মীর জুমলার শাসনকাল সংক্ষেপে আলোচনা কর।

উত্তর : ভূমিকা : বাংলার ইতিহাসে মীর জুমলা একজন অন্যতম সুবাদার। মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে মীর জুমলা বাংলার সুবাদারের মর্যাদা লাভ করেন। শাসক, রাজনীতিবিদ ও সেনানায়ক হিসেবে তিনি কৃতিত্বে পরিচয় দিয়েছেন। মীর জুমলার বাংলা অভিযানের সফলতার জন্য আওরঙ্গজেব তাকে খান-ই-খানান ও সিপাহসালার উপাধিতে ভূষিত করে বাংলার সুবাদার নিযুক্ত করেন। নিম্নে মীর জুমলার শাসনকাল সম্পর্কে তুলে ধরা হলঃ
মীর জুমলার শাসনকাল :
১. পরিচয় ও ক্ষমতা লাভ : ইস্পাহানের অধিবাসী মীর জুমলার প্রকৃত নাম ছিল মীর মুহাম্মদ। তিনি ভাগ্যন্বেষনে ভারতবর্ষে আগমন করে গোলকুন্ডার সুলতানের সেনা বিভাগে চাকরিতে যোগদান করে সেনাপতির পদ লাভ করেন। স্বীয় কর্ম ও দক্ষতার গুণে তিনি সম্রাট শাহজাহানের সুদৃষ্টি আকর্ষণ করেন। ভ্রাতৃবিরোধকালে তিনি আওরঙ্গজেবের পক্ষে যোগদান করেন। তারই সাহায্যে আওরঙ্গজেব সুজার বিরুদ্ধে যুদ্ধে লাভ করেন। এজন্য আওরঙ্গজেব তাকে সাত হাজারী মনসব প্রদান করেন। ১৬৬০ খ্রিস্টাব্দে তিনি বাংলার সুবাদার নিযুক্ত হন।
২. শাসন সংস্কার : বাংলার শাসন ক্ষমতা গ্রহণের পর মীর জুমলা প্রথমে রাজ্যের বিশৃঙ্খলা ও অরাজকতা দূর করেন। তিনি
বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। তিনি প্রজাদের মঙ্গলের জন্য নানা প্রকার সংস্কার প্রবর্তন করেন এবং
এদেশের উপযোগী একটি সুষ্ঠু শাসনব্যবস্থা গড়ে তোলেন। তিনি প্রায় তিন বছরকাল বাংলার শাসক ছিলেন।
৩. কুচবিহার ও আসাম অভিযান : তিনি এক।প্রকার বিনা বাধায় কুচবিহার অধিকার করেন। তিনি সম্রাটের নামানুসারে কুচবিহারের
রাজধানীর নামকরণ করেন আলমগীর নগর। এরপর তিনি ব্রহ্মপুত্র নদ অতিক্রম করে আসামের রাজধানী বরগ্রাম অধিকার করেন ।
৪. সমরকৌশলী ও দক্ষ শাসক : মীর জুমলা সমরকৌশলী ও দক্ষ শাসনকর্তা ছিলেন। তিনি নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের একচেটিয়া আড়ৎদারী সরকারের হাতে ন্যস্ত করেন।
তিনি ইংরেজ বণিকদের জাহাজের মাধ্যমে এ দেশ থেকে পারস্য।দেশে নানা প্রকার দ্রব্যাদি রপ্তানির ব্যবস্থা করেন। রাজস্ব আদায়ের ব্যাপারে প্রজাদের ওপর যাতে কোন প্রকার অত্যাচার না হয় সেদিকে তার দৃষ্টি ছিল।
উপসংহার : মীর জুমলা ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, মনের দিক থেকে অস্বাভাবিক শান্ত, নির্ভীক ও সাহসী। রাজদরবারের কূট-কৌশলে এবং যুদ্ধের ময়দানে রণচাতুর্যে তিনি অত্যন্ত
বিচক্ষণ ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অমায়িক ও ন্যায়পরায়ণ ছিলেন। তিনি অল্প সময়ের মধ্যে এ দেশে একটি সুষ্ঠু শাসন
ব্যবস্থা প্রতিষ্ঠা করেন এবং প্রজাদের মঙ্গলের জন্য নানা প্রকার শাসন সংস্কার সাধন করেন।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%98%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae/