উত্তর : ভূমিকা ঃ কেয়ার বিভিন্ন ক্ষেত্রে বহুমুখী কার্যক্রমের মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে। এই অবদানের পেছনে এর বেশ কিছু প্রধান মূল্যবোধ অন্যান্য অংশীদারিত্বের দাবিদার। যা একান্তই একটি জনকল্যাণমূলক সংস্থার থাকা বাঞ্ছনীয় ।
→ কেয়ার এর মৌলিক মূল্যবোধ ঃ কেয়ার ইন্টারন্যাশনাল যেসব মূল্যবোধে উৎসাহিত হয়ে বিশ্বব্যাপী তাদের মানব উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে সেগুলো নিম্নরূপ :-
১. মানব সত্তার মূল্য ও মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন।
২. সততা বা নিষ্ঠা (Integrity)।
৩. সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ (Community to service)।
৪. উৎকর্ষতা (Excellence)।
উপসংহার ৪ পরিশেষে বলা যায় যে, কেয়ার বিশ্বের বিভিন্ন উন্নত ও ধনী রাষ্ট্র থেকে সাহায্য নিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে এই সকল মূল্যবোধের উপর ভিত্তি করেই। এই মূল্যবোধগুলোই কেয়ার এর লক্ষ্যে পৌঁছানোর অন্যতম সহায়ক হিসেবে কাজ করে।