণার ফলাফল প্রকাশে সহায়ক হয়; ৬. চল গবেষণার ফলাফল উদ্দেশ্যের আলোকে উদ্ভাসিতকরণে ক্রিয়াশীল হয়।
গুণ ও পরিমাণের দিক থেকে চল কত প্রকার ও কী কী?
উত্তর : গুণ ও পরিমাণের দিক থেকে চল দুই প্রকার। যথা: ১. গুণবাচক চল ও ২. সংখ্যাবাচক চল।
গুণবাচক চল কী?
উত্তর : গুণবাচক চল হচ্ছে এমন এক ধরনের চল যা গুণগত বৈশিষ্ট্যের ইঙ্গিত বহন করে।
সংখ্যাবাচক চল কী?
উত্তর : সংখ্যাবাচক চল হচ্ছে এমন এক ধরনের বৈশিষ্ট্য যা সংখ্যাতাত্ত্বিক মান দ্বারা উপস্থাপন করা যায়।
প্রকৃতিগত বৈশিষ্ট্যের আলোকে চল কত প্রকার ও কী কী?
উত্তর : প্রকৃতিগত বৈশিষ্ট্যের আলোকে চল দুই প্রকার। যথা: ১. বিচ্ছিন্ন চল ও ২. অবিচ্ছিন্ন চল।
বিচ্ছিন্ন চল কী?
উত্তর : যেসব চল ভেঙ্গে ভেঙ্গে পরিমাপ করা সম্ভব হয় না ঐ সকল চলকে বিচ্ছিন্ন চল বলে।
অবিচ্ছিন্ন চল কী?
উত্তর : কোন চল যখন একটি পরিসীমার মধ্যে যে কোন সংখ্যামানের হতে পারে তখন তাকে অবিচ্ছিন্ন চল বলে।
কার্যকারণ সম্পর্কের দিক থেকে চল কত প্রকার ও কী কী?
উত্তর : কার্যকারণ সম্পর্কের দিক থেকে চল দুই প্রকার। যথা: ১. অনির্ভরশীল চল ও ২. নির্ভরশীল চল।
চলের নিয়ন্ত্রণ বলতে কী বুঝায়?
উত্তর : চলের নিয়ন্ত্রণ বলতে বুঝায় প্রয়োজনানুসারে চলসমূহের পরিবর্তন সাধন করা।
চল কোন শব্দ?
উত্তর : চল একটি বৈজ্ঞানিক শব্দ।
চলের ইংরেজি শব্দ কী?
উত্তর : চলের ইংরেজি শব্দ হলো Variable.
চল কত প্রকার ও কী কী?
উত্তর : চল পাঁচ প্রকার। যথা : ১. অনির্ভরশীল চল, ২. নির্ভরশীল চল, ৩. মধ্যবর্তী চল, ৩. বাহ্যিক চল ও ৪. নিয়ন্ত্রিত চল ।
অনির্ভরশীল চল কী?
উত্তর : যে চল আচরণের উপর প্রতিক্রিয়া করতে নিজেই সক্ষম এবং অন্য কারো উপর নির্ভর করতে হয় না তাকে অনির্ভরশীল চল বলে।
অনির্ভরশীল চলের অন্য নাম কী?
উত্তর : অনির্ভরশীল চলের অন্য নাম স্বাধীন বা নিরপেক্ষ চল।
নির্ভরশীল চল কী?
উত্তর : যে চলকে তার উপস্থিতি-অনুপস্থিতি হ্রাস বা বৃদ্ধির জন্য নিরপেক্ষ চলের উপর নির্ভর করতে হয় তাকে নির্ভরশীল চল বলে।
মধ্যবর্তী চল কী?
উত্তর : যে চল নির্ভরশীল ও অনির্ভরশীল চলের মধ্যবর্তী স্থানে অবস্থান করে তাকে মধ্যবর্তী চল বলে ।
বাহ্যিক চল কী?
উত্তর : বাহ্যিক পরিবেশ থেকে যে চলের উদ্ভব হয় তাকে বাহ্যিক চল বলে ।
বাহ্যিক চলের অপর নাম কী?
