উত্তর ভূমিকা : বলালসেন ও রমাদেবীর পুত্র লক্ষ্মণসেন ১১৭৯ খ্রিস্টাব্দে প্রায় ৬০ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন সেন বংশের শেষ রাজা এবং তার রাজত্বাকলে মুসলিম অভিযানে বাংলায় হিন্দু শাসনের অবসান হয় ও সূচনা হয় মুসলিম শাসনের সময়।
লক্ষ্মণ সেনের পরিচয় : বলাল সেনের পর চালুক্য রাজকন্যা রমাদেবীর গর্ভজাত প্রিয় পুত্র লক্ষ্মণ সেন পরিণত বয়সে প্রায় ষাট
বছর বয়সে বাংলার সিংহাসনে আরোহণ করেন। তার রাজত্বের ইতিহাস পুনর্গঠনের উপাদান হলো তার আটটি তাম্রশাসন, সভাকরণ রচিত কয়েটি স্মৃতিবাচক শোক, তার পুত্রদ্বয়ের তাম্রশাসন মুসলমান ইতিহাসবিদ মিনহাজুদ্দীন রচিত তবকাৎ-ই-নাসিরী গ্রন্থটি। পুত্রদ্বয়ের তাম্রশাসন থেকে জানা যায় যে, তিনি কৌশলে উদ্ধৃত গৌড়েশ্বরের শীহরণ ও যৌবনে কলিঙ্গদেশে অভিযান করেছিলেন। মাধাইনগর তাম্রশাসনে তাকে অতি উচ্চ সম্মানসুচক উপাধি বীর চক্রবর্তী সর্বভৌম বিজয়ী দেওয়া হয়েছে। উপর্যুক্ত শোকগুলো থেকে জানা যায় যে, লক্ষ্মণ সেন তার পিতামহের পদাঙ্ক অনুসরণ করে গৌড়, কলিঙ্গ, কামরূপ, ও
কাশীতে বিজয় অভিযান পরিচালনা করেছিলেন। মিনহাজের বর্ণনা থেকে জানা যায় যে, বখতিয়ার খলজির আক্রমণকালে তিনি আশি বছরের বৃদ্ধ ছিলেন। সুতরাং
পিতামহের রাজত্বকালে তার যৌবনকাল চলছিল ।
উপসংহার : সবিশ্লেষে বলা যায় যে, লক্ষ্মণসেন ছিলেন সেন বংশের শেষ রাজা এবং তার পতনের মাধ্যমে বাংলায় হিন্দু
রাজত্বের সমাপ্তি হয় এবং মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। According to Dr. Romesh Majumder, “This name would
go dawn in history as that of a meal and nable, thrangh untrtnanate ruler.” কারণ রাজত্বের প্রথম দিকে সমগ্র বাংলার
অধিপতি লক্ষ্মণ সেন রাজত্বের অন্তিমপর্বে দক্ষিণপূর্ব বাংলায় সীমাবদ্ধ রাজ্যের অধিপতিতে পরিণত হয়েছিলেন ।


