উত্তর৷ তথ্যবিশ্বের কোনো একটি নির্দিষ্ট শ্রেণির মধ্যে ঐ তথ্যবিশ্বের যতগুলো মান থাকবে তার সংখ্যাকে ঐ শ্রেণির গণসংখ্যা বলা হয়। পরিসংখ্যান পদ্ধতিতে এ গণসংখ্যা নিবেশনের ব্যবহার বহুল প্রচলিত। এ প্রক্রিয়ায় সংগৃহীত তথ্যমালাকে সাজানো গোছানো হয় এবং একটি সারণির মাধ্যমে প্রকাশ করা হয় ।
সমাধান : মোট উপাত্তের সংখ্যা (N) = ৩০ সবচেয়ে বড় সংখ্যা = ৬৬ সবচেয়ে ছোট সংখ্যা = ৩০
.. পরিসর = (সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা) = (৬৬ – ৩০) = ৩৬