উত্তর : ভূমিকা : রামানুজ, রামানন্দের পথ ধরে এই ভক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন কবির ও নানক। তাদের মতাদশে ব্যাপক ঐক্য থাকলেও কিছু ভিন্নতা ছিল। কবির যেমন এক বিশাল সংখ্যক অনুসারী রেখে গেছেন, তেমনি নানক প্রতিষ্ঠা করে গেছেন শিখ ধর্ম। নিম্নে রামানুজের পরিচয় তুলে ধরা হলো :
রামানুজের পরিচয় : বৈষ্ণব দার্শনিক রামানুজ চোল রাজ্যের শ্রীপেরাম্বরদূর গ্রামে জন্মগ্রহণ করেন। তার দর্শনের মূল কথা হলো জ্ঞান, কর্ম ও ভক্তি। এই তিনের মাধ্যমে মানুষ মুক্তি লাভ করতে পারে। তিনি ঘোষণা করেন প্রেম শুধু ঈশ্বর ও মানুষের সম্পর্কের মধ্যে বিরাজ করেন। মানুষ মানুষের মধ্যে সম্পর্কে ও প্রেম থাকে। তিনি তার ধর্মাদর্শন প্রচার করে বহু বৌদ্ধ ও জৈনকে দীক্ষা দেন। রামানুজের
অনুসারীরা শ্রীবৈষ্ণব নামে পরিচিত। রামানুজের ধনমত অনুসরণ করে পরবর্তীতে রামানন্দ ও কবির স্ব স্ব ধর্মমত প্রচার করেন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ভক্তিবাদ আন্দোলনে রামানুজের অবদান কম ছিল না। তিনিই প্রথম ঘোষণা করেন প্রেম শুধু ঈশ্বর ও মানুষের মধ্যেই থাকেনা বরং মানুষে মানুষেও প্রেম থাকে। তার চিন্তার সূত্র ধরে তার ছাত্ররা পরবর্তীতে সামনের দিকে এগিয়ে যান ও তার চিন্তাকে সুপ্রতিষ্ঠিত ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন ।