সামাজিক প্রশাসন কি?

উত্তর ঃ ভূমিকা ঃ কল্যাণমূলক রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে সমাজের সার্বিক উন্নয়ন। আর এই উদ্দেশ্য অর্জন তথা নীতি নির্ধারণ ও নীতি প্রয়োগে সামাজিক প্রশাসনের প্রয়োজন। প্রশাসন বিজ্ঞানের একটি অন্যতম শাখা হচ্ছে সামাজিক প্রশাসন। সমাজ সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা থেকে এর উৎপত্তি।
→ সামাজিক/সমাজকল্যাণমূলক প্রশাসন ঃ সাধারণ অর্থে সামাজিক প্রশাসন হলো সমাজকর্মের একটি সহায়ক পদ্ধতি যা সামাজিক নীতি বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করে।
মো: আব্দুল হাকিমের মতে, সামাজিক প্রশাসনের প্রধান কাজ হচ্ছে সমাজকল্যাণমূলক কাজের অগ্রগতি নিশ্চিত করার জন্য সমবেত কার্যক্রম গ্রহণ করা। এজন্য সামাজিক প্রশাসন সমাজকর্মীদের নিকট সমাজকল্যাণ প্রশাসন নামে পরিচিত। সমাজকল্যাণ প্রশাসন সামাজিক নীতি ও আইনের আলোকে জনগণের কল্যাণ সাধনের জন্য সমবেত কার্যক্রম গ্রহণ ও পরিকল্পনা করে থাকে।
W.A Fridlander 4, “Social welfare administration is the process of organizing and directing a social agency” অর্থাৎ সমাজকল্যাণ প্রশাসন হলো সামাজিক প্রতিষ্ঠান সংগঠিত ও পরিচালনা করার প্রক্রিয়া। Social Work year Book এর মতে, “সমাজকল্যাণ প্রশাসন হলো সামাজিক নীতিকে সমাজসেবায় রূপদানের এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে অভিজ্ঞতার ভিত্তিতে সামাজিক নীতির মূল্যায়ন ও সংশোধন করা যায়”। Rosemary Surri আরো বলেন, “সামাজিক প্রশাসন সমাজকল্যাণ নীতি, সমাজকল্যাণ প্রশাসনের রাজনৈতিক,
সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের নীতি পরিকল্পনার উপর গুরুত্বারোপ করে সমাজকল্যাণমূলক চাহিদা পূরণে জাতীয়
সম্পদ বণ্টন নির্ধারণ করে।
M.Nooral Hossain এবং Mohammad Alauddin এর মতে “সমাজকর্ম পদ্ধতির একটি সহায়ক পদ্ধতি হিসাবে সমাজকল্যাণ প্রশাসন কতকগুলো প্রশাসনিক প্রক্রিয়া পরিচালিত করে যা কোনো এজেন্সীর প্রত্যক্ষ
সমাজকল্যাণমূলক সেবাদানে নিয়োজিত ।
উপসংহারঃ পরিশেষে বলা যায়, মানুষের সমষ্টিগত কার্যাবলিকে পরিচালনা বা যথাযথভাবে নির্বাহ করার নামই হলো প্রশাসন । আর প্রশাসনের সঙ্গে সামাজিক কল্যাণ ও সামাজিক উন্নয়নের অনুধ্যান যা বিভিন্ন উদ্দেশ্যের আলোকে নীতি ও সামাজিক সেবার নিমিত্তে সামাজিক কল্যাণে নিয়োজিত। সামাজিক প্রশাসন এমন একটি কলা যার মাধ্যমে কোনো উদ্দেশ্য বা লক্ষ্যার্জনের জন্য কোনো এজেন্সী বা সংগঠনের কার্যাবলিকে নিয়ন্ত্রণ, নির্দেশনা ও সমন্বয় সাধন করা হয়।

সামাজিক প্রশাসন কি?

উত্তর ঃ ভূমিকা ঃ কল্যাণমূলক রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে সমাজের সার্বিক উন্নয়ন। আর এই উদ্দেশ্য অর্জন তথা নীতি নির্ধারণ ও নীতি প্রয়োগে সামাজিক প্রশাসনের প্রয়োজন। প্রশাসন বিজ্ঞানের একটি অন্যতম শাখা হচ্ছে সামাজিক প্রশাসন। সমাজ সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা থেকে এর উৎপত্তি।
→ সামাজিক/সমাজকল্যাণমূলক প্রশাসন ঃ সাধারণ অর্থে সামাজিক প্রশাসন হলো সমাজকর্মের একটি সহায়ক পদ্ধতি যা সামাজিক নীতি বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করে।
মো: আব্দুল হাকিমের মতে, সামাজিক প্রশাসনের প্রধান কাজ হচ্ছে সমাজকল্যাণমূলক কাজের অগ্রগতি নিশ্চিত করার জন্য সমবেত কার্যক্রম গ্রহণ করা। এজন্য সামাজিক প্রশাসন সমাজকর্মীদের নিকট সমাজকল্যাণ প্রশাসন নামে পরিচিত। সমাজকল্যাণ প্রশাসন সামাজিক নীতি ও আইনের আলোকে জনগণের কল্যাণ সাধনের জন্য সমবেত কার্যক্রম গ্রহণ ও পরিকল্পনা করে থাকে।
W.A Fridlander 4, “Social welfare administration is the process of organizing and directing a social agency” অর্থাৎ সমাজকল্যাণ প্রশাসন হলো সামাজিক প্রতিষ্ঠান সংগঠিত ও পরিচালনা করার প্রক্রিয়া। Social Work year Book এর মতে, “সমাজকল্যাণ প্রশাসন হলো সামাজিক নীতিকে সমাজসেবায় রূপদানের এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে অভিজ্ঞতার ভিত্তিতে সামাজিক নীতির মূল্যায়ন ও সংশোধন করা যায়”। Rosemary Surri আরো বলেন, “সামাজিক প্রশাসন সমাজকল্যাণ নীতি, সমাজকল্যাণ প্রশাসনের রাজনৈতিক,
সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের নীতি পরিকল্পনার উপর গুরুত্বারোপ করে সমাজকল্যাণমূলক চাহিদা পূরণে জাতীয়
সম্পদ বণ্টন নির্ধারণ করে।
M.Nooral Hossain এবং Mohammad Alauddin এর মতে “সমাজকর্ম পদ্ধতির একটি সহায়ক পদ্ধতি হিসাবে সমাজকল্যাণ প্রশাসন কতকগুলো প্রশাসনিক প্রক্রিয়া পরিচালিত করে যা কোনো এজেন্সীর প্রত্যক্ষ
সমাজকল্যাণমূলক সেবাদানে নিয়োজিত ।
উপসংহারঃ পরিশেষে বলা যায়, মানুষের সমষ্টিগত কার্যাবলিকে পরিচালনা বা যথাযথভাবে নির্বাহ করার নামই হলো প্রশাসন । আর প্রশাসনের সঙ্গে সামাজিক কল্যাণ ও সামাজিক উন্নয়নের অনুধ্যান যা বিভিন্ন উদ্দেশ্যের আলোকে নীতি ও সামাজিক সেবার নিমিত্তে সামাজিক কল্যাণে নিয়োজিত। সামাজিক প্রশাসন এমন একটি কলা যার মাধ্যমে কোনো উদ্দেশ্য বা লক্ষ্যার্জনের জন্য কোনো এজেন্সী বা সংগঠনের কার্যাবলিকে নিয়ন্ত্রণ, নির্দেশনা ও সমন্বয় সাধন করা হয়।