উত্তর : ভূমিকা : ঐতিহাসিক শামস-ই-আফীফ রচিত তারিখ-ই-ফিরোজশাহীতে বাংলা সম্পর্কে হালকায় তথ্য দেওয়া আছে, সমসাময়িক বাংলার সম্পূর্ণ বই বা পূর্ণাঙ্গ কোনো তথ্য সরাসরি পাওয়া যায় না। ছোট ছোট বা সামান্য পরিমাণ সব তথ্য একত্রে বৃহৎ সব তথ্য হয়। বাংলার ইতিহাস ক্ষুদ্র ক্ষুদ্র তথ্যের সম্মিলনে সংযোজিত। নিম্নে শামস সিরাজের ‘তারিখ-ই- ফিরোজশাহী সম্পর্কে আলোকপাত করা হলো :
→ তারিখ-ই-ফিরোজশাহী : শামস-ই-সিরাজ কখনো বাংলায় আসেননি। তথাপি তৎকালীন বাংলার অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। ঐ সময়ে বাংলা স্বাধীন ছিল বলে গ্রন্থটিতে বাংলা সম্পর্কে বা শাসক সম্পর্কে বিস্তারিত কিছু লেখা হয়নি। তবে, সুলতান ফিরোজশাহ তুঘলক যে বাংলা আক্রমণ
করেন এ বিষয়ে লেখা ছিল। গ্রন্থটিতে ফিরোজশাহ তুঘলকের রাজত্বের ইতিহাস পাওয়া যায়।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, তৎকালীন।সময়ে বাংলা স্বাধীন ছিল। আর এজন্য ঐতিহাসিক তার গ্রন্থে এবিষয়ে বিশেষ বিস্তারিত কিছু লিখেননি।