সামাজিক নিরাপত্তা বলতে কি বুঝ?

উত্তর. ভূমিকা ঃ মানুষ সৃষ্টির ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় যে, প্রতিটি মানুষ একটি প্রতিকূল পরিবেশে জন্মগ্রহণ করে। প্রতিকূলতা ও বৈরী পরিবেশের মধ্য দিয়েই সে ধীরে ধীরে বড় হয় এবং স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্ত হয়ে ওঠে। কিন্তু সমাজ পরিবেশের বিভিন্ন বিপদাপদ ও দুর্যোগপূর্ণ অবস্থা যেমন- বেকারত্ব, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ মানব জীবনে অনিশ্চয়তা ও বিপর্যয় ডেকে আনে। তাই এসব প্রতিকূল অবস্থা স্বাভাবিক করার জন্য নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। সামাজিক নিরাপত্তা সাধারণত, আধুনিক শিল্প সমাজের অসুস্থতা, বেকারত্ব, বার্ধক্যজনিত নির্ভরশীলতা, পেশাগত দুর্ঘটনা, অকাল মৃত্যু প্রভৃতি মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতার বহির্ভূত আকস্মিক আর্থিক দুর্যোগ মোকাবেলায় সামাজিক প্রতিরক্ষামূলক কর্মসূচিই সামাজিক নিরাপত্তা।
প্রামাণ্য সং Couins Dictionary Sociology গ্রন্থের ব্যাখ্যানুযায়ী সামাজিক নিরাপত্তা হলো : “Social Security is a system
of income maintenance proved by the state.” সামাজিক নিরাপত্তার ব্যাখ্যায় William Beveridge বলেছেন- সামাজিক নিরাপত্তা হলো অভাব, রোগ, অজ্ঞতা,
মলিনতা ও অসুস্থতা একটি দৈত্যের প্রতিরক্ষায় ব্যবস্থা করা।
W.A. Fried lander এর মতে, Social security is a programe of protection against sickness.
Unemployment Death of earn, old age or disability etc. সমাজকর্ম অভিধান অনুযায়ী, সামাজিক নিরাপত্তা হচ্ছে সেই ব্যবস্থা যার মাধ্যমে আইনগত স্বীকৃত বিপত্তি যেমন বৃদ্ধাবস্থা, অসুস্থতা, অপরিপক্কতা কিংবা বেকারত্বের কারণে উপার্জনহীন নাগরিকদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়।
সার্বিকভাবে বলা যায় যে, মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে বেকারত্ব, বার্ধক্য ও মৃত্যু ইত্যাদি দৈব ঘটনা মোকাবিলা করার জন্য সামাজিক আইনের মাধ্যমে যে আর্থিক সেবা প্রদান করা হয়, তাকে সামাজিক নিরাপত্তা বলে।
উপসংহার ঃ পরিশেষে বলা যায় যে, সামাজিক নিরাপত্তা হচ্ছে সমাজের অসুবিধাগ্রস্ত ও বিপদগ্রস্ত বিশেষ বিশেষ
শ্রেণির সুরক্ষার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে গৃহীত প্রতিরক্ষামূলক ব্যবস্থা। যার সমর্থনে অধিকাংশ ক্ষেত্রের সামাজিক আইনগত
সহায়তার প্রয়োজন হয়। মূলত দ্রুত পরিবর্তনশীল শিল্পায়িত ও উন্নত প্রযুক্তির জটিল সমাজ ব্যবস্থায় অসুস্থতা, বেকারত্ব,
দরিদ্র্যতা ও উপার্জন অক্ষমতা, দুর্ঘটনা ও অন্যান্য বিপদাপদের কারণে নিরাপত্তার ব্যবস্থা করা হয়।