উত্তর : বাহ্যিক চলের অপর নাম পরীক্ষণ বিশিষ্ট চল।
নিয়ন্ত্রিত চল কী?
উত্তর : যেসব শর্তের প্রভাব থেকে আচরণ বা পর্যবেক্ষণ ঘটনাকে সম্পূর্ণ মুক্ত রাখা হয় সেসব শর্তকে বলা হয় নিয়ন্ত্রিত চল ৷
চলের বাংলা অর্থ কী?
উত্তর : চলের বাংলা অর্থ হলো চলনশীলতা বা পরিবর্তনশীলতা।
চল প্রধানত কত প্রকার ও কী কী?
উত্তর : চল প্রধানত চার প্রকার। যথা: ১. নিরপেক্ষ বা অনির্ভরশীল চল, ২. সাপেক্ষ চল বা নির্ভরশীল, ৩. মধ্যবর্তী চল ও ৪. বাহ্যিক চল।
ম্যাক গুইগান এর মতে চল কী?
উত্তর : ম্যাক গুইগান এর মতে, “যে কোন কিছু যা মানের পরিবর্তন করতে পারে তা সংখ্যাগতভাবে প্রকাশ করাই হচ্ছে চল।”
মধ্যবর্তী চলের অন্য নাম কী?
উত্তর : মধ্যবর্তী চলের অন্য নাম জৈবিক চল।
জৈবিক চল কত প্রকার ও কী কী?
উত্তর : জৈবিক চল দুই প্রকার। যথা: ১. মনস্তাত্ত্বিক চল ও ২. শারীরতাত্ত্বিক চল ।
মনস্তাত্ত্বিক চলের উদাহরণ লিখ।
উত্তর : মনস্তাত্ত্বিক চলের উদাহরণ হচ্ছে প্রেষণা, বুদ্ধি, শিক্ষণ, ব্যক্তিত্ব, চিন্তন, আবেগ, অভ্যাস ইত্যাদি শারীরতাত্ত্বিক চলের উদাহরণ লিখ।
উত্তর : শারীরতাত্ত্বিক চলের উদাহরণ হচ্ছে বয়স, লিঙ্গ এবং অন্যান্য স্বাস্থ্যগত ও শারীরিক অবস্থাগুলো।
পরীক্ষণে চলের কত ধরনের পরিমাপ আছে ও কী কী?
উত্তর : পরীক্ষণে চলের তিন ধরনের পরিমাপ আছে। যথা: ১. নিরপেক্ষ চলের পরিমাপ, ২. সাপেক্ষ চলের পরিমাপ ও ৩. উহাদের মধ্যকার সম্পর্কের পরিমাপ।
নিরপেক্ষ চলের পরিমাপ কত প্রকার?
উত্তর : নিরপেক্ষ চলের পরিমাপ দুই প্রকার।
সাপেক্ষ চলের পরিমাপ কত প্রকার?
উত্তর : সাপেক্ষ চলের পরিমাপ দুই প্রকার।
সম্পর্কের পরিমাপ কত প্রকার ও কী কী?
উত্তর : সম্পর্কের পরিমাপ দুই প্রকার। যথা: ১. গাণিতিক পরিমাপ ও ২. জ্যামিতিক পরিমাপ।
চলের নিয়ন্ত্রণ কত প্রকার ও কী কী?
উত্তর : চলের নিয়ন্ত্রণ দুই প্রকার। যথা : নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ও ২. পরীক্ষণীয় নিয়ন্ত্রণ।
চল নিয়ন্ত্রণের কৌশল প্রধানত কত প্রকার ও কী কী?
উত্তর : চল নিয়ন্ত্রণের কৌশল প্রধানত পাঁচ প্রকার। যথা : ১. অপসারণ, ২. অবস্থার ধ্রুবতা, ৩. তুল্যমূল্যায়ন, ৪. প্রতিতুল্য মূল্যায়ন ও ৫. দৈবচয়ন।
খ বিভাগ
প্রশ্ন॥১॥ পরীক্ষণের নিয়ন্ত্রণ সংক্ষেপে লিখ।
প্রশ্ন।।২।। পরীক্ষণ নিয়ন্ত্রণের গুরুত্ব লিখ?
