CARE কি?

উত্তর : ভূমিকা : বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সংস্থা হিসেবে কেয়ার সারাবিশ্বে সমাজকল্যাণ কার্যক্রম পরিচালনায় মনোনিবেশ করে। কেয়ার মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন; যার মাধ্যমে দুঃস্থ, দরিদ্র মানুষের কল্যাণ সাধিত হয়। 201
CARE -এর পরিচয় : CARE -এর পূর্ণরূপ হল-“Co-operative for American Relief Everywhere.” ১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের সাহায্যে সংস্থাটি কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্নে কেয়ার ইউরোপে সীমাবদ্ধ
ছিল এবং এর নাম ছিল “Co-operative for American Remittances to Europe.” বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও সম্পদশালী দেশ থেকে তহবিল নিয়ে কেয়ার বর্তমানে তাদের বহুমুখী প্রকল্প বাস্তবায়ন করছে।
CARE -এর সংজ্ঞার বলা হয়েছে -“CARE International Seeks a world of hope, Tolerance and Social justice, Where proverty has been overcome and everyone lives in dignity and Security.”
উপসংহ : পরিশেষে বলা যায় যে, কেয়ার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক পরিচালিত এমন একটি সংস্থা যা বর্তমানে ভিন্ন সংস্থা ও বিভিন্ন উন্নত রাষ্ট্র থেকে সাহায্য নিয়ে বিভিন্ন প্রকল্প পরিচালনা করে। পাশাপাশি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অন্যান্য সংস্থাকে বিভিন্ন প্রকার সহযোগিতা প্রদান করে।