অথবা, সারণিবদ্ধকরণের প্রকারভেদ আলোচনা কর।
অথবা, সারণিবদ্ধকরণের ধরন ব্যাখ্যা কর।
অথবা, সারণিবদ্ধকরণের শ্রেণিবিভাগ ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা : পরিসংখ্যানে তথ্য সংগ্রহ করা হয় গবেষণার জন্য । এজন্য বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয় । সারণিবদ্ধকরণ প্রক্রিয়ায় তথ্যের বিভিন্ন বৈশিষ্ট্যানুযায়ী সারণিবদ্ধকরণ করা হয় ।
সারণির প্রকারভেদ : সারণিকে তিন ভাগে ভাগ করা যায়। যথা :
১. একমুখী সারণি : যে সারণিতে শুধু একটি বিষয় বা বস্তুকে উপস্থাপন করা হয় তাকে একমুখী সারণি বলে। একমুখী সারণির গঠন বিন্যাস সবচেয়ে সহজ । নিম্নে একমুখী সারণি তৈরি করে দেখানো হলো :
এ সারণিতে কয়েকটি শহরের লোকসংখ্যাকে প্রথমে পুরুষ ও মহিলা এ দু’ভাগে বিভক্ত করে আবার শিক্ষিত অশিক্ষিত এভাবে দু’ভাগে ভাগ করে দেখানো হয়েছে। অর্থাৎ, দু’য়ের অধিক বিষয়কে এখানে উপস্থাপন করা হয়েছে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পরিসংখ্যানে বহুমুখী তথ্যের সমাহার ঘটে থাকে। ঐসব বহুমুখী তথ্যগুলোকে সারণিবদ্ধকরণের কেবল একটা উপায়ে উপস্থাপন করা সম্ভব নয়। তাই নানামুখী সারণি পরিসংখ্যানে ব্যবহৃত হয়ে থাকে।