প্রশ্ন॥৩॥ চল নিয়ন্ত্রণের কৌশলগুলো কী কী?
প্রশ্ন॥৪॥ চল নিয়ন্ত্রণের দুটি কৌশল লিখ।
প্রশ্ন।।৫।। চল নিয়ন্ত্রণের ভারসাম্য বলতে কী বুঝ?
প্রশ্ন৷।৬।। চল নিয়ন্ত্রণের প্রতিভার সাম্য বলতে কী বুঝ?
প্রশ্ন॥৭॥ চল নিয়ন্ত্রণের দৈবায়ন পদ্ধতি লিখ।
প্রশ্ন॥৮॥ চল বলতে কি বুঝ?
প্রশ্ন।।৯।। মনোবিজ্ঞানের পরীক্ষণে ব্যবহৃত বিভিন্ন প্রকার চল লিখ।
প্ৰশ্ন।৷১০৷। স্বাধীন চল বলতে কী বুঝ?
প্রশ্ন॥১১৷৷ নির্ভরশীল চল বলতে কী বুঝ?
প্রশ্ন৷।১২।৷ যোগ সাধনকারী চল ও বাহ্যিক চল বলতে কী বুঝ?
প্রশ্ন॥১৩৷৷ বাহ্যিক চল ও নিয়ন্ত্রিত চল বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷।১৪৷৷ প্রতিক্রিয়ার সাথে উদ্দীপক ও অভ্যন্তরীণ চলের সম্পর্ক লিখ।
প্রশ্ন॥১৫৷ বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশলগুলো সংক্ষেপে লিখ।
প্রশ্ন৷।১৬।৷ অবস্থার সমতা ও সমভারীকরণ কৌশল পদ্ধতি বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷।১৭৷৷ সমভারীকরণ ও প্রতিসমভারীকরণ কৌশল পদ্ধতি বলতে কী বুঝ?
প্রশ্ন॥১৮।৷ প্রতিসমভারীকরণ ও দৈবনমুনা পদ্ধতি বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷।১৯।৷ প্রতিসমভারীকরণ পদ্ধতি বলতে কী বুঝ?
প্রশ্ন৷।২০।। দৈবনমুনা পদ্ধতি কৌশল বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷২১৷৷ প্রতিতুল্য মূল্যায়ন পদ্ধতি বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৷২২৷৷ পরীক্ষণে চল নিয়ন্ত্রণের কী কী প্রয়োজন রয়েছে?
প্ৰশ্ন।৷২৩৷৷ চল হিসেবে উদ্দীপক ও প্রতিক্রিয়া বলতে কী বুঝ?
প্রশ্ন।৷২৪।৷ বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের মধ্যে পার্থক্য দেখাও।
গ বিভাগ
প্রশ্ন।।১।। পরীক্ষণের নিয়ন্ত্রণ ব্যাখ্যা কর। পরীক্ষণের নিয়ন্ত্রণের গুরুত্ব লিখ?
প্রশ্ন।।২।। চল নিয়ন্ত্রণের কৌশলসমূহ আলোচনা কর।
প্রশ্ন।।৩।। চল বলতে কি বুঝ? মনোবিজ্ঞানের পরীক্ষণে ব্যবহৃত বিভিন্ন প্রকার চল এর বর্ণনা দাও।
প্রশ্ন।।৪।।বিভিন্ন প্রকার চলের মধ্যে সম্পর্ক নির্ণয় কর।
প্রশ্ন।।৫।। উদাহরণসহ বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশলগুলো বর্ণনা কর।
প্রশ্ন।।৬।। চলের নিয়ন্ত্রণ বলতে কী বুঝ? চল নিয়ন্ত্রণে তুল্য মূল্যায়ন পদ্ধতি ও প্রতিতুল্য মূল্যায়ন পদ্ধতি বর্ণনা কর।
প্রশ্ন॥৭॥ পরীক্ষণে চল নিয়ন্ত্রণের কী কী প্রয়োজন রয়েছে? চল হিসেবে উদ্দীপক ও প্রতিক্রিয়া ব্যাখ্যা কর।
প্রশ্ন।।৮।। চলক বলতে কি বুঝ? বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের মধ্যে পার্থক্য দেখাও।