শায়েস্তা খানের মগ উপজাতি বিতাড়নের বর্ণনা দাও।

উত্তর : ভূমিকা : সুবাদার শায়েস্তা খান ছিলেন আরামপ্রিয় ও বিলাসী শাসক। বাংলা থেকে মগদের বিতাড়ণে শায়েস্তা খানের ভূমিকা অপরিসীম। শায়েস্তা খান বাংলার শান্তি-শৃংখলা বজায় রাখেন, বিদ্রোহ দমন করেন, ঐক্য ও নিরাপত্তা সংহত করেন।
শায়েস্তা খানের মগ জলদস্যুদের বিতারণ : মগ
বাংলাদেশের একটি উপজাতি। বার্মার আরাকান জাতির মানুষ যারা ১৫০০-১৭০০ খ্রিষ্টাব্দ নাগাদ জলদস্যু বা আরাকান রাজ্যবিস্তারের উদ্দেশ্যে বাংলাদেশের চট্টগ্রাম এবং তার আশেপাশের উপকূলবর্তী কিছু অংশে আক্রমণ চালান ও স্থানীয় মানুষদের ধরে নিয়ে গিয়ে বাটাভিরাতে ক্রীতদাস হিসাবে চালান করে। বাংলার সুবেদার শায়েস্তা খার অন্যতম মহৎ কীর্তি হলো এই মগ ও ফিরিঙ্গি জলদস্যুদের কবল থেকে এদেশের বাসিন্দাদের রক্ষা করা। ১৬৬৪ সালে বাংলার শাসনভার হাতে নিয়েই তিনি প্রথম নজর দেন মগ জলদস্যুদের দমনে। ১৬৬৭ সালে তার বড় পুত্র বুজুর্গ উমেদ খান ৬০০০ স্থল সৈন্য নিয়ে
অভিযান পরিচালনা করেন। অন্যদিকে নৌ সেনাপতি ইবনে হুসেন ২৮৮টি রণতরী নিয়ে নদীপথে আভিযান পরিচালনা করেন। প্রথম ১৬৬৬ সালের ২৪ জানুয়ারি মগ জলদস্যুরা ইবনে হুসেনের নিকট আত্মসমর্পণ করে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মগ বাহিনী গতিরোধ করলে মুঘল বাহিনী ১৬৬৬ সালে মগ বাহিনীদের আক্রমণ করেন। এই যুদ্ধে মগ বাহিনী পরাজিত হয়। চট্টগ্রাম থেকে মর্গ বিতাড়নে শায়েস্তা খান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%98%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae/