উত্তর : ভূমিকা : সম্রাট আকবরের মৃত্যুর পর তার পুত্র সেলিম নূরুদ্দীন মুহাম্মদ জাহাঙ্গীর ১৬০৫ সালে ২৪ অক্টোবর সিংহাসনে আরোহণ করেন। ইতিহাসে তিনি সম্রাট জাহাঙ্গীর নামে পরিচিত। তিনি তার পূর্বপুরুষ বিশেষ করে তার পিতার পথ অনুসরণ করে সাম্রাজ্য বিস্তারনীতি অনুসরণ করেন। তার শ্রেষ্ঠ বিজয়গুলোর মধ্যে অন্যতম হলো বাংলা বিজয় ।
সম্রাট জাহাঙ্গীরের বাংলা বিজয় :
১. বাংলা বিজয়ের কারণ : সম্রাট আকবর ১৫৭৬ সালে বঙ্গদেশ মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। কিন্তু বাংলার আফগান দলপতিগণ মুঘল সম্রাটদের বশ্যতা সম্পূর্ণভাবে স্বীকার করেনি সম্রাট আকবরের মৃত্যুর পর আফগানগণ ওসমান খানের নেতৃত্বে তাদের হৃত স্বাধীনতা পুনরুদ্ধার করতে সচেষ্ট হয় এবং সম্রাটের কর্তৃত্ব অস্বীকার করে। এ সময় ইসলাম খান ছিলেন বাংলার মুঘল শাসনকর্তা। বাংলার আফগানরা মুঘলশক্তির সাথে পুনরায় যুদ্ধ করে আফগান প্রভুত্ব স্থাপনের চেষ্টা করে। এরই প্রেক্ষিতে
সম্রাট জাহাঙ্গীরের আদেশে ইসলাম খান বাংলা বিজয় করেন।
২. বাংলা বিজয়ের ঘটনা : ইসলাম খানের শাসনামলে আরাকানের মগ ও ফিরিঙ্গী দস্যুগণ প্রায়ই দক্ষিণ পূর্ব বাংলায় লুটতরাজ করতো। সে জুলুমশালী যুগকে মগেরমুল্লুক বলা হতো। ইসলাম খান এ জলদস্যুদের দমন করে দক্ষিণ পূর্ব বাংলাকে তাদের অত্যাচার হতে রক্ষা করেন এবং ফেনী নদী পর্যন্ত মুঘল প্রভুত্ব বিস্তার করতে সক্ষম হন। এ সময় আফগানগণ প্রথমে ভদ্ৰক নামক স্থানে মুঘল বাহিনীকে পরাজিত করে। এরপর ১৬১২ সালে মুঘল বাহিনীর সাথে আফগান বাহিনীর প্রচণ্ড যুদ্ধে ওসমান খান পরাজিত ও নিহত হন। ওসমান খানের পরাজয়ের সাথে
সাথে বাংলা মুঘল সম্রাটের আনুগত্য স্বীকার করে নেয়।
৩. বাংলার রাজধানী স্থানান্তর : ইসলাম খান তখন বাংলার রাজধানী রাজমহল হতে ঢাকায় নিয়ে আসেন এবং সম্রাটের নামানুসারে এর নাম দেন জাহাঙ্গীর নগর।
উপসংহার : বাংলা বিজয়ে মুঘল সম্রাটদের মধ্যে সম্রাট জাহাঙ্গীরের কৃতিত্বই বেশী। তিনিই বাংলার আফগান ও জলদস্যুদের দমন করে বাংলায় প্রকৃত মুঘল প্রভুত্ব কায়েম করেন। তবে সম্রাট জাহাঙ্গীরের এ কৃতিত্বের পেছনে সুবাদার ইসলাম খানের কৃতিত্বই সর্বাগ্রে গ্রহণীয়।