ফোকাস দল আলোচনার বৈশিষ্ট্যগুলো লিখ।

অথবা, ফোকাস দল আলোচনা (Focus Group Discussion) বলতে কী বুঝ?
অথবা, ফোকাসদল আলোচনা কাকে বলে?
অথবা, ফোকাসদল আলোচনা পদ্ধতির সংজ্ঞা লেখ।
অথবা, ফোকাসদল আলোচনা পদ্ধতির পরিচয় দাও।
অথবা, ফোকাসদল আলোচনা পদ্ধতির ধারণা দাও।
অথবা, ফোকাসদল আলোচনা পদ্ধতি সম্পর্কে লিখ।
উত্তর৷ ভূমিকা : ফোকাস দল আলোচনা মূলত একটি বিজ্ঞানভিত্তিক মতামত জরিপ পদ্ধতি। যেসব বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন রকম ভোগ্যপণ্য উৎপাদন করে তাদের উৎপাদিত পণ্যসামগ্রীর বাজারজাতকরণে ভোক্তাদের মতামত ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে ধারণা লাভ করার জন্য এ পদ্ধতিটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাছাড়া সামাজিক, অর্থনৈতিক ও জনমিতিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে; যেমন- শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পলীউন্নয়ন শহর উন্নয়ন ইত্যাদির জন্য সরকারি ও বেসরকারিভাবে পদ্ধতিটি ব্যবহৃত হয়। মূলত সত্তরের দশকে সমাজ গবেষকরা ফোকাস দল আলোচনা পদ্ধতির ব্যবহার শুরু করেন।
জনমিতিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে; যেমন- শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পল্লীউন্নয়ন, শহর উন্নয়ন ইত্যাদির জন্য সরকারি ও বেসরকারিভাবে পদ্ধতিটি ব্যবহৃত হয়। মূলত সত্তরের দশকে সমাজ গবেষকরা ফোকাস দল আলোচনা পদ্ধতির ব্যবহার শুরু করেন।
ফোকাস দল আলোচনার বৈশিষ্ট্য : ফোকাস দল আলোচনার পদ্ধতির নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ করা যায় :
১. গবেষক সদস্যদের মধ্য থেকে এক মধ্যস্থকারী নির্বাচন করে তার মাধ্যমে আলোচনার ব্যবস্থা করেন।
২. ফোকাস দল আলোচনা পদ্ধতিতে গবেষক দলের সদস্যদের আলোচনার মাধ্যমে তাদের গভীরে প্রবেশ করতে পারেন। এক্ষেত্রে তাকে সদস্যদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হয়।
৩. গবেষক এ পদ্ধতির নির্বাচিত দলের সদস্যদের সামাজিক অবস্থা, অর্থনৈতিক জীবন, ধর্মীয় মূল্যবোধ, আচার আচরণ ও তাদের দৃষ্টিভঙ্গির বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করেন।
৪. এ গবেষণা পদ্ধতির আর একটি বৈশিষ্ট্য হলো খোলামেলা বা যুক্তভাবে আলোচনা করে দলীয় সদস্যদের মতামত সংগ্রহ করা।
ফোকাস দল আলোচনায় সমধর্মী ও সমশ্রেণির নারী-পুরুষের অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়।ফোকাস দল আলোচনায় ক্ষুদ্র দলভিত্তিক আলোচনা করা হয়। এ দলভিত্তিক আলোচনায় সাধারণত ৬-১২ জন সদস্য থাকে।
৭. ফোকাস দল আলোচনার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সুনির্দিষ্ট একটি উদ্দেশ্য বা লক্ষ্যকে কেন্দ্র করে আলোচনা করা হয়।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, ফোকাস দল আলোচনায় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। এ অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে অনেক তথ্য বেরিয়ে আসে।