সংক্ষেপে কেয়ার এর ভিশন লিখ।

উত্তর : ভূমিকা : প্রতিটি সংস্থার যেমন একটি ভিশন থাকে, ঠিক কেয়ার নামক সংস্থারও তেমন ভিশন রয়েছে। যা নির্দিষ্ট কিছু লক্ষ্যকে সামনে রেখে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে থাকে । নিম্নে কেয়ার -এর ভিশন তুলে ধরা হলো :
বীকেয়ার এর ভিশন ঃ CARE International এমন একটি আশাপ্রদ, সহিষ্ণু ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক পৃথিবী খুঁজে যেখানে দারিদ্র্য থাকবে না এবং প্রত্যেকটি মানুষ মর্যাদা ও নিরাপত্তার সাথে বসবাস করবে। দারিদ্র্য নিরসনে বিশ্বব্যাপী আন্দোলনে পছন্দের অংশীদার ও বৈশ্বিক শক্তি হবে কেয়ার ইন্টারন্যাশনাল এবং মানব মর্যাদা ও
সত্তার প্রতি নিরন্তর অঙ্গীকার পূরণের মাধ্যমে কেয়ার সর্বত্র পরিচিতি লাভ করবে। CARE এর ভিশন হলো আমরা এমন একটি পৃথিবী সন্ধান করি যেখানে আশা, ধৈর্ষ এবং সামাজিক ন্যায়বিচার রয়েছে যেখানে দারিদ্র্য দূরীভূত হয় এবং প্রতিটি জীবন মর্যাদা ও নিরাপত্তা পায়। কেয়ার বাংলাদেশ বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে নিবেদিত একটি শক্তি ও
অংশীদার । আমরা মানুষের মর্যাদায় বিশ্বব্যাপী সর্বত্র পরিচিত।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, কেয়ার যে ভিশনকে সামনে রেখে দুর্বার আন্দোলন চালাচ্ছে সে আন্দোলনের অবিচ্ছেদ্য শক্তি এবং কাঙ্ক্ষিত সহযাত্রী হলো বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ ।