উদ্দীপক বলতে কী বুঝ?

অথবা, উদ্দীপক কী?
অথবা, উদ্দীপক সম্পর্কে লিখ।
অথবা, উদ্দীপক কাকে বলে?
অথবা, উদ্দীপকের সংজ্ঞা দাও।
উত্তর ভূমিকা : আচরণের শ্রেণিবিভাগের সমস্যাটি সমাধান করার জন্য কোন কোন মনোবিজ্ঞানী একটি নতুন সমাধান দিয়েছেন।তাঁরা আচরণকে সরল ও জটিল এই দুই শ্রেণিতে ভাগ করেছেন। তারা বলেন যে, আচরণ মাত্রই কোন না কোন উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া। উদ্দীপকের সাথে যখন কোন প্রতিক্রিয়ার সম্বন্ধ হয় তখন তা অপেক্ষাকৃত স্থায়ী হয়।এ ধরনের সংযোগই উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ। যেমন- গুলির শব্দ শুনে দৌড়ে পালানো। এটি অভিজ্ঞতালব্ধ। আমাদের অনেক শিক্ষণই উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ।
উদ্দীপক : সাধারণ অর্থে উদ্দীপক বলতে বুঝায় যা উদ্ধীপিত বা উত্তেজিত করে। তাহলে উদ্দীপক নিশ্চয়ই কোন শক্তি যা উত্তেজনা ঘটায়।
মানবজীবনের একটি মূল ক্রিয়া বা বৃত্তির নাম সংবেদন। সংবেদনে দেখা, শোনা, স্পর্শ করা, স্বাদ গ্রহণ করা, গন্ধ নেয়া প্রভৃতি ঘটে উদ্দীপকের উত্তেজনায়। যেমন- একটি রং বা বর্ণ দেখলাম। এ বর্ণ দেখা রূপ সংবেদন ঘটে ঐ বর্ণের চক্ষুকে উত্তেজিত করার ফলে। এক্ষেত্রে বর্ণটি উহার দর্শন সংবেদনের উদ্দীপক। বর্ণটির উপস্থিতিতে ইহার সন্নিহিত ইথার আন্দোলিত হয়ে নির্দিষ্ট দৈর্ঘ্য এবং উচ্চতাসম্পন্ন তরঙ্গ সৃষ্টি করে। ঐ তরঙ্গ চক্ষুর বিভিন্ন স্তর অতিক্রম করে অক্ষিপটের পীতবিন্দু সন্নিহিত দর্শন নার্ভের বহিঃপ্রান্তকে উদ্দীপিত বা উত্তেজিত করে। এ উত্তেজনা দর্শন নার্ভের প্রবাহ রূপে অগ্রসর হয়ে মস্তিষ্কের দর্শনকেন্দ্রস্থ দর্শন নার্ভের অন্তঃপ্রান্তে পৌছায়। এ পর্যন্ত উত্তেজকরূপ হলো বর্ণটির ক্রিয়া। এ ক্রিয়া অবশ্যই কোন শক্তির। তাই উদ্দীপক যে একটি শক্তি তাতে কোন সন্দেহ নেই।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, উদ্দীপক একটি উত্তেজিত অবস্থা যা প্রাণী এবং মানুষকে উত্তেজিত করে আবার উদ্দীপক নিশ্চয়ই কোন শক্তি যা উত্তেজনা ঘটায়। উদ্দীপক বিভিন্ন রকম হয়ে থাকে। মাত্রাভেদ অনুসারে একই উদ্দীপকের কম বা বেশি তীব্রতা, কম বা বেশি ব্যাপকতা থাকতে পারে। সুতরাং, উদ্দীপকের প্রকারভেদের গুরুত্বকে মনোবিজ্ঞানে অস্বীকার করা যায় না।