উত্তর : ভূমিকা : সুলতানি শাসনামল অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হতো। প্রশাসন ও রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনার জন্য সুনিয়ন্ত্রিত রাজকর্মচারীবৃন্দ ছিল। উঁচু-নিচু পর্যায়ক্রমে পদাধিকারী কর্মচারীবৃন্দ নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে সমাপ্ত | করতেন। এসময় রাজকর্মচারী ও প্রজাসাধারণ সকলের অবস্থাই ভালো ছিল। কর্মচারীরা নিজ নিজ স্থান থেকে রাজাকে সর্বদা সাহায্য করার মাধ্যমে শাসন কার্যক্রম সচল রেখেছিল। সুলতানি আমলের বাংলায় দিল্লিকেন্দ্রিক শাসনব্যবস্থা ছিল। দিল্লিকে সামগ্রীক বিষয়েই অনুসরণ করা হতো। রাজকর্মচারী পদ ও
দিল্লির অনুরূপ ছিল।
→ সুলতানি আমলে বাংলার রাজকর্মচারীবৃন্দ : সুলতানি আমলে বাংলার রাজকর্মচারীবৃন্দদের পরিচয় ও কর্ম উল্লেখ করা হলো। যথা-
১. আমীর : আমীরেরা রাষ্ট্র শাসন ব্যাপারে প্রভাব ও ক্ষমতা বিস্তার করতেন। দুর্বল সুলতানদের শাসনামলে আমীরের ক্ষমতা
বৃদ্ধিপেত। রাজপরিবারের ভিতর থেকেই আমীর নিযুক্ত করা হত।
২. ওয়াজির : রাজস্ব বিভাগের প্রধান কর্মচারী ছিলেন ‘ওয়াজির’ । তিনি অন্যান্য বিভাগের উপরও কর্তৃত্ব করার অধিকারী ছিলেন।
৩. দবিরে খাস : দবিরে খাস একজন উচ্চপদস্থ কর্মচারী। দবিরে খাস’, ‘দেওয়ানে ইনসা’ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান।
- সকল-মালিক : সকল মালিক রাজদরবারের উচ্চপদস্থ কর্মচারী। তিনি সুলতানের প্রধান সচিব ছিলেন।
৫. হাজিব : দরবার অনুষ্ঠানের প্রধান কর্তা হচ্ছে হাজিব।
৬. সিলাহদার : সুলতানের কর্মকর্ম বাহকের উপাধি ছিল সিলাহদার ।
৭. জমাদার : সুলতানের পোশাক তত্ত্বাবধায়ক ছিলেন জমাদার।
৮. দরবান : রাজ প্রাসাদের প্রহরায় নিয়োজিত ব্যক্তিগণকে দরবান বলা হত।
৯. শবাবদার : সুলতানের সভায় পানীয় পান করাতেন।
১০. ছত্রী : সুলতানের দেহরক্ষী ও সফরে ছাতাবাহী ছিলেন ছত্রী ।
১১. অন্তরঙ্গ : সুলতানের চিকিৎসক অন্তরঙ্গ বলা হত।
১২. কাজী : বিচার বিভাগের প্রধান।
১৩. উজির : সুলতানের পর উজিরের স্থান। তিনি শাসনকার্য ও রাজস্ব বিভাগের সর্বেসর্বা ছিলেন।
১৪. আলীম : ধর্ম বিশেষজ্ঞকে আলীম বলা হতো।
১৫. অমাত্যবর্গ : সুলতান নির্বাচন, সামরিক ও বেসামরিক বিভাগের কর্মকর্তাদেরকে অমাত্য বলা হত।
১৬. অন্যান্য কর্মচারী বৃন্দ : উপরিউক্ত কর্মচারীগণ ছাড়াও আরও গুরুত্বপূর্ণ কতিপয় কর্মচারী ছিল।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সুলতানি শাসনামলে সুলতানকে সাহায্য করার জন্য প্রত্যেক কর্মচারীরাই ছিলেন বিশেষ গুরুত্বপূর্ণ। তারা নিজ নিজ কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পাদন
করে সাম্রাজ্যের উত্তরোত্তর সমৃদ্ধির পথকে ত্বরান্বিত করেছিলেন।