উত্তর৷ গণসংখ্যা নিবেশন হলো চলক সম্পর্কিত বিস্তৃত ও বিশৃঙ্খল রাশিতথ্যের সারণিকরণের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার একটি বৈজ্ঞানিক পদ্ধতি । বস্তুত কতকগুলো উপাত্তকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে এগুলোকে কোন ভাগে অন্তর্ভুক্ত হলো তা দেখাবার জন্য যে সারণি বা টেবিল পাওয়া যায় তাকে গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা বিন্যাস বলে। আবার গণসংখ্যা নিবেশনের প্রত্যেকটি শ্রেণিকে এর মধ্যবিন্দু ও গণসংখ্যা দ্বারা উপস্থাপন করে গণসংখ্যা বহুভুজ তৈরি করা হয় । গণসংখ্যা বহুভুজ বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন উভয় ধরনের বিন্যাসের ক্ষেত্রেই ব্যবহার যোগ্য।